হিন্দু ধর্মে মান্দা ( সংস্কৃত: मान्दा, Māndā ) বা ধামিনী ( সংস্কৃত: धामिनी, Dhāminī ) হলো শনির দ্বিতীয় স্ত্রী ও মান্দীর মাতা। তিনি একজন গন্ধর্ব কন্যা এবং রাজকুমারী। তিনি হলেন কলার দেবী। তার নৃত্য সমগ্র ব্রহ্মাণ্ডের ( মহাবিশ্ব ) যে কাউকে আকর্ষিত করতে পারে। মাঝেমধ্যে, মান্দাকে শনি গ্রহের (শনি) ঐশ্বরিক অভিভাবক হিসেবে উল্লেখ করা হয় ভারতে[2]

দ্রুত তথ্য ধামিনী, দেবনাগরী ...
ধামিনী
দেবনাগরীधामिनी
সংস্কৃত লিপ্যন্তরDhāminī
অন্তর্ভুক্তিদেবী, সরস্বতী (দেবী) ভক্ত
আবাসগন্ধর্বলোক
মন্ত্রॐ मान्दायै धामाना नमः oṁ māndāyai dhāmānā namaḥ
অস্ত্রবীণা
বাহনমরাল, গর্ধভ
ব্যক্তিগত তথ্য
মাতাপিতা
  • চিত্ররথ (পিতা)
  • দিব্যাঙ্কা (মাতা)
সঙ্গীশনি
সন্তানমান্দী (পুত্র)[1]
বন্ধ

নামকরণ

মান্দা যখন ছোট ছিল তখন মান্দার মা দিব্যাঙ্কা মারা যান। দিব্যাঙ্কা বাচ্চা মান্দা বাঁচানোর চেষ্টা করে এক অসুর সর্পের সঙ্গে লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। চিত্ররথ তাঁর মৃত্যুতে শোক করেছিলেন। মান্দার পিতা চিত্ররথ এই স্মৃতিটি টিকিয়ে রাখার জন্য ধামিন নামে সাপটির নামপূর্বক মান্দার নাম রেখেছিলেন ধামিনী।

শনির স্ত্রীদের নাম জপন

মন্ত্রসমূহের মধ্যে ধামিনী হলেন শনিদেবের শীর্ষস্থানীয় স্ত্রী। শনিদেবতার উপাসনার জন্য তার স্ত্রীদের নাম জপন শনিদেবকে সন্তুষ্ট করতে সহায়তা করে।

মন্ত্রসমূহ হলো- 'ধ্বজিনী ধামিনী চৈবা কঙ্কালী কলহপ্রিয় কান্তাকি কলাহী চাথা তুরঙ্গী মহিষী অজা শনিনর্মাণি পত্নীনামেতানী সঞ্জপনা পুমন দুখানি নাশায়েন্নিত্যাং সৌভাগ্যমেধে সুখম'। [3]

আরও দেখুন: নীলা

টেলিভিশনে

কালার্স টিভিতে প্রচারিত কর্মফলদাতা শনি নাটকে ধামিনীকে দেখানো হয়েছিল। তার চরিত্রে অভিনয় করেছেন টিনা দত্ত[4]

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.