সুধনতি জেলা
পাকিস্তানের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পাকিস্তানের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সুধনতি (এছাড়াও উচ্চারণ করা হয়ে থাকে সুধানুতি) (উর্দু: ضلع سدھنوتی ) পাকিস্তানের আজাদ কাশ্মিরে অবস্থিত ৮টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা।[1] সুধনতি ৩৩°৪২'৫৪ "উত্তর, অক্ষাংশ ৭৩°৪১'২" পূর্বে অবস্থিত।[2] এটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ৯০ কিমি দূরে অবস্থিত। আজাদ পাত্তন রাস্তার মধ্যে দিয়ে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদকে সংযুক্ত করেছে।
সুধনতি Sudhanoti | |
---|---|
জেলা | |
আজাদ কাশ্মীরের সুধনতি জেলাকে নীল রং দ্বারা চিহ্নিত করা হয়েছে | |
দেশ | পাকিস্তান |
অঞ্চল | আজাদ কাশ্মীর |
সদর দপ্তর | পাল্লানদরি |
আয়তন | |
• মোট | ৫৬৯ বর্গকিমি (২২০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭) | |
• মোট | ২,৯৭,৫৮৪ |
• জনঘনত্ব | ৫২৩/বর্গকিমি (১,৩৫০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৪ |
সুধনতি জেলাটি ৪টি তহসিলে বিভক্ত:
পলন্দ্রী হচ্ছে জেলাটির প্রধান সদর দপ্তর।
২০১৭ সালের আদমশুমারি হিসাব অনুসারে সুধনতির জনসংখ্যা ছিল প্রায় ২৯৭,৫৮৪ জন এর মত।[3].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.