Loading AI tools
পশ্চিমবঙ্গের একটি লোকসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দার্জিলিং লোকসভা কেন্দ্র (নেপালি: दार्जिलिंग लोकसभा निर्वाचन क्षेत्र) হল ভারতের ৫৪৩টি সংসদীয় কেন্দ্রের অন্যতম। পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরটিকে কেন্দ্র করে এই লোকসভা কেন্দ্রটি গঠিত। এই কেন্দ্রের অন্তর্গত পাঁচটি বিধানসভা কেন্দ্র দার্জিলিং জেলায়, একটি বিধানসভা কেন্দ্র কালিম্পং জেলায় এবং একটি বিধানসভা কেন্দ্র উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত।
দার্জিলিং লোকসভা কেন্দ্র | |
---|---|
ভারতীয় নির্বাচনী এলাকা | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
অঞ্চল | পূর্ব ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
বিধানসভা নির্বাচনী এলাকা | কালিম্পং দার্জিলিং কার্শিয়াং মাটিগাড়া-নকশালবাড়ি (তফসিলি জাতি) শিলিগুড়ি ফাঁসিদেওয়া (তফসিলি উপজাতি) চোপরা |
প্রতিষ্ঠিত | ১৯৫৭-বর্তমান |
মোট নির্বাচক | ১৪,৩৭,১২৬[1] |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব | |
দল | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচিত বছর | ২০১৯ |
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ২০০৯ সাল থেকে পুনর্গঠিত লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুযায়ী বর্তমানে পুনর্গঠিত ৪ নং দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত বিধানসভা কেন্দ্রগুলি হল:[2]
লোকসভা | মেয়াদ | কেন্দ্র | সাংসদের নাম | সংশ্লিষ্ট রাজনৈতিক দল |
---|---|---|---|---|
দ্বিতীয় | ১৯৫৭-৬২ | দার্জিলিং | থিওডোর মেনিন | ভারতীয় জাতীয় কংগ্রেস[3] |
তৃতীয় | ১৯৬২-৬৭ | থিওডোর মেনিন | ভারতীয় জাতীয় কংগ্রেস[4] | |
চতুর্থ | ১৯৬৭-৭১ | মৈত্রেয়ী বসু | নির্দল[5] | |
পঞ্চম | ১৯৭১-৭৭ | রতনলাল ব্রাহ্মণ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[6] | |
ষষ্ঠ | ১৯৭৭-৮০ | কৃষ্ণ বাহাদুর ছেত্রী | ভারতীয় জাতীয় কংগ্রেস[7] | |
সপ্তম | ১৯৮০-৮৪ | আনন্দ পাঠক | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[8] | |
অষ্টম | ১৯৮৪-৮৯ | আনন্দ পাঠক | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[9] | |
নবম | ১৯৮৯-৯১ | ইন্দরজিত | গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট[10] | |
দশম | ১৯৯১-৯৬ | ইন্দরজিত | ভারতীয় জাতীয় কংগ্রেস[11] | |
একাদশ | ১৯৯৬-৯৮ | আর. বি. রাই | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[12] | |
দ্বাদশ | ১৯৯৮-৯৯ | আনন্দ পাঠক | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[13] | |
ত্রয়োদশ | ১৯৯৯-২০০৪ | এস. পি. লেপচা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[14] | |
চতুর্দশ | ২০০৪-০৯ | দাওয়া নরবুলা | ভারতীয় জাতীয় কংগ্রেস[15] | |
পঞ্চদশ | ২০০৯-১৪ | যশবন্ত সিং | ভারতীয় জনতা পার্টি[16] | |
ষোড়শ | ২০১৪-১৯ | এস. এস. আলুওয়ালিয়া | ভারতীয় জনতা পার্টি[17] | |
সপ্তদশ | ২০১৯-বর্তমান | রাজু বিস্তা | ভারতীয় জনতা পার্টি |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিজেপি | এস. এস. আলুওয়ালিয়া | ৪,৮৮,২৫৭ | ৪২.৭৩ | -৮.৭৭ | |
তৃণমূল | বাইচুং ভুটিয়া | ২,৯১,০১৮ | ২৫.৪৭ | ||
