সেন্ট জন, নিউ ব্রান্সউইক
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সেন্ট জন' কানাডার নিউ ব্রান্সউইক প্রদেশে ফান্ডি উপসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগরীয় একটি সমুদ্রতীরবর্তী শহর। এটি কানাডার স্থানীয় শাসনের আওতাভুক্ত প্রথম শহর। রাজা তৃতীয় জর্জের আমলে ১৭৮৫ সালের ১৮ মে রাজকীয় সনদ অনুসারে শহরটি প্রতিষ্ঠিত হয়।[8] সেন্ট জন বন্দর কানাডার তৃতীয় বৃহত্তম বন্দর। [9] ২০১৬ সালের কানাডীয় আদমশুমারি অনুযায়ী সেন্ট জনের জনসংখ্যা ৬৭,৫৭৫ ও আয়তন ৩১৫.৮২ বর্গকিলোমিটার। [10]
সেন্ট জন লা ভিল দ্য সেঁত জন মেনাকওয়েশক | |
---|---|
শহর | |
ডাকনাম: "বন্দর নগরী"[1] | |
নীতিবাক্য: "ও ফরচুনাতি কোয়রাম জাম মোয়েনিয়া সুরজুত" ("সৌভাগ্যবানেরা, যাদের প্রাচীর এখন নির্মিত হচ্ছে" অথবা "তারাই সুখী, যাদের প্রাচীর নির্মায়মাণ") | |
সেন্ট জনের অবস্থান। | |
স্থানাঙ্ক: ৪৫°১৬′৫০″ উত্তর ৬৬°০৪′৩৪″ পশ্চিম | |
দেশ | কানাডা |
প্রদেশ | নিউ ব্রান্সউইক |
ঐতিহাসিক রাষ্ট্র | ফরাসি রাজত্ব ব্রিটিশ রাজত্ব গ্রেট ব্রিটিশ ও আইরিশ রাজত্ব |
কাউন্টি | সেন্ট জন |
প্যারিশ | সেন্ট জন নগরী[2] |
প্রতিষ্ঠিত | ২৪ জুন, ১৬০৪[3] |
প্রধান বসতি নির্মাণ | ১৭৮৩[3] |
স্থানীয় শাসনের আওতাভুক্তি | ১৮ মে ১৭৮৫ |
নামকরণের কারণ | সেন্ট জন নদী |
সরকার | |
• মেয়র | ডন ডার্লিং[4] |
• Governing body | সেন্ট জন নগর কাউন্সিল |
• সাংসদ | ওয়েইন লং |
• এমএলএ | ট্রেভর হোল্ডার, গেরি লোয়ে, ডরোথি শেফার্ড, গ্লেন সাভোয়ে |
আয়তন[5][6][7] | |
• স্থলভাগ | ৩১৫.৯৬ বর্গকিমি (১২১.৯৯ বর্গমাইল) |
• পৌর এলাকা | ৫৮.২৭ বর্গকিমি (২২.৫০ বর্গমাইল) |
• মহানগর | ৩,৫০৯.৬২ বর্গকিমি (১,৩৫৫.০৭ বর্গমাইল) |
সর্বোচ্চ উচ্চতা | ৮০.৮ মিটার (২৬৫.১ ফুট) |
সর্বনিন্ম উচ্চতা | ০ মিটার (০ ফুট) |
জনসংখ্যা (2016) | |
• শহর | ৬৭,৫৭৫[5] |
• জনঘনত্ব | ২১৩.৮/বর্গকিমি (৫৫৪/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৫৮,৩৪১[6] |
• পৌর এলাকার জনঘনত্ব | ১,০০১.২/বর্গকিমি (২,৫৯৩/বর্গমাইল) |
• মহানগর | ১,২৬,২০২[7] |
• মহানগর জনঘনত্ব | ৩৫.৯/বর্গকিমি (৯৩/বর্গমাইল) |
• Pop 2011-2016 | হ্রাস ০.৫% |
• Dwellings | ৩৩,৫৩০ |
বিশেষণ | Saint Johner, Saint-Jeannois(e) |
সময় অঞ্চল | AST (ইউটিসি−04:00) |
• গ্রীষ্মকালীন (দিসস) | ADT (ইউটিসি−03:00) |
Canadian Postal code | E2K, E2L, E2J, And E2P |
এলাকা কোড | 506 |
