Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৭-১৮ বাংলাদেশ ত্রি-দেশীয় সিরিজ একটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যেটি ২০১৮ সালের জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে।[1] এটি বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার একটি ত্রিদেশীয় সিরিজ ছিল।[2][3] শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সব গুলো খেলার আয়োজন করে।[4] এর আগে বলা হয়েছিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তিনটি ম্যাচ আয়োজন করবে,[5] চট্টগ্রাম এবং ঢাকায় বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।[6]
২০১৭-১৮ বাংলাদেশ ত্রি-দেশীয় সিরিজ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ১৫-২৭ জানুয়ারি ২০১৮ | ||||||||||||||||||||||||||||
স্থান | বাংলাদেশ | ||||||||||||||||||||||||||||
ফলাফল | শ্রীলঙ্কা সিরিজটিতে জয় লাভ করে | ||||||||||||||||||||||||||||
সিরিজ সেরা খেলোয়াড় | থিসারা পেরেরা (শ্রীলঙ্কা) | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
ত্রিদেশীয় সিরিজের পরে শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে দুটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে এবং দুটি টেস্ট খেলে বাংলাদেশ সফর শেষ করে।[7][8]
ত্রিদেশীয় সিরিজের জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান অ্যাঞ্জেলো ম্যাথিউস, তার পরিবর্তে দিনেশ চান্ডিমালকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়[11] ও তার পরিবর্তে সাদিরা সমরবিক্রমকে দলে অন্তর্ভুক্ত করা হয়। তৃতীয় ওডিআইর পর ইমরুল কায়েসকে দল থেকে বাদ দেয়া হয়।[12] চতুর্থ ওডিআইয়ের সময় কুশল পেরেরা চোট পান এবং বাকি সিরিজ থেকে বাদ পড়েন। তার বদলি হিসেবে ধনঞ্জয় ডি সিলভাকে দলে নেয়া হয়।[13]
দল |
খেলা | জয় | হার | ড্র | ফ.বি. | বো.প | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
বাংলাদেশ | ৪ | ৩ | ১ | ০ | ০ | ৩ | ১৫ | +১.১১৪ |
শ্রীলঙ্কা | ৪ | ২ | ২ | ০ | ০ | ১ | ৯ | +০.১৪৬ |
জিম্বাবুয়ে | ৪ | ১ | ৩ | ০ | ০ | ০ | ৪ | –১.০৮৭ |
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
উপুল থারাঙ্গা ৩৯* (৩৭) |
ব |
||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.