Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
১৯৭২ এএফসি এশিয়ান কাপ ছিল পুরুষদের এএফসি এশিয়ান কাপের ৫ম সংস্করণ, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) দ্বারা আয়োজিত একটি চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, যেটি থাইল্যান্ডে আয়োজিত হয়েছিল। ৭ মে থেকে ১৯ মে ১৯৭২ এর মধ্যে থাইল্যান্ডে ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। এই আসরেও ইরান ২য় বারের মতো জিতেছে।[1] [2] [3]
Asian Cup Thailand 1972 เอเชียนคัพ 2515 | |
---|---|
বিবরণ | |
স্বাগতিক দেশ | থাইল্যান্ড |
তারিখ | ৭-১৯ মে |
দল | ৬ |
মাঠ | ১ (১টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ইরান (২য় শিরোপা) |
রানার-আপ | দক্ষিণ কোরিয়া |
তৃতীয় স্থান | থাইল্যান্ড |
চতুর্থ স্থান | খ্মের প্রজাতন্ত্র |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১৩ |
গোল সংখ্যা | ৩৮ (ম্যাচ প্রতি ২.৯২টি) |
শীর্ষ গোলদাতা | হোসেইন কালানি (৫টি গোল) |
সেরা খেলোয়াড় | ইব্রাহিম আশতিয়ানি |
দল | যোগ্যতা | যোগ্যতার তারিখ | সর্বশেষ অংশগ্রহণ |
---|---|---|---|
থাইল্যান্ড | আয়োজক* এবং মধ্য অঞ্চলের বিজয়ী | ৩০ মে ১৯৭১ | ০ (অভিষেক) |
ইরান | ১৯৬৮ এএফসি এশিয়ান কাপ বিজয়ী | ১৯ মে ১৯৬৮ | ১ (১৯৬৮) |
খ্মের প্রজাতন্ত্র | মধ্য অঞ্চলের রানার্স-আপ | ৩০ মে ১৯৭১ | ০ (অভিষেক) |
দক্ষিণ কোরিয়া | পূর্ব অঞ্চলের বিজয়ী (স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করেছে) | ১৯৭১ | ৩ (১৯৫৬, ১৯৬০, ১৯৬৪) |
ইরাক | পশ্চিম অঞ্চলের বিজয়ী | ২২ ডিসেম্বর ১৯৭১ | ০ (অভিষেক) |
কুয়েত | পশ্চিম অঞ্চলের রানার্স-আপ | ২১ ডিসেম্বর ১৯৭১ | ০ (অভিষেক) |
দক্ষিণ কোরিয়া | ০–০ | ইরাক |
---|---|---|
পেনাল্টি | ||
চা বুম-কুন হোয়াং জে-ম্যান পার্ক সু-দেওক |
২–৪ | আজিজ নুরি কাদিম ফাতি |
ইরান | ২–০ | খেমার প্রজাতন্ত্র |
---|---|---|
কালানি ৪৫' ইরানপাক ৫১' |
থাইল্যান্ড | ০–২ | কুয়েত |
---|---|---|
জাওয়াদ খালাফ ৪২' ফয়েজ মারজুক ৮৭' |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ইরান | ২ | ২ | ০ | ০ | ৬ | ২ | +৪ | ৪ | নকআউট পর্ব অগ্রসর |
২ | থাইল্যান্ড (H) | ২ | ০ | ১ | ১ | ৩ | ৪ | −১ | ১ | |
৩ | ইরাক | ২ | ০ | ১ | ১ | ১ | ৪ | −৩ | ১ |
থাইল্যান্ড | ১–১ | ইরাক |
---|---|---|
সুপাকিত মিলার্পকিট ৫৭' | ইউসুফ ৬' |
থাইল্যান্ড | ২–৩ | ইরান |
---|---|---|
প্রপন তান্তারিয়ানন্দ ৬৯', ৭০' | জব্বারি ৮০', ৮৬', ৮৮' |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | দক্ষিণ কোরিয়া | ২ | ১ | ০ | ১ | ৫ | ৩ | +২ | ২ | নকআউট পর্ব অগ্রসর |
২ | খ্মের প্রজাতন্ত্র | ২ | ১ | ০ | ১ | ৫ | ৪ | +১ | ২ | |
৩ | কুয়েত | ২ | ১ | ০ | ১ | ২ | ৫ | −৩ | ২ |
দক্ষিণ কোরিয়া | ৪–১ | খ্মের প্রজাতন্ত্র |
---|---|---|
পার্ক সু-দেওক ৩৭' লি হোই-তায়েক ৫৯' চা বুম-কুন ৬৯' Park Lee-chun ৭৮' |
দোউর সোখোম ৮২' |
দক্ষিণ কোরিয়া | ১–২ | কুয়েত |
---|---|---|
পার্ক লি-চুন ২' (পে.) | মোহাম্মদ সুলতান ২৫' ইব্রাহিম দুরাইহাম ৭৩' |
খ্মের প্রজাতন্ত্র | ৪–০ | কুয়েত |
---|---|---|
দোউর সোখোম ২৩' সোক সান হিয়ান ৫৬' টেস শন ৫৯' সি চেং ইয়াং ৮০' |
সেমি-ফাইনাল | ফাইনাল | ||||||
১৬ মে–ব্যাংকক | |||||||
ইরান | ২ | ||||||
খ্মের প্রজাতন্ত্র | ১ | ||||||
১৯ মে–ব্যাংকক | |||||||
ইরান (অ.স.প.) | ২ | ||||||
দক্ষিণ কোরিয়া | ১
| ||||||
তৃতীয় স্থান | |||||||
১৭ মে–ব্যাংকক | ১৯ মে–ব্যাংকক | ||||||
দক্ষিণ কোরিয়া (পেন..) | ১ (২) | খ্মের প্রজাতন্ত্র | ২ (৩) | ||||
থাইল্যান্ড | ১ (১)
|
থাইল্যান্ড (পেন.) | ২ (৫) |
ইরান | ২–১ | খ্মের প্রজাতন্ত্র |
---|---|---|
ইরানপাক ১৩' ঘেলিচখানি ৪৭' |
দোউর সোখোম ১৮' |
দক্ষিণ কোরিয়া | ১–১ (অ.স.প.) | থাইল্যান্ড |
---|---|---|
পার্ক লি-চুন ১১৫' | প্রপন তান্তারিয়ানন্দ ৯৮' | |
পেনাল্টি | ||
২–১ |
খ্মের প্রজাতন্ত্র | ২–২ (অ.স.প.) | থাইল্যান্ড |
---|---|---|
টোল কিমচি ৪৪', ৪৯' | ইচ নারডিং ৬', ৯০+১৩' | |
পেনাল্টি | ||
৩–৫ |
ইরান | ২–১ (অ.স.প.) | দক্ষিণ কোরিয়া |
---|---|---|
জব্বারি ৪৮' কালানি ১০৮' |
পার্ক লি-চুন ৬৫' |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.