তৌকীর আহমেদ একজন বাংলাদেশী অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, লেখক ও গীতিকার।[1][2] ১৯৮০'র দশকের শেষের দিকে তার অভিনয় জীবনের শুরু হয়। নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই তিনি অভিনয় করেন। পরবর্তীতে লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটার থেকে মঞ্চ নাটক পরিচালনার প্রশিক্ষন গ্রহণ এবং নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে চলচ্চিত্রে ডিপ্লোমা করে তিনি নাট্য ও চলচ্চিত্র পরিচালনা শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রা পরিচালনার মাধ্যমে তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তার পরিচালিত কয়েকটি চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে এবং পুরস্কার লাভ করে। পাশাপাশি তার রচিত তিনটি বই অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে।[3][4][5][6]

দ্রুত তথ্য তৌকীর আহমেদ, জন্ম ...
তৌকীর আহমেদ
Thumb
তৌকীর আহমেদ, ঢাকা ২০১৮
জন্ম
তৌকীর আহমেদ

১৯৬৬
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাস্নাতক (স্থাপত্য)
মাতৃশিক্ষায়তনবাংলাদেশ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)
পেশাঅভিনেতা, পরিচালক, লেখক
কর্মজীবন১৯৮৭বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
নদীর নাম মধুমতী
জয়যাত্রা
দারুচিনি দ্বীপ
দাম্পত্য সঙ্গীবিপাশা হায়াত (বি. ১৯৯৯)
সন্তানআরিশা আহমেদ (মেয়ে)
আরীব আহমেদ (ছেলে)
আত্মীয়আবুল হায়াত (শ্বশুর)
নাতাশা হায়াত (শ্যালিকা)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার (২ বার)
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
বন্ধ

প্রাথমিক জীবন ও শিক্ষা

তৌকীর আহমেদ ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এস এস সি এবং এইচএসসি সম্পন্ন করেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজ-এ পড়াকালীন তিনি মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন। তারপর তিনি স্থাপত্যে স্নাতক অর্জন করেন বাংলাদেশ প্রকৌশল এবং প্রযুক্ত বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে। তিনি ১৯৯৫ সালে লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটার থেকে মঞ্চ নাটক পরিচালনার প্রশিক্ষন নেন এবং ২০০২ সালে নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে চলচ্চিত্রে ডিপ্লোমা সম্পন্ন করেন।[7]

কর্মজীবন

তৌকীর আহমেদের প্রথম নাটকে সফলতার পর তিনি বিটিভি’তে প্রচারিত নাটকসমূহের রোমান্টিক চরিত্রের শীর্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠালাভ করেন। অভিনয়ের পাশাপাশি পরবর্তীতে তিনি নাট্য ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন।

অভিনয়

তৌকীর আহমেদের নাট্যাভিনয়ের অভিষেক হয় আশির দশকে। তার অভিনীত প্রথম নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়, নাটকটির বিষয়বস্তু ছিল দেশের তরুণ শিল্পীদের মাদক সমস্যা। ১৯৯৬ সালে তানভীর মোকাম্মেল পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক নদীর নাম মধুমতী চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর তিনি তার শ্বশুর আবুল হায়াত পরিচালিত প্রথম নাটক হারজিত-এ অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন তার স্ত্রী বিপাশা হায়াত। এরপর আবুল হায়াতের নির্দেশনায় এই জুটি একসাথে কাজ করেন বেলি, প্রত্যাশা, ও একজন অপরাধিনী নাটকে এবং দোলাহাসুলি ধারাবাহিক নাটকে।[8] পরবর্তীতে তানভীর মোকাম্মেল পরিচালিত দেশ বিভাগের প্রেক্ষাপটে নির্মিত চিত্রা নদীর পারে (১৯৯৯) এবং সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত বিখ্যাত উপন্যাস লালসালু অবলম্বনে নির্মিত লালসালু (২০০১) চলচ্চিত্রে অভিনয় করেন।

