চোপড়া বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

চোপড়া বিধানসভা কেন্দ্রmap

চোপড়া (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র

দ্রুত তথ্য চোপড়া, দেশ ...
চোপড়া
বিধানসভা কেন্দ্র
Thumb
চোপড়া
চোপড়া
Thumb
চোপড়া
চোপড়া
কেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক: ২৬°২৪′ উত্তর ৮৮°১৮′ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর দিনাজপুর
কেন্দ্র নং.২৮
আসনখোলা
লোকসভা কেন্দ্রদার্জিলিং
নির্বাচনী বছর১৬৭,১০৮ (২০১১)
বন্ধ

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ২৮ নং চোপরা বিধানসভা কেন্দ্রটি চোপড়া সিডি ব্লক এবং কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত ইসলামপুর সিডি ব্লক এর অন্তর্গত।[1]

চোপড়া বিধানসভা কেন্দ্রটি ৪ নং দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[1]

বিধানসভার বিধায়ক

আরও তথ্য নির্বাচনের বছর, কেন্দ্র ...
নির্বাচনের
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৫৭চোপরামোহাম্মদ আফাক চৌধুরীভারতীয় জাতীয় কংগ্রেস[2]
১৯৬২মোহাম্মদ আফাক চৌধুরীভারতীয় জাতীয় কংগ্রেস[3]
১৯৬৭মোহাম্মদ আফাক চৌধুরীভারতীয় জাতীয় কংগ্রেস[4]
১৯৯৬আব্দুল করিম চৌধুরীভারতীয় জাতীয় কংগ্রেস [5]
১৯৭১আব্দুল করিম চৌধুরীভারতীয় জাতীয় কংগ্রেস[6]
১৯৭২আব্দুল করিম চৌধুরীভারতীয় জাতীয় কংগ্রেস[7]
১৯৭৭মোহাম্মদ বাছা মুন্সীভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[8]
১৯৮২মোহাম্মদ বাছা মুন্সীভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[9]
১৯৮৭মহম্মদ মহমুদ্দিনভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[10]
১৯৯১মাহামুদ্দিনভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[11]
১৯৯৬মাহামুদ্দিনভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[12]
২০০১হামিদুল রহমাননির্দল[13]
২০০৬আনোয়ারুল হকভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[14]
২০১১হামিদুল রহমাননির্দল[15]
বন্ধ

২০১৬ নির্বাচন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-য়ের হামিদুল রহমান নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর আক্রামুল হককে পরাজিত করেন।

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬: চোপরা কেন্দ্র
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল হামিদুল রহমান ৭৪,৩৯০ ৪১.৮১ জয়ী
সিপিআই(এম) আক্রামুল হক ৫৭,৫৩০ ৩২.৩৪
বিজেপি সাজেন রাম সিংহ ১৫,৮১৫ ৮.৮৯
স্বতন্ত্র অশোক রায় ১৫,৬১৮ ৮.৭৮
ঝাড়খণ্ড ডিসম পার্টি সরকার মুর্মু ৪,২১৪ ২.৩৭
জিজেএম নাসির আহমেদ খান ৩,৫৩১ ১.৯৮
স্বতন্ত্র ডাঃ এমডি তাবিবুর রহমান ২,৬৮১ ১.৫০
বিএসপি রুহিদাস উরাও ১,৪৫৬ ০.৮২
নোটা উপরের কেউ না ২,৬৫৫ ১.৪৯
ভোটার উপস্থিতি ১,৭৭,৮৯০
বন্ধ

নির্বাচনী ফলাফল

২০১১

২০১১ সালের নির্বাচনে, নির্দলের হামিদুল রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর আনোয়ারুল হককে পরাজিত করেন।

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: চোপরা কেন্দ্র[15][16]
দল প্রার্থী ভোট % ±%
নির্দল হামিদুল রহমান ৬৪,২৮৯ ৬০.৬২ -০.৭৮
সিপিআই(এম) আনোয়ারুল হক ৫৭,৭১৯ ৪০.০৬ -১০.৯০
তৃণমূল শেখ জালালউদ্দিন ৬,৯৪৪ ৪.৮২
বিজেপি অসীম চন্দ্র বর্মণ ৫,৭৯৩ ৩.৪৮
নির্দল রুহিদাস উরাও ৫,৩৭৭
নির্দল সফিয়া খাতুন ২,১৭৮
বিএসপি জয়দেব বিশ্বাস ১৭৮
সংখ্যাগরিষ্ঠতা ৬,৫৭০ ৪.৫৬
ভোটার উপস্থিতি ১,৪৪,০৮৪ ৮৬.২২
সিপিআই(এম) থেকে নির্দল রাজনীতিবীদ অর্জন করেছে {{{swing}}}
বন্ধ

১৯৭৭-২০০৬

২০০৬ সালের বিধানসভা নির্বাচনে,[14] সিপিআই (এম) -এর আনোয়ারুল হক চোপরা কেন্দ্র থেকে জয়লাভ করেন, তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের হামিদুল রহমানকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০০১ সালে নির্দলের হামিদুল রাহমান সিপিআই (এম) -এর আকবর আলীকে পরাজিত করেন।[13] ১৯৯৬ সালে সিপিআই (এম) -এর মহমুউদ্দিন কংগ্রেসের হামিদুল রহমানকে পরাজিত করেন,[12] ১৯৯১ সালে কংগ্রেসের চৌধুরী এমডি. মঞ্জুর আফাক[11] এবং ১৯৮৭ সালে কংগ্রেসের শেখ জালালউদ্দীন আহমদকে পরাজিত করেন।[10] ১৯৮২ সালে সিপিআই (এম) -এর মোহাম্মদ বাচ্চা মুন্সি কংগ্রেসের শেখ জামালউদ্দিনকে পরাজিত করেন[9] এবং ১৯৭৭ সালে নির্দলের নারায়ণ চন্দ্র সিংহকে পরাজিত করেন।[8][17]

১৯৫১-১৯৭২

১৯৭২,[7] ১৯৭১[6] এবং ১৯৬৯ সালে[5] এনডিএফ/কংগ্রেসের আব্দুল করিম চৌধুরী জয়ী হন। ১৯৬৭ সালে কংগ্রেসের এ চৌধুরী জয়ী হন। ১৯৬২[3] এবং ১৯৫৭ সালে কংগ্রেসের এমডি. আফাক চৌধুরী জয়ী হন।[2] আগে এই কেন্দ্রটি বিদ্যমান ছিল না।

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.