সুক্কুর জেলা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.
সুক্কুর জেলা (সিন্ধি: ضلعو سکر), (উর্দু: ضِلع سکّھر ), পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত একটি জেলা। এটি প্রশাসনিকভাবে ৫টি তহসিলে বিভক্ত করা হয়, যথা; সুক্কুর শহর, নতুন সুকুর, রোহরি, সালেহ প্যাট এবং পানো একিল। এদের মধ্যে থেকে সুক্কুর শহর এবং নতুন সুক্কুর শহরের কেন্দ্রীয় স্থানে অবস্থিত, যেখানে পানো একিল দেশের বৃহত্তম সামরিক সেনানিবাসের জন্য বিখ্যাত একটি এলাকা। রোহরি হচ্ছে সুক্কুর জেলার সবচেয়ে ক্ষুদ্রতম তহসিল। এলাকা ও জনসংখ্যার উভয় ক্ষেত্রেই এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলপথ জংশন রয়েছে।
সুক্কুর জেলা Sukkur District ضِلع سکّھر ضلعو سکر | |
---|---|
জেলা | |
সিন্ধু প্রদেশের সুক্কুর জেলার মানচিত্র হাইলাইটস করা হয়েছে | |
স্থানাঙ্ক: ২৭°৪০′ উত্তর ৬৯°৩০′ পূর্ব | |
জেলা | পাকিস্তান |
প্রদেশ | সিন্ধু |
রাজধানী | সুক্কুর |
তহসিলের সংখ্যা | ৪ |
আয়তন[1] | |
• মোট | ৫,১৬৫ বর্গকিমি (১,৯৯৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[2] | |
• মোট | ২.৯ Million |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
ওয়েবসাইট | www |
সুক্কুর অঞ্চল থেকে ২টি জেলায় বিভক্ত করে গঠন করা হয়: একটি ১৯৭৭ সালে শিকারপুর এবং অন্যটি ১৯৩ সালে ঘোটকি থেকে।[3]
তহসিল | জনসংখ্যা (২০১৫) |
অঞ্চল (বর্গকিমি) |
ইউনিয়ন পরিষদ |
গ্রাম |
---|---|---|---|---|
সুক্কুর | ১.৪ মিলিয়ন | ৩০০ | ২৬ | ৫০ |
রোহরি | ৪৭১,৫১০ | ১৩১৯ | ১২ | ৪০০ |
সালেহ প্যাট | ১৭৮,৪৬২ | ২৩৩৯ | ০৩ | ২৫০ |
পানো আকিল | ৫২০,১৫০ | ১২৩৩ | ১২ | ৪৫০ |
মোট | ২,৭২৫,১২২ | ৫১৬৫ | ৫৪ | ১১৫০ |
১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, নিম্নলিখিত ধর্মের মানুষ জেলাটিতে বসবাস করে থাকে:[4]