Loading AI tools
২০১৮-এ অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ১৫তম আসর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৮ ফিফা ক্লাব বিশ্বকাপ (স্পন্সরজনিত কারণে আনুষ্ঠানিকভাবে আলিবাবা ক্লাউড দ্বারা পরিবেশিত ফিফা ক্লাব বিশ্বকাপ ইউএই ২০১৮ নামে পরিচিত)[১] হলো ফিফা ক্লাব বিশ্বকাপের ১৫তম সংস্করণ, যেটি ফিফা দ্বারা সংগঠিত ৬টি মহাদেশীয় কনফেডারেশনের বিজয়ী ক্লাবদের মধ্যে আয়োজিত একটি ফুটবল প্রতিযোগিতা; একই সাথে আয়োজক দেশের জাতীয় লীগের বিজয়ী ক্লাবও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।[২] এই প্রতিযোগিতাটি ২০১৮ সালের ১২ই ডিসেম্বর হতে ২২শে ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হয়েছে।[৩][৪]
ফিফা ক্লাব বিশ্বকাপ ইউএই ২০১৮ আলিবাবা ক্লাউড দ্বারা পরিবেশিত كأس العالم للأندية لكرة القدم الإمارات العربية المتحدة ٢٠١٨ | |
---|---|
বিবরণ | |
স্বাগতিক দেশ | সংযুক্ত আরব আমিরাত |
তারিখ | ১২–২২ ডিসেম্বর |
দল | ৭ (৬টি কনফেডারেশন থেকে) |
মাঠ | ২ (২টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | রিয়াল মাদ্রিদ (৪র্থ শিরোপা) |
রানার-আপ | আল-আইন |
তৃতীয় স্থান | রিভার প্লেত |
চতুর্থ স্থান | কাশিমা অ্যান্টলার্স |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৮ |
গোল সংখ্যা | ৩৩ (ম্যাচ প্রতি ৪.১৩টি) |
দর্শক সংখ্যা | ১,৫২,৬৭৫ (ম্যাচ প্রতি ১৯,০৮৪ জন) |
শীর্ষ গোলদাতা | গ্যারেথ বেল রাফায়েল সান্তোস বোরে (৩টি করে গোল) |
সেরা খেলোয়াড় | গ্যারেথ বেল |
ফেয়ার প্লে পুরস্কার | রিয়াল মাদ্রিদ |
স্পেনীয় লীগ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এই প্রতিযোগিতার সর্বশেষ দুই প্রতিযোগিতাসহ রেকর্ড ৩ বারের এবং বর্তমান চ্যাম্পিয়ন। ২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লীগ জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিল।
২০১৫–২০১৬ সংস্করণের পাশাপাশি ২০১৭–২০১৮ সংস্করণেরও আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল; অর্থাৎ দুইটি আয়োজক, প্রত্যেকে দুইটি আসর আয়োজন করবে, এটি ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস হতে শুরু হয়েছিল।[৫] আয়োজনের জন্য আগ্রহী সদস্য ২০১৪ সালের ৩০শে মার্চ তারিখের মধ্যে আয়োজক হিসেবে আগ্রহের ঘোষণা করতে বলা হয়েছিল এবং ২০১৪ সালের ২৫শে আগস্ট তারিখে সকল আগ্রহী সদস্যকে নিলামের সমস্ত কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল।[৬] ফিফা কার্যনির্বাহী কমিটি ২০১৪ সালের ডিসেম্বর মাসে মরোক্কোয় আয়োজিত তাদের সভায় আয়োজক দেশ নির্বাচন করার কথা ছিল,[৭] তবে ২০১৫ সালের ১৯–২০ মার্চে অনুষ্ঠিত ফিফা কার্যনির্বাহী কমিটির পরবর্তী বৈঠক পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিলম্বিত করা হয়েছিল।[৮]
