মুয়াজ্জেম বাহাদুর শাহ (উর্দু: بہادر شاه اولBahādur Shāh Awwal) (ফার্সি: بهادر شاه) অক্টোবর ১৪, ১৬৪৩ – ফেব্রুয়ারি, ১৭১২), শাহ আলম প্রথম (ফার্সি: شاه عالم) নামেও পরিচিত।[2] সপ্তম মুঘল সম্রাট। আওরঙ্গজেবের পর মুঘল সম্রাট হিসাবে তিনি ১৭০৭ খ্রিষ্টাব্দ থেকে ১৭১২ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভারতবর্ষ শাসন করেছেন। পিতা আওরঙ্গজেবের শাসনামলে তিনি বেশ কয়েকবার বিদ্রোহ করে সিংহাসনে আরোহণ করার চেষ্টা করেছিলেন। ১৬৬৩ সালে তিনি মারাঠাদের হাতে ৭ বছর বন্দী ছিলেন। সম্রাট হবার পূর্বে তিনি আকবরআবাদ বা বর্তমান আগ্রার কাবুল এবং লাহোরের সুবাদার ছিলেন।

দ্রুত তথ্য প্রথম বাহাদুর শাহ মুয়াজ্জামبهادر شاه اول معظم, ৮ম মুঘল সম্রাট ...
প্রথম বাহাদুর শাহ
মুয়াজ্জাম
بهادر شاه اول

معظم
বাদশাহ
Thumb
প্রথম বাহাদুর শাহের প্রতিকৃতি, আনু.১৬৭০
৮ম মুঘল সম্রাট
রাজত্ব১৯ জুন ১৭০৭ – ২৭ ফেব্রুয়ারি ১৭১২
রাজ্যাভিষেকদিল্লীতে ১৯ জুন ১৭০৭
পূর্বসূরিআজম শাহ
উত্তরসূরিজাহানদার শাহ
জন্ম১৪ অক্টোবর ১৬৪৩
বুরহানপুর, মুঘল সাম্রাজ্য
মৃত্যু২৭ ফেব্রুয়ারি ১৭১২(1712-02-27) (বয়স ৬৮)
লাহোর, মুঘল সাম্রাজ্য
সমাধি
পত্নীনুর-উন-নিসা বেগম (বি. ১৬৫৯; d. ১৭০১)
স্ত্রী
  • নিজাম বাঈ (বি. ১৬৬০; d. ১৬৯২)[1]
  • রানী অমৃতা বাই
    (বি. ১৬৭১)
    [1]
  • মিহর পারওয়ার[1]
  • আমাত-উল-হাবিব[1]
  • রানী চত্তর বাই[1]
বংশধর৮ ছেলে, ১ মেয়ে সহ
পূর্ণ নাম
আবুল-নাসর সাইয়্যেদ কুব-উদ-দিন মুহাম্মদ শাহ আলম বাহাদুর শাহ বাদশাহ
রাজবংশতৈমুরি
রাজবংশতৈমুরি
পিতাআওরঙ্গজেব
মাতানোয়াব বাই
ধর্মইসলাম
বন্ধ

প্রারম্ভিক জীবন

১৬৪৩ সালের ১৪ অক্টোবরে বুরহানপুর (অধুনা মধ্য প্রদেশে ; মহারাষ্ট্রের সীমান্তবর্তী ) শহরে ৬ষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব ও তার হিন্দু দ্বিতীয় স্ত্রী নওয়াব বাঈ এর দ্বিতীয় সন্তান হিসেবে মোয়াজ্জাম নামে বাহাদুর শাহ-এর জন্ম হয়।

শাহজাহানের শাসনামলে (১৬৫৩-১৬৫৯)

তার দাদার শাসনামলে, মু'আজম ১৬৫৩ থেকে ১৬৫৯ সাল পর্যন্ত লাহোরের উজির নিযুক্ত হন।[3] ১৬৬৩ সালে শায়েস্তা খানের স্থলাভিষিক্ত হয়ে দাক্ষিণাত্যের গভর্নর হন মু'আজম। শিবাজী মুঘল দাক্ষিণাত্যের রাজধানী ঔরঙ্গাবাদের উপকণ্ঠে অভিযান চালিয়েছিলেন, যখন অদম্য মুয়াজ্জেম এটি প্রতিরোধ করার জন্য খুব কমই করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে আওরঙ্গজেব শিবাজিকে পরাজিত করার জন্য তার সর্বাধিক সক্ষম কমান্ডার রাজা জয় সিংকে প্রেরণ করেন এবং এখানে পুরন্দরের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।[4]

আওরঙ্গজেবের শাসনামলে (১৬৬৭-১৭০৭)

Thumb
সম্রাট আওরঙ্গজেব প্রিন্স মু'আজ্জেমকে গ্রহণ করেন। চেস্টার ব্রিটি লাইব্রেরি

রাজা জয় সিং প্রথম পুরান্দারে শিবাজিকে পরাজিত করার পরে, মুয়াজ্জেমকে ১৬৬৭ সালের মে মাসে দাক্ষিণাত্যের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং মহারাজা যশবন্ত সিং তাকে সহায়তা করেছিলেন।[5]

মাত্র ২৪ বছর বয়েসে পিতার শাসনকালে তিনি দাক্ষিণাত্যের প্রধান হিসেবে নিয়োজিত হন। অনুগত মেবার রাজ্ যশোবন্ত সিং হন তার সহকারী। ১৬৭০ সালে পিতাকে ক্ষমতাচুত্য করার প্রচেষ্টা করে বিফল হন। ১৬৮০ সালে পুনরায় একবার রাজপূত ক্ষোভ ফুঁসলে ক্ষমতাদখল করতে বিফল হন। ১৬৮১ সালে সম্রাট তাকে দিল্লি ফিরিয়ে আনেন এবং আগ্রা , লাহোর ও কাবুলের সুবাদার হিসেবে সম্রাটের কড়া পর্যবেক্ষণে ছিলেন।

