হুসাইন ফাখরি আল-খালিদি (আরবি: حسين فخري الخالدي, Ḥusayn Fakhri al-Khalidī, ১৮৯৫ - ৬ ফেব্রুয়ারি ১৯৬২) ১৯৩৪ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত জেরুসালেমের মেয়র ছিলেন।

দ্রুত তথ্য হুসাইন আল-খালিদি, জেরুসালেমের মেয়র ...
হুসাইন আল-খালিদি
Thumb
জেরুসালেমের মেয়র
কাজের মেয়াদ
১৯৩৪  ১৯৩৭
পূর্বসূরীরাগিব আল নাশাশিবি
উত্তরসূরীড্যানিয়েল অস্টার
১৩তম জর্দানের প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
১৫ এপ্রিল ১৯৫৭  ২৪ এপ্রিল ১৯৫৭
সার্বভৌম শাসকজর্দানের হুসেইন
পূর্বসূরীসুলেইমান আল-নাবলুসি
উত্তরসূরীইব্রাহিম হাশেম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৭ জানুয়ারি ১৮৯৫
জেরুসালেম, উসমানীয় সাম্রাজ্য
মৃত্যু৬ ফেব্রুয়ারি ১৯৬২
রাজনৈতিক দলরিফর্ম পার্টি
বন্ধ

২৩ জুন ১৯৩৫ সালে খালিদি রিফর্ম পার্টি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে আরব উচ্চ কমিটিতে পার্টির প্রতিনিধি ছিলেন।[1]

Thumb
আল-খালিদি, সামনে উপবিষ্ট, সেশেলসের অন্য চার নির্বাসনের সাথে, ১৯৩৮।

১ অক্টোবর ১৯৩৭ সালে, ফিলিস্তিনে ১৯৩৬-৩৯ আরব বিদ্রোহের সময়, ব্রিটিশ ম্যান্ডেট প্রশাসন AHC এবং বেশ কয়েকটি আরব রাজনৈতিক দলকে অবৈধ ঘোষণা করে এবং বেশ কিছু আরব রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করে। রিফর্ম পার্টি বিলুপ্ত হয়ে যায় এবং খালিদি হন গ্রেপ্তার হওয়া নেতাদের একজন।[2] [3] তাকে জেরুজালেমের মেয়র পদ থেকে অপসারণ করা হয় এবং আরও চারজন আরব জাতীয়তাবাদী রাজনৈতিক নেতার সাথে সেশেলে নির্বাসিত করা হয়।[2] ১৯৩৮ সালের ডিসেম্বরে তিনি মুক্তি পান [3] যাতে তিনি ১৯৩৯ সালের ফেব্রুয়ারিতে লন্ডন সম্মেলনে অংশ নিতে পারেন এবং তিনি ১৯৩৯ সালের ব্রিটিশ সরকারের শ্বেতপত্র প্রত্যাখ্যানকারীদের মধ্যে একজন ছিলেন।

খালিদি ১৯৪৩ সালে ম্যান্ডেটরি প্যালেস্টাইনে ফিরে আসেন এবং ১৯৪৫ সালে সংস্কারকৃত আরব উচ্চ কমিটিতে যোগ দেন, ১৯৪৬ সালে এর সচিব হন। তিনি ১৯৪৮ সালের সেপ্টেম্বরে গাজায় মিশরের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত স্বল্পকালীন সর্ব-প্যালেস্টাইন সরকারের সদস্য ছিলেন। বৈরুতে নির্বাসিত থাকাকালীন তিনি একই বছর তার স্মৃতিকথার একটি বই প্রকাশ করেন।[4] তিনি জর্দান শাসনের অধীনে অগ্রগতি লাভ করেন, তিনি ১৯৫১ সালে হারামের আল শরীফের তত্ত্বাবধায়ক ও জিম্মাদার ছিলেন। তিনি ১৯৫৭ সালে ক্যবিনেট মন্ত্রী (পররাষ্ট্র) হন এবং একটি সংক্ষিপ্ত সময়ের জন্য প্রধানমন্ত্রীও হন।[5] ১৯৫৮ সালে, তিনি আরব এক্সোডাস নামে ইংরেজিতে একটি বই লিখেছিলেন, যদিও এটি কখনও বইটি প্রকাশিত হয়নি।[4]

খালিদী ৬ ফেব্রুয়ারি ১৯৬২ সালে মারা যান।[6] তিনি ছিলেন ইসমাইল খালিদির ভাই এবং রশিদ খালিদি ও রাজা খালিদির চাচা।[7]

আরও দেখুন

  • জর্ডানের প্রধানমন্ত্রীদের তালিকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.