Loading AI tools
ভারতীয় চলচ্চিত্র পরিচালিকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মেঘনা গুলজার (জন্ম: ১৩ ডিসেম্বর ১৯৭৩) হলেন একজন ভারতীয় লেখিকা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। গীতিকার ও কবি গুলজার ও তার স্ত্রী অভিনেত্রী রাখীর কন্যা মেঘনা তার পিতার চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৯৯ সালে তার পিতার পরিচালিত হু তু তু চলচ্চিত্রে চিত্রনাট্যকার হিসেবে কাজ করেন। পরবর্তীকালে তিনি স্বাধীন পরিচালক হিসেবে কাজ শুরু করেন এবং তার প্রথম চলচ্চিত্র ফিলহাল... (২০০২) পরিচালনা করেন। তিনি তার পিতাকে নিয়ে বিকজ হি ইজ... (২০০৪) লিখেন।
মেঘনা গুলজার | |
---|---|
জন্ম | |
পেশা | লেখিকা, পরিচালক, প্রযোজক |
কর্মজীবন | ২০০১-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | গোবিন্দ সন্ধু |
সন্তান | ১ |
পিতা-মাতা | গুলজার (পিতা) রাখী গুলজার (মাতা) |
পুরস্কার | পূর্ণ তালিকা |
২০০৭ সালে জাস্ট ম্যারিড ও দস কহানিয়াঁ নির্মাণের দীর্ঘ আট বছর বিরতি নিয়ে তিনি তলবার (২০১৫) চলচ্চিত্র পরিচালনা করে সমাদৃত হন এবং এই কাজের জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। চলচ্চিত্রটি বক্স অফিসেও মাঝারিমানের ব্যবসা করে। তিনি ২০১৮ সালে গোয়েন্দাধর্মী লোমহর্ষক চলচ্চিত্র রাজি পরিচালনা করে খ্যাতি অর্জন করেন। এটি ভারতের সর্বকালের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্রের একটি। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
এরপর তিনি জীবনীমূলক নাট্যধর্মী ছপাক (২০২০) নির্মাণ করেন, যা সমালোচকদের নিকট থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করে। তার পরবর্তী চলচ্চিত্র স্যাম বাহাদুর (২০২৩) সমাদৃত হয়।
মেঘনা ১৯৭৩ সালের ১৩ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা গীতিকার ও কবি গুলজার ও মাতা অভিনেত্রী রাখী (প্রদত্ত নাম: মজুমদার)।[১] তার মাতা তার নামকরণ করেন বাংলাদেশের নদী মেঘনার নামানুসারে।[২] তার পিতা পাঞ্জাবি বংশোদ্ভূত এবং মাতা বাঙালি বংশোদ্ভূত। তার মাতামহ-মাতামহীরা হিন্দি ও ইংরেজি জানতেন না, ফলে তাকে তাদের সাথে যোগাযোগ রক্ষার্থে বাংলা ভাষা শিখতে হয়েছিল।[১]
মেঘনা দ্য টাইমস অব ইন্ডিয়ায় ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করেন। এই সময়ে তিনি আশা ভোঁসলে ও নাসিরুদ্দিন শাহের সাক্ষাৎকার নেন। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করার পর চলচ্চিত্র নির্মাতা সাঈদ আখতার মির্জার সহকারী হিসেবে কাজ করেন।[৩] ১৯৯৫ সালে তিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের টিশ স্কুল অব আর্টস থেকে চলচ্চিত্র নির্মাণের স্বল্পকালীন কোর্স করেন। তিনি পরে মাচিস (১৯৯৬) চলচ্চিত্রের নির্মাণোত্তর কাজে এবং হু তু তু (১৯৯৯) চলচ্চিত্রের চিত্রনাট্যে তার পিতা গুলজারের সহকারী হিসেবে কাজ করেন।[৩]
