Loading AI tools
স্বাভাবিক সংখ্যা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
৪ (চার) হলো একটি সংখ্যা, সংখ্যা নির্দেশক প্রতীক এবং অঙ্ক । এটি ৩ এর পরবর্তী এবং ৫ এর পূর্ববর্তী স্বাভাবিক সংখ্যা । এটি অন্যতম ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা এবং পূর্ব এশীয় সংস্কৃতিতে এটি দুর্ভাগ্যজনক সংখ্যা হিসেবে বিবেচিত হয়।
| ||||
---|---|---|---|---|
অঙ্কবাচক | চার | |||
পূরণবাচক | ৪র্থ (চতুর্থ) | |||
সংখ্যা ব্যবস্থা | quaternary | |||
গুণকনির্ণয় | ২২ | |||
ভাজক | ১, ২, ৪ | |||
গ্রিক অঙ্ক | Δ´ | |||
রোমান অঙ্ক | IV, iv | |||
গ্রিক উপসর্গ | tetra- | |||
লাতিন উপসর্গ | quadri-/quadr- | |||
বাইনারি | ১০০২ | |||
টাইনারি | ১১৩ | |||
কোয়াটারনারি | ১০৪ | |||
কুইনারি | ৪৫ | |||
সেনারি | ৪৬ | |||
অকট্যাল | ৪৮ | |||
ডুওডেসিমেল | ৪১২ | |||
হেক্সাডেসিমেল | ৪১৬ | |||
ভাইজেসিমেল | ৪২০ | |||
বেজ ৩৬ | ৪৩৬ | |||
আরবী, কুর্দিশ | ٤ | |||
ফারসি, সিন্ধী | ۴ | |||
শাহমুখী, উর্দু | ۴ | |||
গি'জ | ፬ | |||
বাংলা, অসমীয়া | ৪ | |||
চীনা | 四,亖,肆 | |||
দেবনাগরী লিপি | ४ | |||
তেলুগু | ౪ | |||
মালয়ালাম | ൪ | |||
তামিল | ௪ | |||
হিব্রু | ד | |||
খ্মের | ៤ | |||
থাই | ๔ | |||
কন্নড় | ೪ |
চার(৪) হলো ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার একটি, প্রকৃত উৎপাদক (গণিত) ১ এবং ২।[১] ৪ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা (p2) এবং এইরকম একমাত্র জোড় সংখ্যা। এছাড়া, ৪ হলো এমন পূর্ণবর্গ যা একটি মৌলিক সংখ্যা থেকে ১ বেশি। (22= 3 + 2) একটি সংখ্যা ৪ এর গুণিতক হবে যদি না ঐ সংখ্যার শেষ দুই অঙ্ক ৪ এর গুণিতক হয়।[২] উদাহরণস্বরূপ, ১০৯২ একটি ৪ এর গুণিতক কারণ– ১০৯২ এর শেষ ২ অঙ্ক মিলে ৯২ সংখ্যাটি ৪ এর গুণিতক ৯২ = ৪ × ২৩।
অধিকন্তু, 2 + 2 = 2 × 2 = 22 = 4। যেকোনো সংখ্যার উপরের মানের জন্য নুথের আপ-অ্যারো নোটেশন, 2 ↑↑ 2 = 2 ↑↑↑ 2 = 4-এর মাধ্যমে প্যাটার্নটি চালিয়ে যাওয়া।[৩] অর্থাৎ, অর্থাৎ, প্রতিটি ধনাত্মক পূর্ণসংখ্যা n এর জন্য 2 [n] 2 = 4, যেখানে a [n] b হল হাইপারঅপারেশন।
একটি চার বাহু বিশিষ্ট সমান আকৃতিকে চতুর্ভুজ বা কোয়াড্রেংগল বলা হয়। কখনো কখনো একে টেট্রাগনও বলা হয়। চতুর্ভুজের প্রকারভেদ হলো: আয়তক্ষেত্র, আয়তাকৃতি, বর্গক্ষেত্র, ঘুড়ি বা রম্বস প্রভৃতি। চারটি সমান তল এবং চারটি শীর্ষবিন্দু সহ ঘনবস্তুকে চতুষ্তলক বা টেট্রাহেড্রন বলা হয়।[৪] এবং ৪ হল একটি বহুতলক বা পলিহেড্রন-এর সম্ভাব্য ক্ষুদ্রতম তলের এবং শীর্ষবিন্দুর সংখ্যা।[৫] সুষম চতুষ্লক বা টেট্রাহেড্রন হল সরলতম প্লেটোনীয় ঘনবস্তু।[৬] একটি টেট্রাহেড্রন, যাকে 3-সিমপ্লেক্সও বলা যেতে পারে, এর চারটি ত্রিভুজাকার মুখ এবং চারটি শীর্ষবিন্দু রয়েছে। এটি একমাত্র স্ব-দ্বৈত সুষম পলিহেড্রন।[৭] চতুর্মাত্রিক ক্ষেত্র হল সর্বোচ্চ মাত্রার স্থান যেখানে তিনটি উত্তল সুষম ক্ষেত্র রয়েছে: দ্বি-মাত্রিক: অসীম অনেক উত্তল সুষম বহুভুজ। ত্রিমাত্রিক: পাঁচটি উত্তল সুষম পলিহেড্রা (পাঁচটি প্লেটোনীয় ঘনবস্তু)। চার-মাত্রিক: ছয়টি উত্তল সুষম পলিকোরা। পাঁচ-মাত্রিক এবং প্রতিটি উচ্চ-মাত্রিক: তিনটি সুষম উত্তল পলিটোপ (সুষম সিমপ্লেক্স, হাইপারকিউব, ক্রস-পলিটোপ)। চার-মাত্রিক ডিফারেনশিয়াল ম্যানিফোল্ডের কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে। একটি মাত্র ডিফারেনশিয়াল স্ট্রাকচার {\displaystyle \mathbb {R} ^{n}}\mathbb {R} ^{n} আছে, যেখানে n = 4 হলে অনেকগুলো অসীম মান পাওয়া যায়।
ক্ষুদ্রতম ননসাইক্লিক গ্রুপের উপাদান আছে চারটি; এটি ক্লেইন ফোর-গ্রুপ। চার হল ক্ষুদ্রতম নন-ট্রিভিয়াল গ্রুপের ক্রম যা সহজ গ্রুপ নয়।
গুণ | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 50 | 100 | 1000 | |||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
4 × x | 4 | 8 | 12 | 16 | 20 | 24 | 28 | 32 | 36 | 40 | 44 | 48 | 52 | 56 | 60 | 64 | 68 | 72 | 76 | 80 | 84 | 88 | 92 | 96 | 100 | 200 | 400 | 4000 |
ভাগ | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
4 ÷ x | 4 | 2 | 1.3 | 1 | 0.8 | 0.6 | 0.571428 | 0.5 | 0.4 | 0.4 | 0.36 | 0.3 | 0.307692 | 0.285714 | 0.26 | 0.25 | |
x ÷ 4 | 0.25 | 0.5 | 0.75 | 1 | 1.25 | 1.5 | 1.75 | 2 | 2.25 | 2.5 | 2.75 | 3 | 3.25 | 3.5 | 3.75 | 4 |
সূচকীকরণ | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
4x | 4 | 16 | 64 | 256 | 1024 | 4096 | 16384 | 65536 | 262144 | 1048576 | 4194304 | 16777216 | 67108864 | |
x4 | 1 | 16 | 81 | 256 | 625 | 1296 | 2401 | 4096 | 6561 | 10000 | 14641 | 20736 | 28561 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.