Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইন্দোর–পুরী হামসফর এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের দ্রুত গতি সম্পন্ন একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ৩ টায়ার এক্সপ্রেস ট্রেন, যা মধ্যপ্রদেশের বৃহত্তম নগর ইন্দোরে অবস্থিত ইন্দোর জংশন রেলওয়ে স্টেশন এবং ওড়িশার পুরী রেলওয়ে স্টেশনকে রেলপথে সংযুক্ত করে। এটি বর্তমানে সপ্তাহে একবার ১৯৩১৭/১৯৩১৮ ট্রেন নম্বরাঙ্কিত হয়ে পরিচালিত হচ্ছে। ট্রেনটি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড় ও ওড়িশার মধ্যে চলাচল করে।[1][2][3][4][5] ট্রেনটি ১৯৩১৫/১৯৩১৬ লিঙ্গমপল্লী–ইন্দোর হামসফর এক্সপ্রেস-এর সাথে রেক ভাগাভাগি করে।
সংক্ষিপ্ত বিবরণ | |||||
---|---|---|---|---|---|
পরিষেবা ধরন | হামসফর এক্সপ্রেস | ||||
প্রথম পরিষেবা | ১২ মে ২০১৮ | ||||
বর্তমান পরিচালক | পশ্চিম রেল | ||||
যাত্রাপথ | |||||
শুরু | ইন্দোর জংশন (আইএনডিবি) | ||||
বিরতি | ১৪ | ||||
শেষ | পুরী (পিইউআরআই) | ||||
ভ্রমণ দূরত্ব | ১,৬০২ কিমি (৯৯৫ মা) | ||||
যাত্রার গড় সময় | ৩০ ঘ. ৪৫ মি. | ||||
পরিষেবার হার | সাপ্তাহিক [lower-alpha 1] | ||||
রেল নং | ১৯৩১৭ / ১৯৩১৮ | ||||
যাত্রাপথের সেবা | |||||
শ্রেণী | এসি ৩ টায়ার | ||||
আসন বিন্যাস | আছে | ||||
ঘুমানোর ব্যবস্থা | আছে | ||||
খাদ্য সুবিধা | উপলব্ধ | ||||
পর্যবেক্ষণ সুবিধা | বড় জানালা | ||||
মালপত্রের সুবিধা | আছে | ||||
কারিগরি | |||||
গাড়িসম্ভার | এলএইচবি হামসফর | ||||
ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) | ||||
পরিচালন গতি | ৫১ কিমি/ঘ (৩২ মা/ঘ) | ||||
|
ট্রেনগুলি সম্পূর্ণরূপে ভারতীয় রেলওয়ে দ্বারা নকশা করা ৩-স্তরের (টায়ার) এসি স্লিপার ট্রেন এছাড়া রয়েছে স্টেশন, ট্রেনের গতি ইত্যাদির তথ্য দেখানোর জন্য ডিসপ্লের বৈশিষ্ট্য সহ এলইডি স্ক্রিন এবং সেই সাথে প্রতি কামরায় থাকবে ঘোষণার ব্যবস্থা, চা-কফি এবং দুধের ভেন্ডিং মেশিন, বায়ো টয়লেট ও অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা।
১৯৩১৭ নং ইন্দোর–পুরী হামসফর এক্সপ্রেস ৫২ কিমি প্রতি ঘন্টা বেগে মঙ্গলবার যাত্রা শুরু করে ৩০ ঘন্টা ৪৫ মিনিটে ১৬০২ কিমি এবং ১৯৩১৮ নং ট্রেনটি বুধ-বৃহস্পতিবার ৪৫ কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করে ৩৫ ঘন্টা ৩০ মিনিটে ঐ দূরত্ব অতিক্রম করে।
এই ট্রেনটি বড়োদরা ইলেকট্রিক লোকো শেড ডব্লিউএপি-৫ (এইচওজি) লোকোমোটিভ দ্বারা ইন্দোর থেকে পুরী পর্যন্ত ও বিপরীত পথে যায়।
ট্রেন নাম্বার | স্টেশন কোড | যাত্রারম্ভ স্টেশন | যাত্রারম্ভের সময় | যাত্রারম্ভের দিন | যাত্রাসমাপ্তি স্টেশন | যাত্রাসমাপ্তির সময় | যাত্রাসমাপ্তির দিন |
---|---|---|---|---|---|---|---|
১৯৩১৭ | আইএনডিবি | ইন্দোর জংশন | ১৩:২০ পিএম | মঙ্গলবার | পুরী | ২০:০৫ পিএম | বুধবার |
১৯৩১৮ | পিইউআরআই | পুরী | ২৩:৫৫ পিএম | বুধ | ইন্দোর জংশন | ১১:২৫ এএম | শুক্রবার |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.