মেঘনা ২০০২ সালে তার প্রথম চলচ্চিত্র ফিলহাল... পরিচালনা করেন।[৪] এতে মুখ্য চরিত্রে অভিনয় করেন সুস্মিতা সেন ও তাবু। তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র জাস্ট ম্যারিড (২০০৭)।[৫] তিনি সঞ্জয় গুপ্তর অমনিবাস চলচ্চিত্র দশ কাহানিয়া-এর জন্য পুরানমাসি নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন, যাতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন অমৃতা সিং। মেঘনার পরবর্তী চলচ্চিত্র ছিল বিশাল ভরদ্বাজ রচিত এবং ২০০৮ সালের নইডা জোড়া খুনের মামলা অবলম্বনে নির্মিত তলবার।[৬][৭] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ইরফান খান, কঙ্কনা সেন শর্মা ও নীরজ কাবি। মুক্তির পর চলচ্চিত্রটি সমাদৃত হয়[৮] এবং এই কাজের জন্য মেঘনা ৬১তম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালক বিভাগে তার প্রথম মনোনয়ন লাভ করেন।[৯]
মেঘনা ২০১৮ সালে হরিন্দর সিক্কার উপন্যাস কলিং সেহমত অবলম্বনে নির্মাণ করেন রাজি। জংলি পিকচার্স ও ধর্ম প্রডাকশন্সের প্রযোজনায় নির্মিত ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট ও ভিকি কৌশল।[১০][১১] এটি ৬৪তম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কার লাভ করে এবং মেঘনা শ্রেষ্ঠ পরিচালক বিভাগে পুরস্কার লাভ করেন।
তিনি বর্তমানে ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট ৮১৪ ছিনতাই নিয়ে নীলেশ মিশ্রের রচিত বই অবলম্বনে বিশাল ভরদ্বাজের সাথে কাজ করছেন।[১২] এছাড়া তিনি এসিড নিক্ষেপ থেকে বেঁচে যাওয়া লক্ষ্মী আগরওয়ালকে নিয়ে ছাপক চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন।[১৩] এতে আগরওয়ালের চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন এবং এই ছবি দিয়ে পাড়ুকোনের প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে।[১৪]
বছর | চলচ্চিত্রের শিরোনাম | পরিচালক | কাহিনি | চিত্রনাট্য | টীকা |
---|---|---|---|---|---|
১৯৯৯ | হু তু তু | হ্যাঁ | |||
২০০২ | ফিলহাল... | হ্যাঁ | হ্যাঁ | ||
২০০৭ | জাস্ট ম্যারিড | হ্যাঁ | হ্যাঁ | ||
দস কাহানিয়াঁ | হ্যাঁ | খণ্ড: "পুরানমাসি" | |||
২০১৫ | তলবার | হ্যাঁ | |||
২০১৮ | রাজি | হ্যাঁ | হ্যাঁ | বিজয়ী - শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | |
২০২০ | ছপাক | হ্যাঁ | হ্যাঁ | ||
২০২৩ | স্যাম বাহাদুর | হ্যাঁ | হ্যাঁ |
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
২০১৬ | ২২তম স্ক্রিন পুরস্কার | বিশেষ জুরি পুরস্কার | তলবার | বিজয়ী | |
শ্রেষ্ঠ পরিচালক | মনোনীত | ||||
৬১তম ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | মনোনীত | [১৫] | ||
১৬তম জি সিনে পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | মনোনীত | [১৬] | ||
১৭তম আইফা পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | মনোনীত | [১৭] | ||
২০১৮ | ২৫তম স্ক্রিন পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | রাজি | মনোনীত | |
২০১৯ | ১৯তম জি সিনে পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | মনোনীত | [১৮] | |
৬৪তম ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | বিজয়ী | [১৯] | ||
২০তম আইফা পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | মনোনীত | [২০] | ||
২০২৪ | ৬৯তম ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র (সমালোচক) | স্যাম বাহাদুর | মনোনীত |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.