Loading AI tools
মার্কিন অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ডন আমিচি (জন্ম: ডমিনিক ফেলিক্স আমিচি, ৩১ মে ১৯০৮ - ৬ ডিসেম্বর ১৯৯৩)[1] ছিলেন একজন মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। তিনি বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান, স্টক কোম্পানি ও ভডেভিলে কাজ করার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৩০-এর দশকের শুরুর দিকে তিনি বেতারের অন্যতম শীর্ষ তারকা ছিলেন। বেতারে তার কাজের খ্যাতি তাকে চলচ্চিত্রে কাজের সুযোগ করে দেয় এবং ১৯৩৫ সালে তিনি টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের সাথে চুক্তিবদ্ধ হন। ১৪ বছরের চলচ্চিত্র জীবনে তিনি ৪০টি হাস্যরসাত্মক, নাট্যধর্মী ও সঙ্গীতধর্মী চলচ্চিত্রে কাজ করেন। ১৯৫০-এর দশকের তিনি ব্রডওয়ে মঞ্চে ও টেলিভিশনে কাজ শুরু করেন। ১৯৬১ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি এনবিসির ইন্টারন্যাশনাল শোটাইমের উপস্থাপক হিসেবে পরিচিত লাভ করেন। তিনি পুনরায় চলচ্চিত্রে ফিরে আসেন এবং ককুন (১৯৮৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[2]
ডন আমিচি | |
---|---|
Don Ameche | |
জন্ম | ডমিনিক ফেলিক্স আমিচি ৩১ মে ১৯০৮ কেনোশা, উইসকনসিন, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ৬ ডিসেম্বর ১৯৯৩ ৮৫) স্কটসডেল, অ্যারিজোনা, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
মৃত্যুর কারণ | মলাশ্বয়ে ক্যান্সার |
সমাধি | রেসারেকশন সিমেট্রি, আইওয়া |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা, কৌতুকাভিনেতা |
কর্মজীবন | ১৯২৯-১৯৯৩ |
দাম্পত্য সঙ্গী | অনার প্রেন্ডারগাস্ট (বি. ১৯৩২; অনারের মৃত্যু ১৯৮৬) |
সন্তান | ৬ |
পুরস্কার | একাডেমি পুরস্কার ভল্পি কাপ |
ডন আমিচি ১৯০৮ সালের ৩১শে মে উইসকনসিনে কেনোশায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ডোমিনিক ফেলিক্স আমিচি। তার পিতা ফেলিস আমিচি ছিলেন একজন একজন বারটেন্ডার। তিনি ইতালির মার্শের আসকোলি পিচেনোর মন্তেমোনাকো থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তার মাতা বারবারা এটা হার্টেল স্কটিশ, আইরিশ ও জার্মান বংশোদ্ভূত।[3][4][5] তার তিন ভাই - উমবার্তো (বার্ট), জেমস (জিম আমিচি), ও লুইস এবং চার বোন - এলিজাবেথ, ক্যাথরিন, ম্যারি ও অ্যানা।[6][7] আমিচি মার্কেট বিশ্ববিদ্যালয়, লোরাস কলেজ ও উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।[8]
তিনি পুনরায় চলচ্চিত্রে ফিরে আসেন এবং ককুন (১৯৮৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[2] এরপর তিনি তার বাকি জীবন চলচ্চিত্রে কাজ করে যান, তন্মধ্যে রয়েছে ককুন-এর অনুবর্তী পর্ব ককুন: দ্য রিটার্ন (১৯৮৮)। ১৯৮৮ সালে তিনি ডেভিড ম্যামেট ও শেল সিলভারস্টেইনের রচিত থিংস চেঞ্জ চলচ্চিত্রে অভিনয় করে ইতিবাচক পর্যালোচনা অর্জন করেন। দ্য নিউ ইয়র্ক টাইমস লিখে, "তিনি হাস্যরসাত্মক ক্ষেত্রে বিশেষ দক্ষতা প্রদর্শন করেছেন যা ভাবানুভূতিপূর্ণ কারণ ছাড়াও অভিনেতাদের পুরস্কার জয়ে সাহায্য করে।"[9] এই কাজের জন্য তিনি ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে তার এই চলচ্চিত্রের সহশিল্পী জো মান্তেনিয়ার সাথে যৌথভবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ভোল্পি কাপ অর্জন করেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.