Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হুয়াংফু নদী পূর্ব চীনের একটি নদী। ১১৩ কিলোমিটার (৭০ মাইল) দৈর্ঘ্যের নদীটি সাংহাই নগরীর মধ্য দিয়ে প্রবাহিত হত যা প্রাচীন চীনের যুদ্ধরত সময়কালে (৪৭৫ খ্রিস্টপূর্ব - ২২১ খ্রিষ্টপূর্বে) যুদ্ধরত চতুষ্টয় রাজ্যের অন্যতম লর্ড চুনশেনের দ্বারা প্রথম খনন করে প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি পূর্ব চীন সাগরে পতিত হওয়ার আগে ইয়াংসি এর শেষ উল্লেখযোগ্য উপনদী ।এই নদীটি বুন্দ এবং লুজিয়াজুই নদীর তীরে অবস্থিত।
এই নিবন্ধটি অন্য একটি ভাষা থেকে আনাড়িভাবে অনুবাদ করা হয়েছে। এটি কোনও কম্পিউটার কর্তৃক অথবা দ্বিভাষিক দক্ষতাহীন কোনো অনুবাদক কর্তৃক অনূদিত হয়ে থাকতে পারে। |
হুয়াংফু (নদী) পু জিয়াং (浦江) চুনশেন জিয়াং (春申江) শেন জিয়াং (申江) | |
---|---|
স্থানীয় নাম | 黄浦江 {{স্থানীয় নামের পরীক্ষক}} ত্রুটি: প্যারামিটারের মান ত্রুটিপূর্ণ (সাহায্য) |
অবস্থান | |
দেশ | চীন |
নগর | সাংহাই |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
উৎস | ডিয়ানশান লেক |
• অবস্থান | ঝুউজিয়াজিয়াও, চিংপু, সাংহাই, চীন |
মোহনা | ইয়াংসি নদী |
• অবস্থান | সাংহাই, চীন |
দৈর্ঘ্য | ১১৩ কিমি (৭০ মা) |
নিষ্কাশন | |
• গড় | ১৮০ মি৩/সে (৬,৪০০ ঘনফুট/সে)[1] |
অববাহিকার বৈশিষ্ট্য | |
উপনদী | |
• বামে | সুঝাও ক্রীক (ছড়া) |
হুয়াংফু নদী | |||||||||||||
সরলীকৃত চীনা | 黄浦江 | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ঐতিহ্যবাহী চীনা | 黃浦江 | ||||||||||||
পোস্টাল | ওয়াংপু নদী | ||||||||||||
আক্ষরিক অর্থ | পীত নদী | ||||||||||||
|
হুয়াংফু ("ইয়েলো ব্যাংক") সাংহাইয়ের বৃহত্তম নদী, সুঝোউ ক্রিক এর প্রধান শাখা নদী। এটি গড়ে ৪০০ মিটার (১,৩১২ ফুট) প্রশস্ত এবং ৯ মিটার (৩০ ফুট) গভীর। এটি শহরটিকে দুটি অঞ্চলে বিভক্ত করেছে: ফুতুং ("পূর্ব তীর") এবং ফুশি ("পশ্চিম তীর")। [2]
নদীর নিচে সাংহাই মেট্রোর এক নম্বর লাইন 12, লাইন 4, লাইন 2, লাইন 9, লাইন 4 (দু'বার), লাইন 8, লাইন 13, লাইন 6, লাইন 11 এবং লাইন 5 (উত্তর থেকে দক্ষিণে) ভৌগোলিক দিক থেকে)।
নদীর তলদেশের মধ্য দিয়ে অনেকগুলি টানেল চলে গেছে।
সাংহাই ফেরি কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত বর্তমানে বেশ কয়েকটি ফেরি লাইন রয়েছে। পাশাপাশি, অসংখ্য প্রমোদ তরীও ফুতুং অঞ্চলে বন্দরের দিকে চলাচল করে।
২০১৩ সালের মার্চ মাসে, সাংহাইয়ের হুয়াংফু নদীতে প্রায় ১৬০০০ সংখ্যক মৃত শূকর ভাসতে দেখা গেছে। [3] শূকরগুলো ছিল জিয়াশিং শহরের নামাঙ্কিত, তার উৎস চেচিয়াং শহর হতে পারে; একটি নিউজ এজেন্সি ইঙ্গিত দেয় যে নিষ্পত্তি ব্যয় এড়াতে মৃত শূকরগুলি প্রায়শই চীনের নদীতে ফেলে দেওয়া হয়। [4] তবে স্থানীয় কৃষকরা সেগুলো ফেলে দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন। [5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.