Telephone exchanges | 202, 214, 333, 343, 557–8, 592, 608, 631–640, 642–654, 657–8, 663, 672, 674, 693–4, 696, 721, 977 |
Highways | Route ১ Route ৭ Route ১০০ Route ১১১ Route ৮২০ Route ৮২৫ |
NTS Map | 021G08 |
GNBC Code | DAEGW |
ওয়েবসাইট | www |
ফ্রেঞ্চ উপনিবেশবাদী স্যামুয়েল দ্য চ্যাম্পলে ১৬০৪ সালের ২৪ জুন সেন্ট জন বন্দরে আগমন করেন। ঐ দিন সেন্ট জন দ্য ব্যাপটিস্টের ভোজনোৎসব ছিল। মিকমাক ও ওলাস্তোকিক জাতির মানুষ হাজারো বছর ধরে এ অঞ্চলে বসবাস করত। সেন্ট জন ফ্রেঞ্চ ঔপনিবেশিক যুগে অ্যাকাডিয়ার প্রতিরক্ষা ও বাণিজ্য খাতের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। অ্যাকাডীয় গৃহযুদ্ধের সাথে সেন্ট জন গভীরভাবে সম্পর্কিত। [11]
এক শতক ধরে ফ্রেঞ্চ ও ইংরেজদের মধ্যে সেন্ট জনের চতুষ্পার্শ্বস্থ ভূমি নিয়ে বিবাদ হয়। ১৭৫৫ সালে ফ্রেঞ্চদের ইংরেজরা নির্বাসিত হয়। ১৭৭৯ সালে ঐ বন্দরের উপর তারা হাওয়ে দুর্গ নির্মাণ করে। ১৭৮৫ সালে পার্লটাউন ও শার্লটাউন একীভূত করে সেন্ট জন নগর প্রতিষ্ঠা করা হয়। সেসময় আমেরিকান স্বাধীনতাযুদ্ধের হাজারো শরণার্থী এখানে আগমন করেন। তারা ব্রিটিশ থাকতে চেয়েছিলেন এবং সেজন্য কানাডায় আগমন করেছিলেন। পরবর্তী শতকে দুর্ভিক্ষসহ বিভিন্ন কারণে পারট্রিজ দ্বীপে অভিবাসনের ফলে সেন্ট জনের জনমিতি ও সংস্কৃতি পাল্টে যায়।
হাজারো বছর ধরে ওয়াবানাকি কনফেডারেসির মানুষ সেন্ট জনে বসবাস করত। ফান্ডি উপসাগরের উত্তরপশ্চিম উপকূলীয় অঞ্চলে পাসামোকোড্ডি জাতির মানুষ বসবাস করত। আবার, উপসাগরের উত্তরে সেন্ট জন নদী উপত্যকায় ওলাস্তোকিক জাতির মানুষের বসবাস ছিল। মিকমাক জাতির মানুষও সেন্ট জন এলাকায় কখনোসখনো আগমন করত। বন্দরের আশপাশের এলাকা-কে ওলাস্তোকিকরা মেনাকওয়েস্ক সম্বোধন করত। প্রাক-ঔপনিবেশিক যুগে ওলাস্তোকিকরা স্বয়ংসম্পূর্ণ গ্রামে বসবাস করতেন। [8]
স্যামুয়েল দ্য চ্যাপলে ১৬০৪ সালে সেন্ট জনে আগমন করলেও কোনো বসতি স্থাপন করেননি। ফ্রেঞ্চ ঔপনিবেশিক যুগে বাণিজ্য ও প্রতিরক্ষা খাত এখানে বিকাশ লাভ করেছিল। লা তোর দুর্গ সেন্ট জনের অ্যাকাডীয় গৃহযুদ্ধের অন্যতম কেন্দ্র ছিল। সাত বছরের যুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশরা সেন্ট জন দখল করে নেয়। ১৭৮৫ সালে স্থানীয় শাসনের আওতাভুক্ত হওয়ার পর কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ ব্রিটিশ অনুগত এবং আয়ারল্যান্ড ও ইতালি হতে আগত অভিবাসীরা এখানে আগমন করেন। এভাবে সেন্ট জন জাহাজ নির্মাণ খাতের কেন্দ্রে পরিণত হয়। [8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.