হিন্দি চলচ্চিত্র, যা বলিউড নামেও পরিচিত এবং পূর্বে বোম্বে সিনেমা নামে পরিচিত, মুম্বাইভিত্তিক চলচ্চিত্র শিল্পকে বোঝায়, যা হিন্দি ভাষার চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত। "বলিউড" নামটি একটি পোর্টম্যান্ট্, যেটি ভারতের বোম্বে এবং মার্কিন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, হলিউড (বি (ওম্বে-এইচ) ওলিউড) থেকে উৎপন্ন। একটি শারীরিক স্থান হিসেবে হলিউডের মতো বলিউডেরও কোন অস্তিত্ব নেই। বলিউড হচ্ছে ভারতে বৃহত্তম চলচ্চিত্র পরিবেশক এবং বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎপাদন কেন্দ্র।

দ্রুত তথ্য হিন্দি চলচ্চিত্র (বলিউড), প্রধান চলচ্চিত্র-পরিবেশক ...
হিন্দি চলচ্চিত্র
(বলিউড)
প্রধান চলচ্চিত্র-পরিবেশকএএ ফিল্মস
ধর্ম প্রডাকশন্স
ফক্স স্টার স্টুডিওস
ইরোস ইন্টারন্যাশনাল
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট
রিলায়েন্স বিগ পিকচার্স
ইউটিভি মোশন পিকচার্স
যশ রাজ ফিল্মস
জি স্টুডিওস [1][2]
নির্মিত কাল্পনিক চলচ্চিত্র  (২০১৭)[3]
মোট৩৬৪
মোট আয়  (২০১৬)[4]
মোট₹১৫,৫০০ কোটি
জাতীয় চলচ্চিত্রসমূহভারত: ₹৩,৫০০ কোটি ($৫৬৫ million) (২০১৪)[5]
বন্ধ

বলিউডকে আনুষ্ঠানিকভাবে হিন্দি সিনেমা হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। এর চলচ্চিত্রের কথোপকথন বা সংলাপ সাধারণত নিরলংকার হিন্দিতে লেখা হয়ে থাকে, যা সর্বাধিক সম্ভাব্য শ্রোতারা বোঝে। সংলাপ ও গানগুলোতেও ভারতীয় ইংরেজির ক্রমবর্ধমান উপস্থিতি পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বলিউডের চলচ্চিত্রগুলোর বেশিরভাগই সঙ্গীতধর্মী হয় এবং প্রত্যাশা করা হয় যে, সংগীত ও নৃত্য সংকলনের মাধ্যমে ভারতীয় এবং পাশ্চাত্য সংগীতের মিশ্রণে আকর্ষণীয় সংগীত এই সকল চলচ্চিত্রে উপস্থাপন করা হয়। পূর্বের তুলনায় বলিউডের কাহিনীগুলো অতিনাটকীয় হয়ে উঠেছে। এই সকল চলচ্চিত্রে প্রায়শই তারকাদের ত্রিকোণী প্রেম এবং ক্রুদ্ধ বাবা-মা, পারিবারিক বন্ধন, আত্মাহুতি, দুর্নীতিবাজ রাজনীতিবিদ, অপহরণকারী, কুমারী খলনায়ক, দীর্ঘস্থায়ী আত্মীয় এবং ভাগ্যবর্গের মাধ্যমে বিভক্ত ভাইবোন, নাটকীয় বিপর্যয় ভাগ্য এবং সুবিধাজনক কাকতালীয়তা লক্ষ্য করা যায়। বলিউড সিনেমার বিশ্বজুড়ে লক্ষ লক্ষ দর্শক উপভোগ করে থাকে।

উৎপত্তি

বলিউড শব্দটা হলিউড থেকে নেওয়া হয়েছে। সে সময় মুম্বাইয়ের নাম ছিল বোম্বে। তাই বোম্বের প্রথম অংশ আর হলিউডের শেষ অংশ নিয়ে করা হয় বলিউড।[6]

ইতিহাস

প্রাথমিক ইতিহাস (১৮৯০–১৯৩০)

অধ্যাপক স্টিভেনসনের উপস্থাপনায় একটি চলচ্চিত্র ১৮৯৭ সালে কলকাতার স্টার থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল। স্টিভেনসনের অনুপ্রেরণা ও ক্যামেরায়, একজন ভারতীয় আলোকচিত্ৰকর হীরালাল সেন দ্য ফ্লাওয়ার অব পারসিয়া (১৮৯৮) শিরোনামে সেই অনুষ্ঠানের দৃশ্যের একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এইচ.এস. ভাটাভদেকরের দ্য রেসলার (১৮৯৯) শিরোনামে বোম্বেতে হ্যাঙ্গিং গার্ডেনে একটি কুস্তি খেলা দৃশ্য ধারণ করেছিল।

১৯১৩ সালে প্রযোজক ও পরিচালক দাদাসাহেব ফালকের হাত ধরে যাত্রা শুরু করে বলিউড। সে বছর ৩ মে তার পরিচালিত প্রথম ভারতীয় ছায়াছবি রাজা হরিশচন্দ্র মুক্তি পায় করোনেশন সিনেমায়। ছবিটি ছিল নির্বাক।[7] ১৯৩১ সালে আরদেশির ইরানির প্রযোজনায় নির্মিত হয় প্রথম সবাক হিন্দি ছবি আলম আরা[8]

আরও দেখুন

তথ্যসূত্র

আরও পড়ুন

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.