Loading AI tools
ভারতীয়-আমেরিকান আণবিক জীববিজ্ঞানী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হর গোবিন্দ খোরানা (৯ জানুয়ারী, ১৯২২ – ৯ নভেম্বর, ২০১১)[1][2][3] ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী। তিনি ১৯৬৮ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি আমিনো এসিডের কোডন এর সিকুয়েন্স বের করার এক সহজ পদ্ধতির আবিষ্কার করেছেন।
হর গোবিন্দ খোরানা | |
---|---|
জন্ম | রায়পুর,[[পাঞ্জাব, পাকিস্তান] | ৯ জানুয়ারি ১৯২২
মৃত্যু | নভেম্বর ৯, ২০১১ ৮৯) | (বয়স
জাতীয়তা | আমেরিকান |
নাগরিকত্ব | যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | লিভারপুল বিশ্ববিদ্যালয় (Ph.D) পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (BS/MS) |
পরিচিতির কারণ | First to demonstrate the role of Nucleotides in protein synthesis |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৬৮), Gairdner Foundation International Award, Louisa Gross Horwitz Prize, Albert Lasker Award for Basic Medical Research, Padm vibhusan, Willard Gibbs Award |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | অণুপ্রাণ বিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (১৯৭০-২০০৭) ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন (১৯৬০-৭০) ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া (১৯৫২-৬০) কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (১৯৫০-৫২) ইটিএইচ জুরিখ (১৯৪৮-৪৯) |
স্বাক্ষর | |
তিনি লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৩ সালে বিএসসি এবং ১৯৪৫ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৫২ সালে ভ্যাঙ্কুভারের ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় যোগদান করেন। ১৯৬০ সালে ম্যাডিসনের ইউনিভার্সিটি অব উইসকনসিনে যোগদান করেন। ১৯৭০ সালে তিনি ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যোগদান করেন এবং ২০০৭ সাল পর্যন্ত সেখানে শিক্ষকতা করেন।
এছাড়াও ২০০৭ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন- ম্যাডিসন, ভারত সরকার ও ইন্দো-আমেরিকা বিজ্ঞান ও প্রযুক্তি ফোরাম “খোরানা প্রোগ্রাম” চালু করে। এই প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য ছিল স্নাতক স্তরের ছাত্র-ছাত্রীদের গবেষণার সুযোগ দেওয়া আর দ্বিতীয়ত ছাত্র-ছাত্রীদেরকে যুক্তরাষ্ট্র ও ভারতের সহাবস্থানের মাধ্যমে দুই দেশেরই গ্রামোন্নয়ন আর খাদ্য নিরাপত্তা সুরক্ষিত করতে সাহায্য করা।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.