উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়
মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ম্যাডিসনে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ম্যাডিসনে অবস্থিত একটি সরকারি ভূমি-অনুদান গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। ১৮৪৮ সালে উইসকনসিন রাজ্যের মর্যাদা অর্জন করে এবং উইসকনসিনের অফিসিয়াল রাজ্য বিশ্ববিদ্যালয় এবং উইসকনসিন সিস্টেম বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাগশিপ ক্যাম্পাস উভয়ই একই বছর প্রতিষ্ঠিত হয়।[৪] ৯৩৩-একর (৩৭৮ হেক্টর) প্রধান ক্যাম্পাস মেন্ডোটা হ্রদের তীরে অবস্থিত এবং চারটি জাতীয় ঐতিহাসিক ল্যান্ডমার্ক এখানে অন্তর্ভুক্ত। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মালিকানায় রয়েছে এবং পরিচালনা করে ১,২০০-একর (৪৮৬ হেক্টর) ইউনিভার্সিটি অফ উইসকনসিন-ম্যাডিসন আরবোরেটাম মূল ক্যাম্পাসের ৪ মাইল (৬.৪ কিমি) দক্ষিণে। [৫][৬]
নীতিবাক্য | Numen Lumen (Latin) |
---|---|
বাংলায় নীতিবাক্য | "God, our light" or "The divine within the universe, however manifested, is my light."[১] |
ধরন | পাবলিক flagship |
স্থাপিত | ১৮৪৮ |
বৃত্তিদান | $1.87 billion[২] |
আচার্য | David Ward |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২,০৫৪ |
শিক্ষার্থী | ৪২,৫৯৫ (Fall 2010)[৩] |
স্নাতক | ২৮,৮৯৭ (Fall 2010)[৩] |
স্নাতকোত্তর | ৯,৩৫৮ (Fall 2010)[৩] |
অবস্থান | ম্যাডিসন, উইসকনসিন |
শিক্ষাঙ্গন | Urban ৯৩৬ একর (৩৭৯ হেক্টর) |
Sports | Wisconsin Badgers |
পোশাকের রঙ | Cardinal and white |
মাসকট | Bucky Badger (Buckingham U. Badger) |
ওয়েবসাইট | wisc.edu |
র্যাঙ্কিং
কৃতি শিক্ষার্থী
- জন বারডিন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৫৬, ১৯৭২; আইইইই মেডেল অব অনার ১৯৭১, স্টুয়ার্ট ব্যালেন্টাইন মেডেল (১৯৫২), অলিভার ই বাকলি কনডেন্সড ম্যাটার প্রাইজ (১৯৫৪), ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৬৫), লোমোনোসোভ গোল্ড মেডেল (১৯৮৭), হ্যারল্ড পেন্ডার অ্যাওয়ার্ড (১৯৮৮)
- এডয়ার্ড লাউরি টাটম, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার, ১৯৫৮
- পল বয়ার, রসায়নে নোবেল পুরস্কার, ১৯৯৭
- অ্যালান ম্যাকডিয়ারমিড, রসায়নে নোবেল পুরস্কার, ২০০০
- থিওডোর শুল্ট্স, অর্থনীতিতে নোবেল পুরস্কার, ১৯৭৯
- হারবার্ট এস. গ্যাসার, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার, ১৯৪৪
- স্টানফোর্ড মুর, রসায়নে নোবেল পুরস্কার, ১৯৭২
- জন হ্যাসব্রাউক ভ্যান ভ্লেক, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৭৭, Irving Langmuir Award (১৯৬৫), ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৬৬), Elliott Cresson Medal (১৯৭১), Lorentz Medal (১৯৭৪)
- রিচার্ড আর্নেস্ট বেলম্যান, আইইই মেডেল অব অনার ১৯৭৯
- হাওয়ার্ড আইকেন
- আর্নস্ট অ্যাডলফ গুইলেমিন, আইইইই মেডেল অব অনার ১৯৬১ এবং আইইইই জেমস এইচ মুলিগান জুনিয়র এডুকেশন মেডেল ১৯৬২
- অরুণ জি ফাড়কে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন মেডেল, ২০০৮, আইইইই মেডেল ইন পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ২০১৬
কৃতি শিক্ষক
- যোসেফ আরল্যাঙ্গার, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৪৪
- মিল্টন ফ্রিড্ম্যান, ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৮৮), প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রীডম (১৯৮৮), অর্থনীতিতে নোবেল পুরস্কার (১৯৭৬), জন বেটস ক্লার্ক মেডেল (১৯৫১)
- হর গোবিন্দ খোরানা, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার, ১৯৬৮, লুইজা গ্রোস হরউইটস পুরস্কার (১৯৬৮), আলবার্ট ল্যাস্কার অ্যাওয়ার্ড ফর বেসিক মেডিকেল রিসার্চ (১৯৬৮), পদ্ম বিভূষণ (১৯৬৯), উইলার্ড গিবস অ্যাওয়ার্ড (১৯৬৯)
- জোসুয়া লেডারবার্গ, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৫৯, ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৮৯, প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রীডম (২০০৬)
- অলিভার স্মিথ, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০০৭, ল্যাস্কার অ্যাওয়ার্ড (২০০১), ওলফ প্রাইজ ইন মেডিসিন (২০০২), থমাস হান্ট মর্গান মেডেল (২০০৭)
- ইউজিন পল উইগনার, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৬৩, ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৬৯, ফ্রাঙ্কলিন মেডেল (১৯৫০), এনরিকো ফার্মি অ্যাওয়ার্ড (১৯৫৮), ম্যাক্স প্ল্যাঙ্ক মেডেল (১৯৬১), আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড (১৯৭২)
- জন হ্যাসব্রাউক ভ্যান ভ্লেক, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৭৭, Irving Langmuir Award (১৯৬৫), ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৬৬), Elliott Cresson Medal (১৯৭১), Lorentz Medal (১৯৭৪)
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.