নিম্নলিখিত দেশগুলো এই প্রতিযোগিতায় আয়োজক দেশ হওয়ার জন্য নিলামে আগ্রহ প্রকাশ করেছিল:[৯]
২০১৫ সালের ২১শে মার্চ তারিখে, সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে ২০১৭ এবং ২০১৮ সালের প্রতিযোগিতা আয়োজন করার জন্য ঘোষণা করা হয়েছিল।[৩]
নিম্নলিখিত দলগুলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছে।
ক্লাব | কনফেডারেশন | বাছাই | উত্তীর্ণ হওয়ার তারিখ | অংশগ্রহণ (গাঢ় দ্বারা বিজয়ী ক্লাব চিহ্নিত) |
---|---|---|---|---|
সেমি-ফাইনালে প্রবেশ | ||||
রিভার প্লেত | কনমেবল | ২০১৮ কোপা লিবের্তাদোরেস বিজয়ী[১০] | ৯ ডিসেম্বর ২০১৮[নোট ১] | ২য় (পূর্ববর্তী: ২০১৫) |
রিয়াল মাদ্রিদবিজয়ী | উয়েফা | ২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লীগ বিজয়ী[১১] | ২৬ মে ২০১৮ | ৫ম (পূর্ববর্তী: ২০০০, ২০১৪, ২০১৬, ২০১৭) |
দ্বিতীয় পর্বে প্রবেশ | ||||
কাশিমা অ্যান্টলার্স | এএফসি | ২০১৮ এএফসি চ্যাম্পিয়নস লীগ বিজয়ী[১২] | ১০ নভেম্বর ২০১৮ | ২য় (পূর্ববর্তী: ২০১৬) |
এস্পেরান্সে দে তুনিস | ক্যাফ | ২০১৮ ক্যাফ চ্যাম্পিয়নস লীগ বিজয়ী[১৩] | ৯ নভেম্বর ২০১৮ | ২য় (পূর্ববর্তী: ২০১১) |
গুয়াদালাহারা | কনকাকাফ | ২০১৮ কনকাকাফ চ্যাম্পিয়নস লীগ বিজয়ী[১৪] | ২৫ এপ্রিল ২০১৮ | ১ম |
প্রথম পর্বে প্রবেশ | ||||
টিম ওয়েলিংটন | ওএফসি | ২০১৮ ওএফসি চ্যাম্পিয়নস লীগ বিজয়ী[১৫] | ২০ মে ২০১৮ | ১ম |
আল-আইন | এএফসি (আয়োজক) | ২০১৭–১৮ ইউএই প্রো-লীগ বিজয়ী[১৬] | ১৪ মে ২০১৮[নোট ২] | ১ম |
এই প্রতিযোগিতার সকল খেলা দুটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্টেডিয়াম দুটি হলো: আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়াম এবং আল আইনের হাজ্জা বিন জায়েদ স্টেডিয়াম।
আবুধাবি | আল আইন | |||
---|---|---|---|---|
জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়াম | হাজ্জা বিন জায়েদ স্টেডিয়াম | |||
২৪°২৪′৫৭.৯২″ উত্তর ৫৪°২৭′১২.৯৩″ পূর্ব | ২৪°১৪′৪৪.১৪″ উত্তর ৫৫°৪২′৫৯.৭″ পূর্ব | |||
ধারণক্ষমতা: ৪৩,০০০ | ধারণক্ষমতা: ২২,৭১৭ | |||
এই প্রতিযোগিতার সকল ম্যাচের জন্য সর্বমোট ৬ জন রেফারি, ১২ জন সহকারী রেফারি এবং ৬ জন ভিডিও সহকারী রেফারি নিয়োগ করা হয়েছে।[১৭][১৮] ২০১৮ সালের ২২শে নভেম্বর তারিখে, ফিফা ঘোষণা করেছে যে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের রেফারি এবং সহকারী রেফারির তিনটি সদস্য দলকে পরিবর্তন করা হয়েছে।[১৯][২০]
