Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
'২০১৬-১৭ লা লিগা' (স্পন্সরজনিত কারণে লা লিগা সানতান্দের নামেও পরিচিত) লা লিগার ৮৬ তম আসর।[2] লীগটি ১৯ আগস্ট ২০১৬ এ শুরু হয় এবং ২১ মে ২০১৭ তে শেষ হয়।
মৌসুম | ২০১৬-১৭ |
---|---|
চ্যাম্পিয়ন | রিয়াল মাদ্রিদ (৩৩ তম শিরোপা) |
অবনমন | স্পোর্টিং গিহন ওসাসুনা গ্রানাদা |
চ্যাম্পিয়নস লীগ | রিয়াল মাদ্রিদ বার্সেলোনা আতলেটিকো মাদ্রিদ সেভিয়া |
ইউরোপা লীগ | ভিয়ারিয়াল রিয়াল সোসিয়েদাদ অ্যাথলেটিক বিলবাও |
মোট খেলা | ৩৮০ |
মোট গোলসংখ্যা | ১১১৮ (ম্যাচ প্রতি ২.৯৪টি) |
শীর্ষ গোলদাতা | লিওনেল মেসি (৩৭ টি গোল) |
সেরা গোলরক্ষক | জান অবলাক (০.৭২ টি গোল/ম্যাচ) |
সবচেয়ে বড় হোম জয় | আতলেটিকো মাদ্রিদ ৭-১ গ্রানাদা (১৫ অক্টোবর ২০১৬) বার্সেলোনা ৭–১ ওসাসুনা (২৬ এপ্রিল ২০১৭) |
সর্বোচ্চ স্কোরিং | সেভিয়া ৬–৪ এস্পানিওল (২০ আগস্ট ২০১৬) |
দীর্ঘতম টানা জয় | ৭টি ম্যাচ[1] বার্সেলোনা |
দীর্ঘতম টানা অপরাজিত | ১৯ টি ম্যাচ[1] বার্সেলোনা |
দীর্ঘতম টানা জয়বিহীন | ২১ টি ম্যাচ[1] ওসাসুনা |
দীর্ঘতম টানা পরাজয় | ৮ টি ম্যাচ[1] গ্রানাদা |
সর্বোচ্চ উপস্থিতি | ৯৫,৯৬১ বার্সেলোনা ১–১ রিয়াল মাদ্রিদ (৩ ডিসেম্বর ২০১৬)[1] |
সর্বনিম্ন উপস্থিতি | ৩,৫৭৬ এইবার ১–০ ভালেনসিয়া (২৭ আগস্ট ২০১৬) |
মোট উপস্থিতি | ১০,৫৫৭,৭৮২ |
গড় উপস্থিতি | ২৭,৮৫৬ |
← ২০১৫-১৬ ২০১৭-১৮ → |
রিয়াল মাদ্রিদ ৫ বছর পর বিজয়ী হয় এবং সর্বোচ্চ ৩৩ বার শিরোপা অর্জন করে। প্রথম কোনো ক্লাব হিসেবে তারা লীগের সবগুলো ম্যাচে গোল করতে সক্ষম হয়।[3][4]
গত আসরের চ্যাম্পিয়ন ছিলো বার্সেলোনা। গত আসর থেকে গেতাফে, রায়ো ভায়োকানো ও লেভান্তে তিনটি দলের অবনমন ঘটে। তাদের বদলে সেগুন্দা ডিভিশন থেকে আলাভেস, লেগানেস ও ক্লাব ওসাসুনা এই তিনটি দলের উত্তরণ ঘটে।
দল | স্থান | মাঠ | ধারণক্ষমতা |
---|---|---|---|
আলাভেস | ভিক্টোরিয়া গেসতেইজ | মেন্ডিযোরোতজা | ১৯,৮৪০[5] |
অ্যাথলেটিক বিলবাও | বিলবাও | সেন মামেস | ৫৩,২৮৯[6] |
আতলেটিকো মাদ্রিদ | মাদ্রিদ | ভিসেন্তে ক্যালদেরন | ৫৪,৯০৭[7] |
বার্সেলোনা | বার্সেলোনা | ন্যু ক্যাম্প | ৯৯,৩৫৪[8] |
সেলতা বিগো | ভিগো | বালাইদোজ | ২৯,০০০[9] |
দেপরতিভো লা করুনা | এ করুনা | রিয়াযর | ৩২,৯১২[10] |
এইবার | এইবার | ইপুরুয়া | ৭,০৮৩[11] |
এস্পানিওল | বার্সেলোনা | আরসিডিই স্টেডিয়াম | ৪০,৫০০[12] |
গ্রানাদা | গ্রানাদা | Nuevo Los Cármenes | ২২,০৯৪[13] |
লাস পালমাস | লাস পালমাস | গ্রেন ক্যানেরিয়া | ৩৩,১১১[14] |
