হরিপাল বিধানসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হরিপাল (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি বিধানসভা কেন্দ্র।
হরিপাল | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫০′০০″ উত্তর ৮৮°০৭′০০″ পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | হুগলি |
কেন্দ্র নং. | ১৯৬ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ২৯. আরামবাগ(এসসি) |
নির্বাচনী বছর | ২১৩,৮৩২ (২০১১) |
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ১৯৬ নং হরিপাল বিধানসভা কেন্দ্রটি হরিপাল সিডি ব্লক এবং বলরামবাটি, বসুবাটি এবং কামারকুন্ডু গোপালনগর, দলুইগাছা গ্রাম পঞ্চায়েত গুলি সিঙ্গুর সিডি ব্লকের অন্তর্গত।[1]
হরিপাল বিধানসভা কেন্দ্রটি ২৯ নং আরামবাগ লোকসভা কেন্দ্র(এসসি) র অন্তর্গত।[1] পূর্বে এই কেন্দ্রটি হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।
নির্বাচনের বছর | কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৬৭ | হরিপাল | অমলেশ চন্দ্র মজুমদার | সামযুক্তা সোশালিস্ট পার্টি |[2] |
১৯৬৯ | অমলেশ চন্দ্র মজুমদার | সামযুক্তা সোশালিস্ট পার্টি [3] | |
১৯৭১ | চিত্তরঞ্জন বসু | ওয়ার্কারস পার্টি অফ ইন্ডিয়া[4] | |
১৯৭২ | চিত্তরঞ্জন বসু | ওয়ার্কারস পার্টি অফ ইন্ডিয়া[5] | |
১৯৭৭ | বলাই ব্যানার্জী | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)[6] | |
১৯৮২ | বলাই ব্যানার্জী | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)[7] | |
১৯৮৭ | বলাই ব্যানার্জী | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) [8] | |
১৯৯১ | কালিপ্রাসাদ বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)[9] | |
১৯৯৬ | কালিপ্রাসাদ বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)[10] | |
২০০১ | কালিপ্রাসাদ বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)[11] | |
২০০৬ | ভারতী মুখার্জী | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)[12] | |
২০১১ | বেচারাম মান্না | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[13] | |
২০১৬ | বেচারাম মান্না | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | |
২০২১ | করবী মান্না | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | বেচারাম মান্না | ৯৮,১৪৬ | ৫৩.৭০ | +১০.২১# | |
সিপিআই(এম) | ভারতী মুখার্জী | ৭৬,০৭৩ | ৪১.৬২ | -১১.৩৭ | |
বিজেপি | পার্থ ব্যানার্জী | ৪,১৭৫ | ২.২৮ | ||
ঝাড়খণ্ড ডিসম পার্টি | লক্ষীকান্ত হাঁসদা | ২,২৪৪ | |||
পিউপিলস ডেমোক্রেটিক কনফারেন্স অফ ইন্ডিয়া | এমডি. নিজামউদ্দিন সেখ | ২১৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৮২,৭৭৫ | ৮৫.৪৮ | |||
সিপিআই(এম) থেকে তৃণমূল অর্জন করেছে | সুইং | ২১.৫৮# |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.