Loading AI tools
স্বাভাবিক সংখ্যা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
৬১৭৪ সংখ্যাটিকে ভারতীয় গণিতবিদ ডি. আর. কাপরেকারের নামানুসারে কাপেরেকার ধ্রুবক বলা হয়।[১][২][৩][৪]
নিম্নবর্ণিত কারণগুলোর জন্য সংখ্যাটি উল্লেখযোগ্য:
এই প্রক্রিয়া কাপরেকারের চক্র নামে পরিচিত। এই প্রক্রিয়ায় একসময় মান ৬১৭৪ আসবে, এতে পৌঁছাতে এই প্রক্রিয়া সর্বোচ্চ ৭ বার করতে হবে।[৪][৫] ৬১৭৪ এ পৌঁছানোর পর প্রক্রিয়াটি পুনরায় চালালে ৬১৭৪ ব্যতীত আর কোন মান আসবে না। উদাহরণস্বরূপ, ৩৫২৪ সংখ্যাটিকে ধরা যাক:
চার অঙ্কবিশিষ্ট সংখ্যার মাঝে চারটি অঙ্ক এক থাকা সংখ্যা (যেমন, ১১১১, ২২২২) ব্যতীত সব ক্ষেত্রেই কাপরেকার চক্র অনুসরণ করলে এক সময়ে ৬১৭৪ আসবে।
| ||||
---|---|---|---|---|
অঙ্কবাচক | ছয় হাজার এক শত and সত্তর-চার | |||
পূরণবাচক | 6174তম (ছয় হাজার এক শত and সত্তর-চতুর্থ) | |||
গুণকনির্ণয় | ২ × ৩২× ৭৩ | |||
গ্রিক অঙ্ক | ,ϚΡΟΔ´ | |||
রোমান অঙ্ক | VMCLXXIV, or VICLXXIV | |||
বাইনারি | ১১০০০০০০১১১১০২ | |||
টাইনারি | ২২১১০২০০৩ | |||
কোয়াটারনারি | ১২০০১৩২৪ | |||
কুইনারি | ১৪৪১৪৪৫ | |||
সেনারি | ৪৪৩৩০৬ | |||
অকট্যাল | ১৪০৩৬৮ | |||
ডুওডেসিমেল | ৩৬A৬১২ | |||
হেক্সাডেসিমেল | ১৮১E১৬ | |||
ভাইজেসিমেল | F৮E২০ | |||
বেজ ৩৬ | ৪RI৩৬ |
তিন অঙ্কের সংখ্যার ক্ষেত্রেও এমন ঘটনার নজির দেখা যায়। সেক্ষেত্রে, কাপরেকার চক্র সর্বোচ্চ ৬ ধাপ অনুসরণ করলে মান দাঁড়ায় ৪৯৫। তবে ১১১, ২২২ ইত্যাদি একই বিশিষ্ট তিন অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এ নজির দেখা যায় না। কখনো কখনো ৪৯৫ ও ৬১৭৪ এর মত এসব পুনরাবৃত্তিক সংখ্যাদের "কাপরেকার ধ্রুবক" বলা হয়ে থাকে।[৪][৬]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.