২০০৬ সালে নিজের পরিচালিত রূপকথার গল্প চলচ্চিত্রে একজন ট্রাক ড্রাইভার চরিত্রে অভিনয় করেন। ২০০৯ সালে জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত প্রিয়তমেষু উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত প্রিয়তমেষু চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১১ সালে অভিনয় করেন চিত্রনায়িকা পূর্ণিমার বিপরীতে আরিফ খানের পরিচালনায় ওইখানে যেওনাকো তুমি। নাটকটি এনটিভিতে প্রচারিত হয়। এ বছর তিনি তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলা চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১২ সালে ১২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়।[9] ২০১৩ সালে কাজী মোরশেদ পরিচালিত একই বৃত্তে চলচ্চিত্রে এক জমিদারের কাজের লোকের চরিত্রে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি অভিনয় করেন হামেদ হাসান নোমানের রচনা ও পরিচালনায় উদোর পিন্ডি বুদোর ঘাড়ে ধারাবাহিক নাটকে।[10] এছাড়া এ বছর একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জালালের গল্প চলচ্চিত্রে জালালের পিতার চরিত্রে অভিনয় করেন।[11] ২০১৫ সালে প্রায় এগার বছর পর তৌকির, অপি করিমমাহফুজ আহমেদ একসাথে অভিনয় করেন কেমন আছো নাটকে। রুম্মান রশীদ খানের রচনায় ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটি ২০১৫ সালে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রচারিত হয়।[12] এছাড়া একই বছর ফারিয়া হোসেনের রচনায় ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত অন্ধকারে জোনাকিএটিএন বাংলায় প্রচারিত অপার আনন্দ নাটকে অভিনয় করেন। দুটি নাটকেই তার বিপরীতে ছিলেন জাকিয়া বারী মমনাজিরা মৌ। আবুল হায়াতের নির্দেশনায় স্ত্রী বিপাশা হায়াতের বিপরীতে অভিনয় করেন সোনালী ডানার চিল নাটকে। নাটকটি ২০১৫ সালে ঈদুল ফিতরে চ্যানেল আই-তে প্রচারিত হয়।[8]

২০১৬ সালে অভিনয় করেন সকাল আহমেদের পরিচালনায় চট্টো মেট্রো ও অঞ্জন আইচের পরিচালনায় ভাইরাস নাটকে।[13][14] এছাড়া দীর্ঘ বিশ বছর চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় বসন্ত মেঘ টেলিফিল্মে অভিনয় করেন।[15]

নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি মঞ্চ নাটকেও অভিনয় করেছেন। ২০১৫ সালে বাংলাদেশ শিল্পকলায় চার দিনব্যাপী বিজয় দিবস উত্সবে সেলিনা শেলীর রচনায় ও মোহাম্মদ আলী হায়দারের নির্দেশনায় যমুনা নাটকে অভিনয় করেন।[16]

পরিচালনা

তৌকীর আহমেদ পরিচালিত প্রথম নাটক তোমার বসন্ত দিনে। ২০০৪ সালে তিনি তার ষষ্ঠ নাটক অরন্যের সুখ দুঃখ পরিচালনা করেন।[17] একই বছর তার চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রা পরিচালনার মাধ্যমে। চলচ্চিত্রটি আমজাদ হোসেন রচিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত।[18] এই চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে তিনি ২০০৫ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রটি ২০০৬ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের জন্য মনোনীত হয়। এই চলচ্চিত্রের জন্য তিনি ২০০৮ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ প্রযোজক, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার অর্জন করেন। ২০০৬ সালে মুক্তি পায় তার রচিত ও পরিচালিত চলচ্চিত্র রূপকথার গল্প। এই চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে তিনি ২০০৭ সালে দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রটি ২০০৮ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয় এবং দর্শকদের বিবেচনায় শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। ২০০৭ সালে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন দারুচিনি দ্বীপ। চলচ্চিত্রটি ২০০৮ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সাতটি বিভাগে পুরস্কার অর্জন করে। তার শ্বশুর, আবুল হায়াত, একই ছায়াছবির জন্য সেরা সহ-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রটি বালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয় এবং দর্শকদের বিবেচনায় শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

২০১৩ সালে নিজের রচনায় ও পরিচালনায় নির্মাণ করেন টেলিফিল্ম সোনালী রোদ্রের রং দেখিয়াছি[19] তিনি পলাশ মাহবুবের রচনায় নির্মাণ করেন টেলিফিল্ম বাল্যশিক্ষা। এতে অভিনয় করেন কলকাতার বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত রোজা পারমিতা। টেলিফিল্মটি ২০১৫ সালে ঈদুল ফিতরে এসএ টিভিতে প্রচারিত হয়।[20]

