Loading AI tools
তুরস্কের একটি প্রদেশ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হাতাই প্রদেশ (তুর্কি: Hatay ili , উচ্চারিত [ˈhataj]) হল তুরস্কের দক্ষিণতম প্রদেশ। [2]এটি প্রায় সম্পূর্ণরূপে আনাতোলিয়ার বাইরে লেভানটাইন সাগরের পূর্ব উপকূলে অবস্থিত। প্রদেশটি এর দক্ষিণ ও পূর্বে সিরিয়া এবং উত্তরে তুর্কি আদানা প্রদেশের ও ওসমানিয়ের সীমান্ত রয়েছে।এটি সিলিসিয়ার সাংস্কৃতিক অঞ্চল বরাবর একটি বৃহৎ উর্বর সমভূমি, কুকুরোভার অংশ এবং এর প্রশাসনিক রাজধানী হল আন্তাকিয়া।
হাতাই প্রদেশ Hatay ili | |
---|---|
তুরস্কের প্রদেশ | |
Location of Hatay Province in Turkey | |
দেশ | তুরস্ক |
Region | ভূমধ্যসাগরীয় |
উপঅঞ্চল | হাতাই |
প্রাদেশিক আসন | Antakya |
সরকার | |
• নির্বাচনী জেলা | হাতাই |
আয়তন | |
• Total | ৫,৫২৪ বর্গকিমি (২,১৩৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৯)[1] | |
• Total | ১৬,২৮,৮৯৪ |
• জনঘনত্ব | ২৯০/বর্গকিমি (৭৬০/বর্গমাইল) |
এলাকা কোড | 0326 |
যানবাহন নিবন্ধন | 31 |
ওয়েবসাইট | www |
প্রদেশের উপর সার্বভৌমত্ব প্রতিবেশী সিরিয়ার সাথে বিরোধ রয়ে গেছে, যে দাবি করে যে প্রদেশটির জনসংখ্যাগত আরব সংখ্যাগরিষ্ঠতা ছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স কর্তৃক সিরিয়া দখলের পরের বছরগুলিতে সিরিয়ার ফরাসি ম্যান্ডেটের শর্তের বিরুদ্ধে নিজেদের থেকে আলাদা করা হয়েছিল। [3] যদিও দুই দেশ তাদের ভূখণ্ড নিয়ে বিরোধে সাধারণভাবে শান্তিপূর্ণ রয়ে গেছে, সিরিয়া কখনই আনুষ্ঠানিকভাবে তাদের দাবি প্রত্যাখ্যান করেনি এবং এখনও সরকারী মানচিত্রে এটিকে তার সীমান্তের মধ্যে দেখায়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.