রামগড় উপজেলা

খাগড়াছড়ি জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

রামগড় উপজেলাmap

রামগড় বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা

দ্রুত তথ্য রামগড়, দেশ ...
রামগড়
উপজেলা
Thumb
মানচিত্রে রামগড় উপজেলা
স্থানাঙ্ক: ২২°৫৮′১″ উত্তর ৯১°৪২′৬″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাখাগড়াছড়ি জেলা
আয়তন
  মোট২৮৭.৮৯ বর্গকিমি (১১১.১৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
  মোট৭১,৬৭৭
  জনঘনত্ব২৫০/বর্গকিমি (৬৪০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৬.৩৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ৪৬ ৮০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
বন্ধ

অবস্থান ও আয়তন

রামগড় উপজেলার উত্তরে ভারতের ত্রিপুরামাটিরাঙ্গা উপজেলা, দক্ষিণে মানিকছড়ি উপজেলালক্ষ্মীছড়ি উপজেলা, পূর্বে মহালছড়ি উপজেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা

প্রশাসনিক এলাকা

রামগড় উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ২টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম রামগড় থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

ইতিহাস

ব্রিটিশ শাসনামলে ফেনী নদী বিধৌত রামগড় ১৯২০ সালে মহকুমা হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় রামগড় ছিল সেক্টর। কালের বিবর্তনে প্রায় সব মহকুমা শহর জেলায় রূপান্তরিত হলেও রামগড় স্বীয় মর্যাদা হারিয়ে ১৯৮৪ সালে উপজেলায় রূপান্তরিত হয়!

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মোট জনসংখ্যা ৭১,৬৭৭। জনসংখ্যার ঘনত্ব: ২৫০/বর্গ কি:মি:(৬৪০/বর্গ মাইল)

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী রামগড় উপজেলা উপজেলার জনসংখ্যা ৬০,৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ৩০,১৩১ জন এবং মহিলা ৩০,৬০৩ জন। মোট জনসংখ্যার ৬৫.৪৮% মুসলিম, ১৯.১৬% হিন্দু, ১৪.৬৩% বৌদ্ধ এবং ০.৪১% খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে। এ উপজেলায় প্রধানত বাঙালি, ত্রিপুরা,চাকমা এবং মারমা লোকজন বসববাস করে।

ধর্মবিশ্বাস-২০২২ []
  1. ইসলাম 65.48 (৬৫.৫%)
  2. হিন্দু ধর্ম 19.16 (১৯.২%)
  3. বৌদ্ধ 14.64 (১৪.৬%)
  4. খ্রিস্ট ধর্ম 0.41 (০.৪১%)
  5. অন্যান্য 0.32 (০.৩২%)
নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী (২০২২) []
  1. বাঙালী (৭৩.১৪%)
  2. ত্রিপুরা (১৩.২৮%)
  3. মারমা (১০.৬১%)
  4. চাকমা (২.৭৭%)
  5. অন্যান্য (০.২%)

শিক্ষা

সরকারী ডিগ্রী কলেজের সংখ্যা - ০১টি। সরকারী উচ্চ বিদ্যালয়ের সংখ্যা - ০১টি। বালিকা উচ্চ বিদ্যালয়ের সংখ্যা - ০১টি। আলীম মদ্রাসা - ০১টি। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা -৩ টি। সরকারী প্রাথমিক বিদ্যালয় -৪ টি। বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় - টি। নূরানী মাদ্রাসা -০৫টি। কিন্ডারগার্টেন - ০১টি। শিক্ষার হার. - ৪৬.৩৯%।

অর্থনীতি

উন্নয়নশীল অর্থনীতি। মূলতঃ কৃষি নির্ভর। এ ছাড়া প্রবাসীদের পঠানো রেমিটেন্স ও স্থানীয় ব্যবসা এ অঞ্চলের অর্থনীতির মূল চালিকাশক্তি!

জনপ্রতিনিধি

আরও তথ্য সংসদীয় আসন, জাতীয় নির্বাচনী এলাকা ...
বন্ধ

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কার্বারি।(২০১৮-) পৌর মেয়রঃ ১/কাজি শাহজান রিপন। (২০১১-২০২১) ২/মোঃ রফিকুল আলম কামাল।(২০২১-)

১নং রামগড় ইউনিয়নঃ শাহ আলম মজুমদার(২০০৮-) ২নং পাতাছড়া ইউনিয়নঃ কাজি নুরুল আলমগীর।(২০২২-)


তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.