দীর্ঘ আট বছর বিরতির পর শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, ও নিপুনকে নিয়ে তৌকীর তার চতুর্থ চলচ্চিত্র অজ্ঞাতনামার কাজ শুরু করেন।[21] চলচ্চিত্রটি ২০১৫ সালে একুশে বইমেলায় নিজের প্রকাশিত হওয়া অজ্ঞাতনামা বইয়েরই চলচ্চিত্রায়ন।[22] চলচ্চিত্রটি ২০১৬ সালে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং বে অফ ন্যাপলস ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়।[23][24] ২০১৬ সালে ঈদুল আযহার জন্য নির্মাণ করেন বিপাশা হায়াতের রচনায় আহরণ এবং তার নিজের রচনায় ইন্দ্রজাল[25] এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদী নিয়ে তৌকির নির্মাণ করেন তার পঞ্চম চলচ্চিত্র হালদা (২০১৭)।[26][27] চলচ্চিত্রটি ২০১৮ সালে অনুষ্ঠিত ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং তৌকির আহমেদ শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেন।[28] ২০১৯ সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তার পরিচালিত ফাগুন হাওয়ায় মুক্তি পায়।[29] চলচ্চিত্রটির জন্য তিনি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালক বিভাগে মনোনায়ন পেয়েছিলেন।[30] ২০২০ সালের ডিসেম্বরে তিনি স্ফুলিঙ্গ নির্মাণ করেন।[31]

ব্যক্তিগত জীবন

তৌকীর ১৯৯৯ সালের জুলাইয়ের ২৩ তারিখে অভিনেত্রী বিপাশা হায়াতকে বিয়ে করেন। তাদের এক মেয়ে আরিশা আহমেদ ও এক ছেলে আরীব আহমেদ।[32] রাজধানী ঢাকার মহাখালীর ডিওএইচএসে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন।[33]

নক্ষত্রবাড়ি প্রজেক্ট

গাজীপুরের শ্রীপুরে প্রায় ১০ বিঘা জমির উপর দাঁড়িয়ে তৌকীর-বিপাশা দম্পতির আধুনিক সুযোগ সুবিধা সংবলিত নক্ষত্রবাড়ি রিসোর্ট ও কনফারেন্স সেন্টার। [34]

চলচ্চিত্র

অভিনেতা হিসেবে

আরও তথ্য বছর, চলচ্চিত্র ...
বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক টীকা
১৯৯৬নদীর নাম মধুমতীবাচ্চুতানভীর মোকাম্মেল
১৯৯৯চিত্রা নদীর পারেবাদলতানভীর মোকাম্মেল
২০০১লালসালুআক্কাস মিয়াতানভীর মোকাম্মেল
২০০৬রূপকথার গল্পট্রাক ড্রাইভারতৌকীর আহমেদ
২০০৯প্রিয়তমেষুনিষাদের স্বামীমোরশেদুল ইসলাম
২০১২ফিরে এসো বেহুলাতানিম নূর
২০১৩একই বৃত্তেতাজুকাজী মোরশেদ
২০১৫জালালের গল্পকরিমআবু শাহেদ ইমন
প্রার্থনাশাহরিয়ার নাজিম জয়
২০১৮ অর্পিতা শাহরিয়ার নাজিম জয়
কমলা রকেট আতিক নূর ইমরান মিঠু
২০২১ আগস্ট ১৯৭৫ তাজউদ্দীন আহমদ সেলিম খান ও শামিম আহমেদ রনি [35]
২০২২ বিউটি সার্কাস নবাব মাহমুদ দিদার
২০২৩ মুজিব: একটি জাতির রূপকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী শ্যাম বেনেগাল
আজব ছেলে মানিক মানবিক মুহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে[36]
বন্ধ

পরিচালক হিসেবে

আরও তথ্য বছর, চলচ্চিত্রের নাম ...
বছরচলচ্চিত্রের নামপরিচালককাহিনীকারচিত্রনাট্যকারসংলাপ রচয়িতাপ্রযোজকটীকা
২০০৪জয়যাত্রাহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁআমজাদ হোসেন রচিত জয়যাত্রা উপন্যাস অবলম্বনে নির্মিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র
২০০৬রূপকথার গল্পহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁ
২০০৭দারুচিনি দ্বীপহ্যাঁহ্যাঁহ্যাঁহুমায়ূন আহমেদ রচিত দারুচিনি দ্বীপ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র
২০১৬অজ্ঞাতনামাহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁকান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয়
বে অফ ন্যাপলস ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়
২০১৭হালদাহ্যাঁহ্যাঁহ্যাঁ
২০১৭ফাগুন হাওয়ায়হ্যাঁহ্যাঁহ্যাঁ
২০২১স্ফুলিঙ্গহ্যাঁহ্যাঁহ্যাঁশ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[37]
বন্ধ

