২০২১-এর হাইতি ভূমিকম্প
হাইতিতে ২০২১ সালের ১৪ আগস্ট সংঘটিত ৭.২ মেগাওয়াট মাত্রার ভূমিকম্প উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হাইতিতে ২০২১ সালের ১৪ আগস্ট সংঘটিত ৭.২ মেগাওয়াট মাত্রার ভূমিকম্প উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হিস্পানিওলা দ্বীপের ক্যারিবিয়ান দেশ হাইতির তিবুরন উপদ্বীপে ২০২১ সালের ১৪ই আগস্ট সকাল ৮:২৯:০৯ এডিটি-তে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।[5][1] ভূমিকম্পটি রাজধানী পর্তোপ্রাঁসের থেকে আনুমানিক ১৫০ কিলোমিটার (৯৩ মাইল; ৮১ এনএমআই) পশ্চিমে পেটিট-ট্রু-ডি-নিপ্পসের কাছে ভূগর্ভের ১০ কিলোমিটার (৬.২ মাইল; ৫.৪ এনএমআই) গভীরে হাইপোসেন্টারের মাধ্যমে আঘাত হানে।[6][7] শক্তিশালী ভূমিকম্প হাইতিয়ান উপকূলের জন্য সুনামির সতর্কতা জারি করা হয়,[8] যা কিছুক্ষণ পরেই সুনামির সতর্কতা তুলে নেওয়া হয়।[7] মার্কিন ভূতাত্ত্বিক জরিপ "উচ্চ হতাহতের" ও ব্যাপক বিপর্যয়ের অনুমান করে।[9] বর্তমানে হতাহতের সংখ্যা 1400জন অনুমান করা হয়েছে,[10][11][12] এটি বর্তমানে ২০২১ সালের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প এবং ২০১৮ সালের সুলাওয়েসি ভূমিকম্পের পর বিশ্বব্যাপী সবচেয়ে বড় প্রানঘাতী ঘটনা।[তথ্যসূত্র প্রয়োজন]
ইউটিসি সময় | ২০২১-০৮-১৪ ১২:২৯:০৯ |
---|---|
ইউএসজিএস-এএনএসএস | ComCat |
স্থানীয় তারিখ | ১৪ আগস্ট ২০২১ |
স্থানীয় সময় | ০৮:২৯:ত০৯ |
মাত্রা | ৭.২ ṃ |
গভীরতা | ১০.০ কিমি (৬.২ মাইল) |
ভূকম্পন বিন্দু | ১৮.৪০৮° উত্তর ৭৩.৪৭৫° পশ্চিম[1] |
চ্যুতি | এনরিকুইলো-প্ল্যান্টাইন গার্ডেন ফল্ট জোন |
ধরন | তির্যক-বিপরীত |
সর্বোচ্চ তীব্রতা | IX (হিংস্র) |
হতাহত | কমপক্ষে ২১৮৯ জন নিহত, ১,৮০০ জন আহত[2][3][4] |
হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় এবং মারাত্মক ক্ষয়ক্ষতির কারণে জরুরী অবস্থা ঘোষণা করেছেন।[13] ভূমিকম্পের ফলে কমপক্ষে ১৪০০ জন নিহত হয়।[14][15] লেস কাইসের হোতেল লি মাঙ্গুইয়ার ভূমিকম্পে ভেঙ্গে পড়ে। এতে প্রাক্তন সিনেটর এবং লেস কাইসের সাবেক মেয়র গ্যাব্রিয়েল ফোর্টুনসহ বেশ কয়েকজন নিহত হন।[16][17] এই ভূমিকম্পে মৃত্যুর পাশাপাশি কমপক্ষে ১,৮০০ জন আহত হয়েছে।[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.