Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
১৯৮১–৮২ বুন্দেসলিগা পশ্চিম জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ১৯তম মৌসুম ছিল। এই মৌসুমটি ১৯৮১ সালের ৮ই আগস্ট তারিখে শুরু হয়ে ১৯৮২ সালের ২৯শে মে তারিখে সম্পন্ন হয়েছিল।[1][2] বায়ার্ন মিউনিখের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় কার্ল-হাইন্ৎস রুমেনিগে এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[3]
মৌসুম | ১৯৮১–৮২ |
---|---|
তারিখ | ৮ আগস্ট ১৯৮১ – ২৯ মে ১৯৮২ |
চ্যাম্পিয়ন | হামবুর্গার ২য় বুন্দেসলিগা শিরোপা ৫ম জার্মান শিরোপা |
অবনমন | ডার্মস্টাট ডুসবুর্গ |
ইউরোপীয় কাপ | হামবুর্গার |
কাপ উইনার্স কাপ | বায়ার্ন মিউনিখ |
উয়েফা কাপ | কলন কাইজারস্লাউটার্ন ভেয়ার্ডার ব্রেমেন বরুসিয়া ডর্টমুন্ড |
মোট খেলা | ৩০৬ |
মোট গোলসংখ্যা | ১০৬৭ (ম্যাচ প্রতি ৩.৪৯টি) |
শীর্ষ গোলদাতা | হর্স্ট রুবেশ (২৭টি গোল) |
সবচেয়ে বড় হোম জয় | ফ্রাঙ্কফুর্ট ৯–২ ভেয়ার্ডার ব্রেমেন (১৪ নভেম্বর ১৯৮১) হামবুর্গার ৭–০ ডুসবুর্গ (২৬ সেপ্টেম্বর ১৯৮১) বায়ার্ন মিউনিখ ৭–০ ডুসেলডর্ফ (৬ ফেব্রুয়ারি ১৯৮২) |
সর্বোচ্চ স্কোরিং | ফ্রাঙ্কফুর্ট ৯–২ ভেয়ার্ডার ব্রেমেন (১৪ নভেম্বর ১৯৮১) |
← ১৯৮০–৮১ ১৯৮২–৮৩ → |
বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ১৯৮০–৮১ মৌসুমে ৫৩ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ৬ষ্ঠ বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।
এই মৌসুমে ৭ পয়েন্ট অর্জন করে হামবুর্গার ২য় বারের মতো বুন্দেসলিগা এবং ৫ম বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল। হামবুর্গারের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় হর্স্ট রুবেশ ২৭ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।
প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল; একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য দুই পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দুইটি ক্লাব ২. বুন্দেসলিগায় অবনমিত হয়েছিল। পয়েন্ট তালিকায় তৃতীয় সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ক্লাবটি ২. বুন্দেসলিগায় তৃতীয় স্থান অধিকারী ক্লাবের বিরুদ্ধে দুই লেগের অবনমন/উন্নয়ন প্লে-অফে অংশগ্রহণ করেছিল, যেখানে বিজয়ী ক্লাব পরবর্তী মৌসুমে বুন্দেসলিগায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছিল।