কনফেডারেশন | রেফারি | সহকারী রেফারি | ভিডিও সহকারী রেফারি |
---|---|---|---|
এএফসি | রিউজি সাতো | তোরু সাগারা হিরোশি ইয়ামাউচি |
মোহাম্মদ আবদুল্লাহ হাসান মোহাম্মদ |
ক্যাফ | বামলাক তেসেমা ওয়েসা | জাখেলে থুসি সিওয়েলা ওয়ালিদ আহমেদ |
|
কনকাকাফ | জাইর মারুফো | ফ্রাঙ্ক অ্যান্ডারসন কোরি রকওয়েল |
মার্ক গাইগার |
কনমেবল | উইলতন সাম্পাইয়ো | রদ্রিগো ফিগেইরেদো ব্রুনো বোসচিলিয়া |
মৌরো বিয়ানো |
ওএফসি | ম্যাথু কংগার | তেভিতা মাকাসিনি মার্ক রুল |
|
উয়েফা | জিয়ানলুকা রোক্কি | এলেনিতো দি লিবেরাতোরে মাওরো তনোলিনি |
পাওয়েল গিল মাসিমিলিয়ানো ইররাতি ড্যানি মাকেলি |
প্রতিটি দলকে ২৩ সদস্যের দল গঠন করতে হবে (যেখানে ৩ জন গোলরক্ষক হতে হবে)। দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা পূর্ব পর্যন্ত আঘাতপ্রাপ্ত খেলোয়াড় প্রতিস্থাপন করা যাবে।[২]
২০১৮ সালের ৪ঠা সেপ্টেম্বর তারিখে, ১০:০০টায় সিইএসটি (ইউটিসি+২) জুরিখে অবস্থিত ফিফা সদর দপ্তরে দ্বিতীয় পর্বের ম্যাচ (প্রথম পর্বের বিজয়ীর সাথে এএফসি, ক্যাফ এবং কনকাকাফ দলের ম্যাচ) এবং সেমি-ফাইনালে দ্বিতীয় পর্বের বিজয়ীর প্রতিপক্ষ (কনমেবল এবং উয়েফার দল) নির্ধারণ করার জন্য একটি ড্র অনুষ্ঠিত হয়েছিল।[২১] এই ড্রয়ের সময়, এএফসি, ক্যাফ এবং কনমেবল থেকে দলগুলোর তাদের অবস্থান নিশ্চিত করেনি।[২২][২৩]
৯০ খেলার পর যদি একটি ম্যাচ সমতায় থাকে:[২]
প্লে-অফ | কোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল | |||||||||||
১২ ডিসেম্বর – আল আইন | ||||||||||||||
আল-আইন (পে.) | ৩ (৪) | ১৫ ডিসেম্বর – আল আইন | ||||||||||||
টিম ওয়েলিংটন | ৩ (৩) | এস্পেরান্সে দে তুনিস | ০ | |||||||||||
১৮ ডিসেম্বর – আল আইন | ||||||||||||||
আল-আইন | ৩ | |||||||||||||
রিভার প্লেত | ২ (৪) | |||||||||||||
আল-আইন (পে.) | ২ (৫) | |||||||||||||
২২ ডিসেম্বর – আবুধাবি | ||||||||||||||
রিয়াল মাদ্রিদ | ৪ | |||||||||||||
১৫ ডিসেম্বর – আল আইন | ||||||||||||||
আল-আইন | ১ | |||||||||||||
কাশিমা অ্যান্টলার্স | ৩ | |||||||||||||
১৯ ডিসেম্বর – আবুধাবি | ||||||||||||||
গুয়াদালাহারা | ২ | |||||||||||||
কাশিমা অ্যান্টলার্স | ১ | |||||||||||||
৫ম স্থান নির্ধারণী | ৩য় স্থান নির্ধারণী | |||||||||||||
রিয়াল মাদ্রিদ | ৩ | |||||||||||||
এস্পেরান্সে দে তুনিস (পে.) | ১ (৬) | কাশিমা অ্যান্টলার্স | ০ | |||||||||||
গুয়াদালাহারা | ১ (৫) | রিভার প্লেত | ৪ | |||||||||||
