ক্লুব আতলেতিকো দে মাদ্রিদ এসএডি (স্পেনীয় উচ্চারণ: [ˈkluβ aˈtletiko ðe maˈðɾið], ইংরেজি: Atlético Madrid; এছাড়াও আতলেতিকো মাদ্রিদ, আতলেতিকো অথবা শুধুমাত্র আতলেতি নামে পরিচিত) হচ্ছে মাদ্রিদ ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ লা লিগায় খেলে।[6] এই ক্লাবটি ১৯০৩ সালের ২৬শে এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। আতলেতিকো মাদ্রিদ তাদের সকল হোম ম্যাচ মাদ্রিদের মেট্রোপলিটিনো স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৬৮,৪৫৬। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দিয়েগো সিমেওনে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন এনরিক কেরেজো। স্পেনীয় মধ্যমাঠের খেলোয়াড় কোকে এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | ক্লুব আতলেতিকো দে মাদ্রিদ | |||
---|---|---|---|---|
ডাকনাম |
| |||
প্রতিষ্ঠিত | ২৬ এপ্রিল ১৯০৩ আতলেতিকো ক্লাব দে মাদ্রিদ নামে | |||
মাঠ | মেত্রোপলিতানো স্টেডিয়াম, মাদ্রিদ | |||
ধারণক্ষমতা | ৭০,৪৬০[1][1] | |||
মালিক | আতলেতিকো হোল্ডকো (৬৫.৯৮%)[2] ইদন ওফের (৩৩%)[3][4][5] | |||
প্রেসিডেন্ট | এনরিক কেরেজো | |||
ম্যানেজার | দিয়েগো সিমেওনে | |||
লিগ | লা লিগা | |||
২০২২–২৩ | ৩য় | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, আতলেতিকো মাদ্রিদ এপর্যন্ত ২৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১০টি লা লিগা, ১০টি কোপা দেল রে এবং ২টি স্পেনীয় সুপার কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৯টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি উয়েফা ইউরোপা লিগ এবং ৩টি উয়েফা সুপার কাপ শিরোপা রয়েছে।[7][8]
খেলোয়াড়
বর্তমান দল
- ১২ আগস্ট ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[9]
টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
ধারে অন্য দলে
টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
অর্জন
ঘরোয়া
- বিজয়ী (১০): ১৯৩৯–৪০, ১৯৪০–৪১, ১৯৪৯–৫০, ১৯৫০–৫১, ১৯৬৫–৬৬, ১৯৬৯–৭০, ১৯৭২–৭৩, ১৯৭৬–৭৭, ১৯৯৫–৯৬, ২০১৩–১৪
- রানার-আপ (৮): ১৯৪৩–৪৪, ১৯৫৭–৫৮, ১৯৬০–৬১, ১৯৬২–৬৩, ১৯৬৪–৬৫, ১৯৭৩–৭৪, ১৯৮৪–৮৫, ১৯৯০–৯১
- বিজয়ী (১০): ১৯৫৯–৬০, ১৯৬০–৬১, ১৯৬৪–৬৫, ১৯৭১–৭২, ১৯৭৫–৭৬, ১৯৮৪–৮৫, ১৯৯০–৯১, ১৯৯১–৯২, ১৯৯৫–৯৬, ২০১২–১৩
- রানার-আপ (৯): ১৯২১, ১৯২৬, ১৯৫৬, ১৯৬৩–৬৪, ১৯৭৪–৭৫, ১৯৮৬–৮৭, ১৯৯৮–৯৯, ১৯৯৯–২০০০, ২০০৯–১০
- বিজয়ী (২): ১৯৮৫, ২০১৪
- রানার-আপ (৪): ১৯৯১, ১৯৯২, ১৯৯৬, ২০১৩
- কোপা ডি চ্যাম্পিওনেস ডি এসপানা
- বিজয়ী (১): ১৯৪০
- বিজয়ী (১): ১৯৫১
- রানার-আপ (১): ১৯৫০
- কোপা প্রেসিদেন্তে এফইএফ
- বিজয়ী (১): ১৯৪৭
- সেঙ্গুয়া ডিভিশন
- বিজয়ী (১): ২০০১–০২
- রানার-আপ (২): ১৯৩২–৩৩, ১৯৩৩–৩৪
- কোপা ডি লা লিগা
- রানার-আপ (২): ১৯৮৩–৮৪, ১৯৮৪–৮৫
ইউরোপীয়
- রানার-আপ (২): ১৯৭৩–৭৪, ২০১৩–১৪
- বিজয়ী (২): ২০০৯–১০, ২০১১–১২
- উয়েফা কাপ উইনারস কাপ
- বিজয়ী (১): ১৯৬১–৬২
- রানার-আপ (২): ১৯৬২–৬৩, ১৯৮৫–৮৬
- বিজয়ী (২): ২০১০, ২০১২
- উয়েফা ইন্টা্যাটোটো কাপ
- বিজয়ী (১): ২০০৭
- রানার-আপ (১): ২০০৪
মহাদেশীয়
- ইন্টার কন্টিনেন্টাল কাপ
- বিজয়ী (১): ১৯৪৭
আঞ্চলিক
- ক্যাম্পেওনাতো রিজিওনাল সেন্ট্রো
- বিজয়ী (৪): ১৯২০–২১, ১৯২৪–২৫, ১৯২৭–২৮, ১৯৩৯–৪০
- কোপা ফেডারেশন সেন্ট্রো
- বিজয়ী (১): ১৯৪১
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.