টেলিভিশন

ওয়েব ধারাবাহিক

আরও তথ্য বছর, শিরোনাম ...
বছর শিরোনাম ভূমিকা পরিচালক টীকা সূত্র
২০২৩ বুকের মধ্যে আগুন শাফকাত রেজা চৌধুরী তানিম রহমান অংশু হইচই ওয়েব ধারাবাহিক
২০২২ কে? ফয়সাল রহমান গৌতম কৈরী বায়োস্কোপ ওয়েব ধারাবাহিক [38]
বন্ধ

অভিনেতা হিসেবে

  • আড়াল (১৯৯৬)
  • হারজিত (১৯৯৬)
  • বেলি
  • প্রত্যাশা
  • একজন অপরাধিনী
  • দোলা
  • হাসুলি
  • কি হইতে কি হইলো
  • জোসনা কাল
  • গায়েবুল্লাহ
  • সবুজ পাতার গল্প
  • নিজামউদ্দিনের বিত্ত ভাবনা
  • দিক বিদিক
  • ওইখানে যেওনাকো তুমি (২০০১)
  • গোপন কথা ছিল বলবার (২০১৩)
  • সোনালী রোদ্রের রং দেখিয়াছি (২০১৩)
  • উদোর পিন্ডি বুদোর ঘাড়ে (২০১৪)
  • পোড়া গন্ধ শহর জুড়ে (২০১৫)
  • কেমন আছো (২০১৫)
  • অন্ধকারে জোনাকি (২০১৫)
  • অপার আনন্দ (২০১৫)
  • বাল্যশিক্ষা (২০১৫)
  • সোনালী ডানার চিল (২০১৫)
  • রুমমেট আবশ্যক
  • অসম
  • একজন ভীতু মানুষ
  • ডাইনোসর
  • ভালোবাসার রেসিপি
  • অরণ্য মঞ্জুরী
  • চট্টো মেট্রো (২০১৬)
  • ভাইরাস (২০১৬)
  • বসন্ত মেঘ (২০১৬)
  • নিয়ন জোসনার পরী (২০১৬)

পরিচালক হিসেবে

  • তোমার বসন্ত দিনে
  • অরন্যের সুখ দুঃখ (২০০৪)
  • চন্দ্রমগ্ন (২০১১)
  • সোনালী রোদ্রের রং দেখিয়াছি (২০১৩)
  • বিস্ময়
  • বাল্যশিক্ষা (২০১৫)
  • আহরণ (২০১৬)
  • ইন্দ্রজাল (২০১৬)

প্রকাশনা

  • প্রতিসরণ (২০১২) - মঞ্চ নাটক
  • ইচ্ছেমৃত্যু (২০১৩) - মঞ্চ নাটক
  • অজ্ঞাতনামা (২০১৫) - মঞ্চ নাটক
  • একগুচ্ছ কবিতা (২০২০) - বই[39]

পুরস্কার ও সম্মাননা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার
আরও তথ্য প্রদানের তারিখ, বিভাগ ...
বন্ধ
মেরিল-প্রথম আলো পুরস্কার
আরও তথ্য প্রদানের তারিখ, বিভাগ ...
প্রদানের তারিখ বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র.
২০০৫ শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক (সমালোচক) জয়যাত্রা বিজয়ী
২০০৭ শ্রেষ্ঠ পরিচালক রূপকথার গল্প বিজয়ী [43]
২১ এপ্রিল ২০১৭ শ্রেষ্ঠ চলচ্চিত্র অজ্ঞাতনামা বিজয়ী [44]
শ্রেষ্ঠ পরিচালক মনোনীত
বন্ধ
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
আরও তথ্য প্রদানের তারিখ, বিভাগ ...
প্রদানের তারিখ বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র.
২০০৬শ্রেষ্ঠ চলচ্চিত্রজয়যাত্রা (২০০৪)মনোনীত
২০০৮শ্রেষ্ঠ দর্শক পুরস্কাররূপকথার গল্প (২০০৬)বিজয়ী
২০১৮শ্রেষ্ঠ পরিচালকহালদা (২০১৭)বিজয়ী
বন্ধ
অন্যান্য চলচ্চিত্র উৎসব
আরও তথ্য প্রদানের তারিখ, উৎসব ...
প্রদানের তারিখ উৎসব বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র.
২০০৭ বালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শ্রেষ্ঠ দর্শক পুরস্কার দারুচিনি দ্বীপ বিজয়ী
২০২০ রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেরা পরিচালক ফাগুন হাওয়ায় বিজয়ী [45]
বন্ধ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.