১৮ ডিসেম্বর – আল আইন | ২২ ডিসেম্বর – আবুধাবি |
নিম্নে সকল সময় উপসাগরীয় স্ট্যান্ডার্ড সময় (ইউটিসি+৪) অনুসারে উল্লেখ করা হয়েছে।[২৪]
কাশিমা অ্যান্টলার্স | ৩–২ | গুয়াদালাহারা |
---|---|---|
|
প্রতিবেদন |
|
এস্পেরান্সে স্পোর্তিভে দে তুনিস | ০–৩ | আল আইন ফুটবল ক্লাব |
---|---|---|
প্রতিবেদন |
|
এস্পেরান্সে দে তুনিস | ১–১ | গুয়াদালাহারা |
---|---|---|
|
প্রতিবেদন |
|
পেনাল্টি | ||
|
৬–৫ |
|
কাশিমা অ্যান্টলার্স | ১–৩ | রিয়াল মাদ্রিদ |
---|---|---|
|
প্রতিবেদন |
|
কাশিমা অ্যান্টলার্স | ০–৪ | রিভার প্লেত |
---|---|---|
প্রতিবেদন |
|
রিয়াল মাদ্রিদ | ৪–১ | আল-আইন |
---|---|---|
|
প্রতিবেদন |
|
ক্রম | খেলোয়াড় | ক্লাব | গোল | মিনিট খেলেছে |
---|---|---|---|---|
১ | গ্যারেথ বেল | রিয়াল মাদ্রিদ | ৩ | ১৫০ |
২ | রাফায়েল সান্তোস বোরে | রিভার প্লেত | ২১০ | |
৩ | গনজালো নিকোলাস মার্তিনেজ | রিভার প্লেত | ২ | ১১১ |
৪ | সুকাসা শিওতানি | আল-আইন | ৪২০ | |
৫ | মার্কাস বার্গ | আল-আইন | ২০২ | |
৬ | কাইয়ো লুকাস ফের্নান্দেস | আল-আইন | ১ | ৪২০ |
৭ | ব্রুনো জুকুলিনি | রিভার প্লেত | ৯০ | |
৮ | লুকা মদরিচ | রিয়াল মাদ্রিদ | ১৮০ | |
৯ | শোমা দই | কাশিমা অ্যান্টলার্স | ২৬০ | |
১০ | অ্যারন ক্ল্যাপহ্যাম | টিম ওয়েলিংটন | ৭৪ |
উৎস: ফিফা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ জানুয়ারি ২০২০ তারিখে
ফুটবলে পরিসংখ্যানগত কনভেনশন অনুসারে, অতিরিক্ত সময়ে নির্ধারিত ম্যাচগুলোর জয় এবং হার হিসেবে এবং পেনাল্টি শুট-আউটে নির্ধারিত ম্যাচগুলো ড্র হিসেবে গণনা করা হয়।
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|
রিয়াল মাদ্রিদ (উয়েফা) | ২ | ২ | ০ | ০ | ৭ | ২ | +৫ | ৬ | |
আল-আইন (এএফসি) (H) | ৪ | ১ | ২ | ১ | ৯ | ৯ | ০ | ৫ | |
রিভার প্লেত (কনমেবল) | ২ | ১ | ১ | ০ | ৬ | ২ | +৪ | ৪ | |
৪ | কাশিমা অ্যান্টলার্স (এএফসি) | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৯ | −৫ | ৩ |
৫ | এস্পেরান্সে দে তুনিস (ক্যাফ) | ২ | ০ | ১ | ১ | ১ | ৪ | −৩ | ১ |
৬ | গুয়াদালাহারা (কনকাকাফ) | ২ | ০ | ১ | ১ | ৩ | ৪ | −১ | ১ |
৭ | টিম ওয়েলিংটন (ওএফসি) | ১ | ০ | ১ | ০ | ৩ | ৩ | ০ | ১ |
নিম্নলিখিত পুরস্কারগুলো টুর্নামেন্টের শেষে প্রদান করা হয়েছিল।[২৬]
আডিডাস গোল্ডেন বল |
আডিডাস সিলভার বল |
আডিডাস ব্রোঞ্জ বল |
---|---|---|
(রিয়াল মাদ্রিদ) |
(আল-আইন) |
(রিভার প্লেত) |
ফিফা ফেয়ার প্লে পুরস্কার | ||
রিয়াল মাদ্রিদ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.