সিপিআই(এম) | সমন পাঠক | ১,৬৭,১৮৬ | ১৪.৬৩ | -১০.৬৬ | |
কংগ্রেস | সুজয় ঘটক | ৯০,০৭৬ | ৭.৮৮ | -১১.৫৫ | |
নির্দল | মহেন্দ্র পি. লামা | ৫৫,৭৬৭ | ৪.৮৮ | ||
নির্দল | রবীন্দ্র রায় বাসুনিয়া | ৬,১০০ | ০.৫৩ | ||
বিএসপি | কাকলি মজুমদার | ৬,০৪০ | ০.৫৩ | ||
নির্দল | অরুণ কুমার আগরওয়াল | ৫,৪৪৯ | ০.৪৮ | ||
এসইউসিআই(সি) | গৌতম ভট্টাচার্য | ৩,৯৯৩ | ০.৩৫ | ||
আরজেপি | সুনীল পণ্ডিত | ৩,০৪৩ | ০.২৭ | ||
জিআরসি | নিমা লামা | ২,৯০৬ | ০.২৫ | ||
বিএমপি | ললিত সিংহ | ২,১০০ | ০.১৮ | ||
আমরা বাঙালি | নিরঞ্জন সাহা | ২,০২৯ | ০.১৮ | ||
নান অব দ্য অ্যাবাভ | নোটা | ১৮,০৪৫ | ১.৫৮ | --- | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৯৭,২৩৯ | ১৭.২৬ | −৮.৯৫ | ||
ভোটার উপস্থিতি | ১১,৪২,০০৯ | ৭৯.৪৬ | −০.০৪ | ||
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | -৮.৭৭ |
রাজনৈতিক দল | বিজিত আসনের সংখ্যা | আসনের হ্রাসবৃদ্ধি | প্রাপ্ত ভোটের শতকরা হার |
---|---|---|---|
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | ৩৪ | ১৫ | ৩৯.৩ |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | ২ | ৭ | ২২.৭ |
ভারতের কমিউনিস্ট পার্টি | ০ | ২ | ২.৩ |
বিপ্লবী সমাজতন্ত্রী দল | ০ | ২ | ২.৪ |
সারা ভারত ফরওয়ার্ড ব্লক | ০ | ২ | ২.১ |
ভারতীয় জাতীয় কংগ্রেস | ৪ | ২ | ৯.৬ |
ভারতীয় জনতা পার্টি | ২ | ২ | ১৬.৮ |
সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) | ০ | ১ | ০.৭ |
সূত্র: ভারতের সাধারণ নির্বাচন, ২০১৪ – রাজনৈতিক দলগুলির রাজ্যভিত্তিক বিজিত আসন সংখ্যা ও প্রাপ্ত মোট বৈধ ভোট
ভারতের সাধারণ নির্বাচন, ২০০৯ – রাজনৈতিক দলগুলির বিজিত আসন সংখ্যা ও প্রাপ্ত মোট বৈধ ভোট
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিজেপি | যশবন্ত সিং | ৪,৯৭,৬৪৯ | ৫১.৫০ | +৩৮.৬৭ | |
সিপিআই(এম) | জীবেশ সরকার | ২,৪৪,৩৬০ | ২৫.২৯ | -৭.৯৯ | |
কংগ্রেস | দাওয়া নরবুলা | ১,৮৭,৮০৯ | ১৯.৪৩ | -২৫.২৭ | |
নির্দল (রাজনীতিবিদ) | রাম গণেশ বারাইক | ১৩,২৩৬ | ১.৩৭ | +১.৩৭ | |
বিএসপি | হরিদাস ঠাকুর | ৫,০৮৩ | ০.৫৩ | -০.৬৮ | |
নির্দল (রাজনীতিবিদ) | নিতু জয় | ৪,৭৮৬ | ০.৫০ | +০.৫০ | |
সিপিআই(এমএল)এল | অভিজিৎ মজুমদার | ৩,৮১৮ | ০.৪০ | ০ | |
আমরা বাঙালি | নিরঞ্জন সাহা | ৩,৭১৭ | ০.৩৮ | ০ | |
নির্দল (রাজনীতিবিদ) | অরুণ কুমার আগরওয়াল | ৩,২২৭ | ০.৩৩ | ০ | |
আইপিএফবি | বৈদ্যনাথ রায় | ২,৬৮৬ | ০.২৮ | ০ | |
সংখ্যাগরিষ্ঠতা | ২,৫৩,২৮৯ | ২৬.২১ | +১৪.৭৯ | ||
ভোটার উপস্থিতি | ৯,৬৬,৩৭১ | ৭৯.৫০ | +৮.৩৯ | ||
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে | সুইং |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
কংগ্রেস | দাওয়া নরবুলা | ৩,৯৬,৯৭৩ | |||
সিপিআই(এম) | মণি থাপা | ২,৯৫,৫৫৭ | |||
বিজেপি | ড. জি. এস. ইয়োনজোন | ১,১৩,৯৭২ | |||
নির্দল (রাজনীতিবিদ) | সঞ্চয় থাকুরি | ২০,৯৮৮ | |||
নির্দল | মোহন ছেত্রী | ১৪,৮৫৭ | |||
নির্দল (রাজনীতিবিদ) | রাজু ভট্ট | ১১,১১২ | |||
বিএসপি | বিমল দত্ত | ১০,৭৫৮ | |||
আমরা বাঙালি | কিশলয়কান্তি শর্মা | ৮,৬৯৫ | |||
নির্দল (রাজনীতিবিদ) | ললিত বর্মণ | ৮,৬৯০ | |||
নির্দল | টিকা প্রধান | ৬,৪৮১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১,০১,৪১৬ | ||||
