উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অভিযান রাজ্জাক পরিচালিত ১৯৮৪ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র।[১] ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খ্যাতনামা সাহিত্যিক সৈয়দ শামসুল হক। এটি তিন বন্ধুর ব্যবসায়িক অভিযানের গল্প। এতে অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক, জসিম,[২] ইলিয়াস কাঞ্চন,[৩] অঞ্জনা রহমান, রোজিনা প্রমুখ।
অভিযান | |
---|---|
পরিচালক | রাজ্জাক |
রচয়িতা | সৈয়দ শামসুল হক |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আনোয়ার পারভেজ |
চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান খান |
সম্পাদক | সৈয়দ আওয়াল |
পরিবেশক | রাজলক্ষ্মী প্রডাকশন্স |
মুক্তি | ৬ এপ্রিল ১৯৮৪ |
স্থিতিকাল | ১৪৬ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৮৪ সালের ৬ই এপ্রিল মুক্তি পায়। এটি ৯ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (রঙ্গিন) বিভাগে পুরস্কার লাভ করে।[৪]
রাজু, রউফ ও রতন তিন বন্ধু। তারা তিনজনে মিলে নতুন ব্যবসায় শুরু করে। তারা রহমানের কাছ থেকে তার কনস্ট্রাকশন সাইটের জন্য মালামাল যোগান দেওয়ার চুক্তি পায়। নদীপথে যাত্রাকালে তারা কুসুমকে নদী থেকে উদ্ধার করে। তিনজনই তাদের নৌকায় একা একটি মেয়েকে পেয়ে তাকে পটানোর তালে থাকে। অন্যদিকে রহমানের পুরনো ব্যবসায়িক শত্রু শরীফ তাদের আক্রমণ করে যাতে তারা তাদের মালামাল ঠিকমত নিয়ে যেতে না পারে। তারা এসবের মোকাবেলা করে সময়মত তাদের কাজ সমাধা করতে বদ্ধ পরিকর।
অভিযান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আনোয়ার পারভেজ। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, খুরশিদ আলম ও রুনা লায়লা।
Seamless Wikipedia browsing. On steroids.