লেগানেজ | লেগানেজ | Butarque | ১০,৯২২[15] |
মালাগা | মালাগা | লা রোজালেডা | ৩০,০৪৪[16] |
ওসাসুনা | পাম্পলোনা | এল সাদার | ১৮,৭৬১[17] |
রিয়াল বেটিস | সেভিয় | বেনিতো ভিয়ামারিন | ৫১,৭০০[18] |
রিয়াল মাদ্রিদ | মাদ্রিদ | সান্তিয়াগো বার্নাব্যু | ৮৫,৪৫৪[19] |
রিয়াল সোসিয়েদাদ | সেন্ট সেবাস্টেন | এনোয়েতা | ৩২,০০০[20] |
সেভিয়া | সেভিয় | এমন সানচেজ | ৪২,৭১৪[21] |
স্পোর্টিং গিহন | গিহন | এল মলিনন | ২৯,০২৯[22] |
ভালেনসিয়া | ভালেনসিয়া | ম্যাস্তেলা স্টেডিয়াম | ৫৫,০০০[23] |
ভিয়ারিয়াল | ভিয়ারিয়াল | এস্তাদিও দে লা কেরামিকা | ২৪,৮৯০[24] |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | রিয়াল মাদ্রিদ (C) | ৩৮ | ২৯ | ৬ | ৩ | ১০৬ | ৪১ | +৬৫ | ৯৩ | চ্যাম্পিয়নস লীগ গ্রুপ পর্বের জন্য উন্নীত |
২ | বার্সেলোনা | ৩৮ | ২৮ | ৬ | ৪ | ১১৬ | ৩৭ | +৭৯ | ৯০ | |
৩ | আতলেতিকো মাদ্রিদ | ৩৮ | ২৩ | ৯ | ৬ | ৭০ | ২৭ | +৪৩ | ৭৮ | |
৪ | সেভিয়া | ৩৮ | ২১ | ৯ | ৮ | ৬৯ | ৪৯ | +২০ | ৭২ | চ্যাম্পিয়নস লীগ প্লে-অফ পর্বের জন্য উন্নীত |
৫ | ভিয়ারিয়াল | ৩৮ | ১৯ | ১০ | ৯ | ৫৬ | ৩৩ | +২৩ | ৬৭ | ইউরোপা লীগ গ্রুপ পর্বের জন্য উন্নীত[lower-alpha 1] |
৬ | রিয়াল সোসিয়েদাদ | ৩৮ | ১৯ | ৭ | ১২ | ৫৯ | ৫৩ | +৬ | ৬৪ | |
৭ | অ্যাথলেটিক বিলবাও | ৩৮ | ১৯ | ৬ | ১৩ | ৫৩ | ৪৩ | +১০ | ৬৩ | ইউরোপা লীগ তৃতীয় কোয়ালিফাইং পর্বের জন্য উন্নীত |
৮ | এস্পানিওল | ৩৮ | ১৫ | ১১ | ১২ | ৪৯ | ৫০ | −১ | ৫৬ | |
৯ | আলাবেস | ৩৮ | ১৪ | ১৩ | ১১ | ৪১ | ৪৩ | −২ | ৫৫ | |
১০ | এইবার | ৩৮ | ১৫ | ৯ | ১৪ | ৫৬ | ৫১ | +৫ | ৫৪ | |
১১ | মালাগা | ৩৮ | ১২ | ১০ | ১৬ | ৪৯ | ৫৫ | −৬ | ৪৬[lower-alpha 2] | |
১২ | ভালেনসিয়া | ৩৮ | ১৩ | ৭ | ১৮ | ৫৬ | ৬৫ | −৯ | ৪৬[lower-alpha 2] | |
১৩ | সেল্টা ভিগো | ৩৮ | ১৩ | ৬ | ১৯ | ৫৩ | ৬৯ | −১৬ | ৪৫ | |
১৪ | লাস পালমাস | ৩৮ | ১০ | ৯ | ১৯ | ৫৩ | ৭৪ | −২১ | ৩৯[lower-alpha 3] | |
১৫ | রিয়াল বেটিস | ৩৮ | ১০ | ৯ | ১৯ | ৪১ | ৬৪ | −২৩ | ৩৯[lower-alpha 3] | |
১৬ | দেপর্তিভো লা করুনা | ৩৮ | ৮ | ১২ | ১৮ | ৪৩ | ৬১ | −১৮ | ৩৬ | |
১৭ | লেগানেস | ৩৮ | ৮ | ১১ | ১৯ | ৩৬ | ৫৫ | −১৯ | ৩৫ | |
১৮ | স্পোর্টিং গিজন (R) | ৩৮ | ৭ | ১০ | ২১ | ৪২ | ৭২ | −৩০ | ৩১ | সেগুন্দা ডিভিশনের জন্য অবনমিত |
১৯ | ওসাসুনা (R) | ৩৮ | ৪ | ১০ | ২৪ | ৪০ | ৯৪ | −৫৪ | ২২ | |
২০ | গ্রানাদা (R) | ৩৮ | ৪ | ৮ | ২৬ | ৩০ | ৮২ | −৫২ | ২০ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.