ক্ষমতায়ন

ক্ষমতায়নের যুদ্ধ

Thumb
প্রথম বাহাদুর শাহ এবং তাঁর পত্নী

কোনো প্রকৃত যুবরাজ নির্দিষ্ট না করেই ঔরংজেব ১৭০৭ সালে মৃত্যু বরণ করেন। সেসময় তার জীবিত ৩ সন্তান মোয়াজ্জাম কাবুলের , আজম শাহ (আওরংজেবের প্রথম স্ত্রী দিলরাস বানু বেগমের গর্ভের পুত্র) গুজরাটের এবং কাম বক্স (আওরংজেবের কনিষ্ঠ সঙ্গী উদয়পুরী মহলের পুত্র) দাক্ষিণাত্যের সুবাদার ছিলেন। তিন ছেলেই মুকুট জয়ের ইচ্ছা পোষণ করেছিল, এবং কাম বখশ তার নামে কয়েন তৈরি করতে শুরু করেছিল। আজম আগ্রার দিকে যাত্রা করতে এবং নিজেকে উত্তরাধিকারী ঘোষণা করার জন্য প্রস্তুত ছিলেন,[6] কিন্তু ১৭০৭ সালের জুনে জাজৌর যুদ্ধে মোয়াজ্জামের কাছে পরাজিত হন। আজম ও তার ছেলে আলী তাবার যুদ্ধে নিহত হন।[7] ক্ষমতা দখলের লক্ষ্যে আজম শাহ দিল্লি দখল করেন। মোয়াজ্জাম ও আজমের মধ্যে জাজাও-এর যুদ্ধ(আগ্রার নিকটবর্তী) সংঘটিত হয়। মোয়াজ্জাম জয়ী হয় এবং প্রথম বাহাদুর শাহ হিসেবে ৬৩ বছর বয়সে সম্রাট হন।[8]

মৃত্যু

Thumb
মোতি মসজিদ, শাহের কবরস্থান

ইতিহাসবিদ উইলিয়াম আরভিনের মতে, সম্রাট ১৭১২ সালের জানুয়ারিতে লাহোরে ছিলেন যখন তার "স্বাস্থ্য ভেঙ্গে" পড়ে। ২৪ শে ফেব্রুয়ারী তিনি তার শেষবারের মতো জনসমক্ষে উপস্থিত হন,[9] এবং ২৭-২৮ ফেব্রুয়ারি রাতে মারা যান; মুঘল অভিজাত কামওয়ার খানের মতে, তিনি "প্লীহা বৃদ্ধি" এর কারণে মারা যান। ১১ এপ্রিল তাঁর বিধবা স্ত্রী মিহর-পারওয়ার এবং চিন কিলিচ খানের তত্ত্বাবধানে তাঁর দেহ দিল্লিতে পাঠানো হয়। ১৫ মে মেহরৌলির মোতি মসজিদ (পার্ল মসজিদ) এর আঙ্গিনায় তাকে সমাহিত করা হয়, যা তিনি কুতুবুদ্দিন বখতিয়ার কাকির দরগার কাছে নির্মাণ করেছিলেন।[10] ১৭১২ সালের সম্রাটের মৃত্যু হলে তার জ্যেষ্ঠ পুত্র জাহানদার শাহ সম্রাট হন।[11]

মুদ্রা

তিনি স্বর্ণ, রৌপ্য এবং তামার মুদ্রা জারি করেছিলেন, যদিও তার পূর্বসূরীদের মুদ্রাগুলি সরকারী কর্মকর্তাদের এবং বাণিজ্যে অর্থ প্রদানের জন্যও ব্যবহৃত হত। আওরঙ্গজেবের রাজত্বকাল থেকে তামার মুদ্রাগুলি তার নামের সাথে পুনরায় তৈরি করা হয়েছিল।[12] অন্যান্য মুঘল সম্রাটদের মতো নয়, তার মুদ্রাগুলি একটি যুগলে তার নাম ব্যবহার করেনি; কবি দানিশমান্দ খান মুদ্রাগুলির জন্য দুটি লাইন রচনা করেছিলেন, তবে সেগুলি অনুমোদিত হয়নি।[13]

ব্যক্তিগত জীবন

নাম, উপাধি এবং বংশ

উপাধিসহ তার পুরো নাম ছিল 'আবুল নাসর সৈয়দ কুতুব উদ্দিন মুহাম্মদ শাহ আলম বাহাদুর শাহ বাদশাহ। তার মৃত্যুর পর সমসাময়িক ইতিহাসবিদরা তাকে "খুলদ-মঞ্জিল" (জান্নাতে চলে যাওয়া) নামে ডাকতে শুরু করেন।[10] তিনি একমাত্র মুঘল সম্রাট যিনি সৈয়দ উপাধি পেয়েছিলেন, যা নবী মুহাম্মদের বংশধরদের দ্বারা ব্যবহৃত হয়েছিল। উইলিয়াম ইরভিনের মতে, তার নানী ছিলেন সৈয়দ শাহ মীর (যার মেয়ে, নবাব বাই জি, আওরঙ্গজেবকে বিয়ে করেছিলেন)।

চিত্রায়ন

তথ্যসূত্র

আরো পড়ুন

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.