১৯৮০–৮১ মৌসুম শেষে ১৮৬০ মিউনিখ, শালকে এবং বায়ার ০৫ উরডিঙ্গেন মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে ভেয়ার্ডার ব্রেমেন, ডার্মস্টাট এবং আইন্ট্রাখট ব্রাউনশভাইগ বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
ক্লাব | অবস্থান | মাঠ[4] | ধারণক্ষমতা[4] |
---|---|---|---|
আরমিনিয়া বিলেফেল্ড | বিলেফেল্ড | আলম স্টেডিয়াম | ৩৫,০০০ |
বোখুম | বোখুম | রুর স্টেডিয়াম | ৪০,০০০ |
আইন্ট্রাখট ব্রাউনশভাইগ | ব্রাউনশভাইগ | আইন্ট্রাখট স্টেডিয়াম | ৩৮,০০০ |
ভেয়ার্ডার ব্রেমেন | ব্রেমেন | ভেজার স্টেডিয়াম | ৩২,০০০ |
ডার্মস্টাট | ডার্মস্টাট | বোলেনফাল্টর স্টেডিয়াম | ৩০,০০০ |
বরুসিয়া ডর্টমুন্ড | ডর্টমুন্ড | ভেস্টফালেন স্টেডিয়াম | ৫৪,০০০ |
ডুসবুর্গ | ডুসবুর্গ | ভেডাউস্টাডিওন | ৩৮,৫০০ |
ফর্টুনা ডুসেলডর্ফ | ডুসেলডর্ফ | রাইন স্টেডিয়াম | ৫৯,৬০০ |
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | ফ্রাঙ্কফুর্ট | ভাল্ডস্টাডিওন | ৬২,০০০ |
হামবুর্গার | হামবুর্গ | ফক্সপার্কস্টাডিওন | ৮০,০০০ |
কাইজারস্লাউটার্ন | কাইজারস্লাউটার্ন | বেৎসেনবার্গ স্টেডিয়াম | ৪২,০০০ |
কার্লস্রুহার | কার্লস্রুহে | ভিল্ডপার্কস্টাডিওন | ৫০,০০০ |
কলন | কোলন | মুঙ্গার্সডর্ফার স্টেডিয়াম | ৬১,০০০ |
বায়ার লেভারকুজেন | লেভারকুজেন | উলরিখ হাবারলান্ড স্টেডিয়াম | ২০,০০০ |
বরুসিয়া মনশেনগ্লাডবাখ | মনশেনগ্লাডবাখ | বোকেলবার্গস্টাডিওন | ৩৪,৫০০ |
বায়ার্ন মিউনিখ | মিউনিখ | মিউনিখ অলিম্পিক স্টেডিয়াম | ৮০,০০০ |
নুর্নবার্গ | নুরেমবার্গ | স্টাটিশেস স্টেডিয়াম | ৬৪,২৩৮ |
স্টুটগার্ট | স্টুটগার্ট | নেকার স্টেডিয়াম | ৭২,০০০ |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | হামবুর্গার (C) | ৩৪ | ১৮ | ১২ | ৪ | ৯৫ | ৪৫ | +৫০ | ৪৮ | ইউরোপীয় কাপের প্রথম পর্বে উত্তীর্ণ |
২ | কলন | ৩৪ | ১৮ | ৯ | ৭ | ৭২ | ৩৮ | +৩৪ | ৪৫ | উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ[lower-alpha 1] |
৩ | বায়ার্ন মিউনিখ | ৩৪ | ২০ | ৩ | ১১ | ৭৭ | ৫৬ | +২১ | ৪৩ | কাপ উইনার্স কাপের প্রথম পর্বে উত্তীর্ণ |
৪ | কাইজারস্লাউটার্ন | ৩৪ | ১৬ | ১০ | ৮ | ৭০ | ৬১ | +৯ | ৪২ | উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ[lower-alpha 1] |