ভোটার উপস্থিতি | ৮,৮৮,০৮৩ | ||||
সিপিআই(এম) থেকে কংগ্রেস অর্জন করেছে | সুইং |
অধিকাংশ ক্ষেত্রেই বহুমুখী প্রতিযোগিতা হয়েছিল। তবে শুধুই বিজয়ী ও দ্বিতীয় স্থানাধিকারীর নামই নিচে দেওয়া হল:
বছর | ভোটারের সংখ্যা | প্রদত্ত বৈধ ভোট | বিজয়ী | দ্বিতীয় স্থানাধিকারী | ||||
---|---|---|---|---|---|---|---|---|
শতাংশ | প্রার্থী | শতাংশ | দল | প্রার্থী | শতাংশ | দল | ||
১৯৫৭ | ৭৬৯,৩৩০ | ৪১.৬৭ | থিয়োডোর মেনিন | ৪৩.২৭ | ভারতীয় জাতীয় কংগ্রেস | রতনলাল ব্রাহ্মণ | ৩৫.৬৩ | ভারতের কমিউনিস্ট পার্টি[3] |
১৯৬২ | ১৯৭,৭৯৬ | ৪৬.৯৭ | থিয়োডোর মেনিন | ৩৫.০৩ | ভারতীয় জাতীয় কংগ্রেস | রতনলাল ব্রাহ্মণ | ৩০.৫৭ | ভারতের কমিউনিস্ট পার্টি[4] |
১৯৬৭ | ২৫৮,৫২৮ | ৫৮.৩৯ | মৈত্রেয়ী বসু | ৩৯.২৭ | নির্দল | থিয়োডোর মেনিন | ৩৮.৫৪ | ভারতীয় জাতীয় কংগ্রেস[5] |
১৯৭১ | ২৬৮,৯৩১ | ৫৩.৫৪ | রতনলাল ব্রাহ্মণ | ৩৩.১৯ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | জি. এস. গুরুং | ২৮.৩৬ | অখিল ভারতীয় গোর্খা লিগ[6] |
১৯৭৭ | ২,৭২,১৪০ | ৪৩.৩৫ | কৃষ্ণ বাহাদুর ছেত্রী | ৪১.৮১ | ভারতীয় জাতীয় কংগ্রেস (আর) | রতনলাল ব্রাহ্মণ | ৩৪.৭৫ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[7] |
১৯৮০ | ৪১৯,৪০ | ৫৬.৬৬ | আনন্দ পাঠক | ৪৫.৭৫ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | কৃষ্ণ বাহাদুর ছেত্রী | ৪১.২৭ | ভারতীয় জাতীয় কংগ্রেস (আর)[8] |
১৯৮৪ | ৫,৬১,৭৪০ | ৬৮.১৩ | আনন্দ পাঠক | ৪১.৯৬ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | দাওয়া নরবুলা | ৪১.৭১ | ভারতীয় জাতীয় কংগ্রেস[9] |
১৯৮৯ | ৭,৮৮,৩৬০ | ৭৪.২৬ | ইন্দরজিত | ৫৬.৪৯ | গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট | আনন্দ পাঠক | ৩৭.৬৫ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[10] |
১৯৯১ | ৭,৬২,৮৯০ | ৬৯.৫৯ | ইন্দরজিত | ৪৮.০৭ | ভারতীয় জাতীয় কংগ্রেস | আনন্দ পাঠক | ৪১.০৪ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[11] |
১৯৯৬ | ৮,৪৩,৩০০ | ৬৯.৫২ | আর. বি. রাই | ৪৫.৯১ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | কৃষ্ণ বাহাদুর ছেত্রী | ৩৬.০০ | ভারতীয় জাতীয় কংগ্রেস[12] |
১৯৯৮ | ৬,৪১,২৮০ | ৫১.৭৮ | আনন্দ পাঠক | ৪৪.৭৫ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | প্রশান্ত নন্দী | ২৫.২১ | ভারতীয় জাতীয় কংগ্রেস[13] |
১৯৯৯ | ৫,৯০,০২০ | ৪৬.২১ | এস. পি. লেপচা | ৪৪.২৪ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | নর বাহাদুর খাটিওয়ারা | ২৪.৯৬ | ভারতীয় জাতীয় কংগ্রেস[14] |
২০০৪ | ৮,৮৮,৩২০ | ৭১.১১ | দাওয়া নরবুলা | ৪৪.৭০ | ভারতীয় জাতীয় কংগ্রেস | মণি থাপা | ৩৩.২৮ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[15] |
২০০৯ | ৯,৬৬,৩৭১ | ৭৯.৫১ | যশবন্ত সিং | ৫১.৫০ | ভারতীয় জনতা পার্টি | জীবেশ সরকার | ২৫.২৯ | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[16] |
২০১৪ | ১১,৪২,০০৯ | ৮০.৭০ | এস. এস. আলুওয়ালিয়া | ৪২.৭৫ | ভারতীয় জনতা পার্টি | বাইচুং ভুটিয়া | ২৫.৪৮ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[17] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.