৫ | ভেয়ার্ডার ব্রেমেন | ৩৪ | ১৭ | ৮ | ৯ | ৬১ | ৫২ | +৯ | ৪২ | |
৬ | বরুসিয়া ডর্টমুন্ড | ৩৪ | ১৮ | ৫ | ১১ | ৫৯ | ৪০ | +১৯ | ৪১ | |
৭ | বরুসিয়া মনশেনগ্লাডবাখ | ৩৪ | ১৫ | ১০ | ৯ | ৬১ | ৫১ | +১০ | ৪০ | |
৮ | আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | ৩৪ | ১৭ | ৩ | ১৪ | ৮৩ | ৭২ | +১১ | ৩৭ | |
৯ | স্টুটগার্ট | ৩৪ | ১৩ | ৯ | ১২ | ৬২ | ৫৫ | +৭ | ৩৫ | |
১০ | বোখুম | ৩৪ | ১২ | ৮ | ১৪ | ৫২ | ৫১ | +১ | ৩২ | |
১১ | আইন্ট্রাখট ব্রাউনশভাইগ | ৩৪ | ১৪ | ৪ | ১৬ | ৬১ | ৬৬ | −৫ | ৩২ | |
১২ | আরমিনিয়া বিলেফেল্ড | ৩৪ | ১২ | ৬ | ১৬ | ৪৬ | ৫০ | −৪ | ৩০ | |
১৩ | নুর্নবার্গ | ৩৪ | ১১ | ৬ | ১৭ | ৫৩ | ৭২ | −১৯ | ২৮ | |
১৪ | কার্লস্রুহার | ৩৪ | ৯ | ৯ | ১৬ | ৫০ | ৬৮ | −১৮ | ২৭ | |
১৫ | ফর্টুনা ডুসেলডর্ফ | ৩৪ | ৬ | ১৩ | ১৫ | ৪৮ | ৭৩ | −২৫ | ২৫ | |
১৬ | বায়ার লেভারকুজেন | ৩৪ | ৯ | ৭ | ১৮ | ৪৫ | ৭২ | −২৭ | ২৫ | অবনমন প্লে-অফে উত্তীর্ণ |
১৭ | ডার্মস্টাট (R) | ৩৪ | ৫ | ১১ | ১৮ | ৪৬ | ৮২ | −৩৬ | ২১ | ২. বুন্দেসলিগায় অবনমিত |
১৮ | ডুসবুর্গ (R) | ৩৪ | ৮ | ৩ | ২৩ | ৪০ | ৭৭ | −৩৭ | ১৯ |
স্বাগতিক \ সফরকারী | DSC | BOC | EBS | SVW | D98 | BVB | DUI | F95 | SGE | HSV | FCK | KSC | KOE | B04 | BMG | FCB | FCN | VFB |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
আরমিনিয়া বিলেফেল্ড | — | ২–০ | ২–১ | ০–২ | ১–১ | ১–১ | ২–০ | ১–১ | ৩–০ | ১–১ | ২–০ | ৩–০ | ০–২ | ১–৩ | ৫–০ | ১–২ | ২–০ | ১–০ |
বোখুম | ১–১ | — | ২–০ | ০–২ | ১–০ | ০–০ | ২–২ | ৩–০ | ৩–২ | ২–১ | ১–২ | ৩–১ | ৩–১ | ৩–১ | ১–১ | ৩–১ | ২–০ | ৩–৩ |
আইন্ট্রাখট ব্রাউনশভাইগ | ৩–১ | ২–১ | — | ১–১ | ৩–০ | ০–১ | ২–১ | ৪–২ | ৪–১ | ২–১ | ২–১ | ০–০ | ৪–৪ | ৫–১ | ০–১ | ৩–১ | ৪–২ | ২–০ |
ভেয়ার্ডার ব্রেমেন | ১–০ | ৩–১ | ২–০ | — | ৪–৪ | ২–০ | ৫–১ | ৪–১ | ২–১ | ৩–২ | ০–১ | ২–১ | ১–১ | ০–০ | ০–১ | ২–০ | ৩–১ | ২–২ |
ডার্মস্টাট | ১–০ | ২–০ | ২–৩ | ১–১ | — | ১–৩ | ৩–২ | ২–২ | ১–৪ | ২–২ | ০–০ | ২–৬ | ২–৪ | ১–৩ | ১–১ | ১–২ | ২–১ | ৩–৩ |
বরুসিয়া ডর্টমুন্ড | ৩–০ | ৩–২ | ১–২ | ১–০ | ৪–০ | — | ২–১ | ৪–২ | ০–২ | ২–৩ | ২–২ | ৪–০ | ১–০ | ২–০ | ২–৩ | ২–০ | ৩–১ | ২–৩ |
ডুসবুর্গ | ১–৩ | ১–০ | ৫–২ | ০–১ | ০–২ | ১–২ | — | ২–১ | ৪–২ | ১–২ | ৩–১ | ১–১ | ১–০ | ২–১ | ০–১ | ২–৩ | ৩–২ | ১–২ |
ফর্টুনা ডুসেলডর্ফ | ৪–১ | ২–১ | ১–১ | ০–০ | ২–২ | ০–০ | ২–০ | — | ২–২ | ৩–৩ | ৪–২ | ২–০ | ১–১ | ৫–১ | ০–২ | ১–২ | ১–১ | ২–৩ |
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | ২–১ | ০–১ | ৪–২ | ৯–২ | ২–১ | ১–৪ | ৪–১ | ৪–০ | — | ৩–২ | ২–২ | ৪–১ | ৪–২ | ৩–২ | ৩–০ | ৪–৩ | ৩–১ | ৪–১ |
হামবুর্গার | ৩–১ | ২–২ | ৪–২ | ৫–০ | ৬–১ | ২–২ | ৭–০ | ৬–১ | ২–০ | — | ৪–০ | ৩–৩ | ৩–১ | ০–০ | ১–১ | ৪–১ | ৬–১ | ১–১ |
কাইজারস্লাউটার্ন | ৪–০ | ৩–৩ | ৫–৩ | ১–১ | ৩–১ | ২–১ | ৩–০ | ১–১ | ৬–২ | ১–১ | — | ২–১ | ১–১ | ৫–২ | ৩–২ | ২–১ | ২–১ | ৩–২ |
কার্লস্রুহার | ২–১ | ২–২ | ২–১ | ৩–০ | ৩–১ | ০–২ | ২–০ | ১–০ | ২–২ | ২–২ | ১–১ | — | ১–৪ | ১–২ | ১–১ | ৪–১ | ৩–২ | ০–২ |
কলন | ০–১ | ১–০ | ৩–০ | ৪–২ | ১–১ | ১–০ | ৩–০ | ৩–০ | ২–০ | ১–১ | ৩–৪ | ২–০ | — | ৫–২ | ৩–০ | ৪–০ | ৪–১ | ৩–০ |
বায়ার লেভারকুজেন | ২–২ | ০–৩ | ১–০ | ১–৩ | ৩–২ | ২–১ | ২–১ | ১–১ | ১–২ | ০–৩ | ০–১ | ২–১ | ১–১ | — | ০–০ | ০–২ | ৪–০ | ০–০ |
বরুসিয়া মনশেনগ্লাডবাখ | ৩–১ | ৪–২ | ৪–২ | ২–৪ | ৬–১ | ০–১ | ৪–২ | ৩–০ | ১–০ | ১–৩ | ২–২ | ২–২ | ০–২ | ৩–১ | — | ৩–০ | ৪–২ | ০–০ |
বায়ার্ন মিউনিখ | ৩–২ | ১–০ | ৩–১ | ৩–১ | ৪–১ | ৩–১ | ৪–০ | ৭–০ | ৩–২ | ৩–৪ | ৪–২ | ৪–১ | ১–১ | ৬–২ | ১–১ | — | ১–১ | ১–০ |
নুর্নবার্গ | ১–০ | ২–১ | ৪–০ | ২–১ | ১–১ | ৩–০ | ০–০ | ২–২ | ৫–৩ | ০–৩ | ৪–২ | ৩–১ | ১–৩ | ৩–২ | ৩–২ | ০–৩ | — | ০–০ |
স্টুটগার্ট | ২–৩ | ৩–০ | ২–০ | ২–৪ | ১–০ | ০–২ | ৪–১ | ৩–২ | ৫–২ | ১–২ | ৪–০ | ৫–১ | ১–১ | ৪–২ | ২–২ | ০–৩ | ১–২ | — |
অবস্থান | খেলোয়াড় | ক্লাব | গোল |
---|---|---|---|
১ | হর্স্ট রুবেশ | হামবুর্গার | ২৭ |
২ | মানফ্রেড বুর্গসমুলার | বরুসিয়া ডর্টমুন্ড | ২২ |
৩ | ডিটার হোনেস | বায়ার্ন মিউনিখ | ২১ |
৪ | পাউল ব্রাইটনার | বায়ার্ন মিউনিখ | ১৮ |
৫ | উভে রাইন্ডার্স | ভেয়ার্ডার ব্রেমেন | |
৬ | রোনাল্ড ভর্ম | আইন্ট্রাখট ব্রাউনশভাইগ | ১৭ |
৭ | পিটার কেস্টোনারো | ডার্মস্টাট | ১৬ |
৮ | পিয়ের লিটবারস্কি | কলন | ১৫ |
৯ | নরবার্ট মাইয়ার | ভেয়ার্ডার ব্রেমেন | |
১০ | কুর্ট পিনকাল | বরুসিয়া মনশেনগ্লাডবাখ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.