সিকিমের মুখ্যমন্ত্রী হলেন ভারতের একটি রাজ্য সিকিমের রাজ্য সরকারের কার্যনির্বাহী শাখার কার্যত প্রধান। সিকিম বিধানসভার নির্বাচনের পর, রাজ্যপাল সাধারণত সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠ আসনের দলকে (বা জোট) আমন্ত্রণ জানান। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন, যার মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে বিধানসভার কাছে দায়বদ্ধ। প্রদত্ত যে তিনি বিধানসভার আস্থা রাখেন, মুখ্যমন্ত্রীর মেয়াদ পাঁচ বছরের জন্য এবং কোনো মেয়াদের সীমাবদ্ধতা নেই।[1]

দ্রুত তথ্য সিকিমের মুখ্যমন্ত্রী, সম্বোধনরীতি ...
সিকিমের মুখ্যমন্ত্রী
Thumb
Thumb
দায়িত্ব
প্রেম সিং তামাং

২৭ মে ২০১৯ থেকে
সম্বোধনরীতিমাননীয় (আনুষ্ঠানিক)
মুখ্যমন্ত্রী (অনানুষ্ঠানিক)
অবস্থাসরকারপ্রধান
সংক্ষেপেসিএম
এর সদস্যসিকিম বিধানসভা
যার কাছে জবাবদিহি করেসিকিমের রাজ্যপাল
নিয়োগকর্তাসিকিমের রাজ্যপাল
মেয়াদকালবিধানসভার আস্থাভাজন সদস্য
মুখ্যমন্ত্রীর মেয়াদ পাঁচ বছরের জন্য এবং কোন মেয়াদী সীমা সাপেক্ষে নয়।[1]
সর্বপ্রথমকাজী লেন্দুপ দর্জি
গঠন১৬ মে ১৯৭৪
(৫০ বছর আগে)
 (1974-05-16)
বন্ধ

১৯৭৪ সাল থেকে সিকিমে পাঁচজন মুখ্যমন্ত্রী ছিলেন। প্রথমজন ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কাজী লেন্দুপ দর্জি। সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের পবন কুমার চামলিং ১৯৯৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিকিমের সবচেয়ে দীর্ঘতম মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি তার সমস্ত পূর্বসূরীদের শাষন কাল একত্রিত করে, তার চেয়ে বেশি সময় ধরে অফিসে ছিলেন এবং বর্তমানে ভারতে সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড রয়েছে। পবন কুমার চামলিং -এর ২৪ বছরের পুরনো শাসন ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে শেষ হয়েছিল যেখানে সিকিম ক্রান্তিকারি মোর্চা বিজয়ী হয়েছিল। প্রেম সিং তামাং ২৭ মে ২০১৯-এ মুখ্যমন্ত্রী হন।

সিকিমের মুখ্যমন্ত্রীদের তালিকা

আরও তথ্য নং, প্রতিকৃতি ...
নং প্রতিকৃতি নাম নির্বাচনী এলাকা মেয়াদ বিধানসভা দল[lower-alpha 1]
কাজী লেন্দুপ দর্জি তাশিদিং ১৬ মে ১৯৭৪ ১৭ আগস্ট ১৯৭৯  বছর, ৯৩ দিন ১ম

(১৯৭৪ নির্বাচন)

সিকিম জাতীয় কংগ্রেস
ভারতীয় জাতীয় কংগ্রেস
- খালি [lower-alpha 2]
(রাষ্ট্রপতি শাসন)
প্র/না ১৮ আগস্ট ১৯৭৯ ১৭ অক্টোবর ১৯৭৯ ৬০ দিন - প্র/না
নর বাহাদুর ভান্ডারী সোরেওং ১৮ অক্টোবর ১৯৭৯ ১১ মে ১৯৮৪  বছর, ২০৬ দিন ২য়

(১৯৭৯ নির্বাচন)

সিকিম জনতা পরিষদ
ভীম বাহাদুর গুরুং জোরথাং-নয়াবাজার ১১ মে ১৯৮৪ ২৫ মে ১৯৮৪ ১৪ দিন ভারতীয় জাতীয় কংগ্রেস
- খালি [lower-alpha 2]
(রাষ্ট্রপতি শাসন)
প্র/না ২৫ মে ১৯৮৪ ৮ মার্চ ১৯৮৫ ২৮৭ দিন - প্র/না
(২) নর বাহাদুর ভান্ডারী সোরেওং ৮ মার্চ ১৯৮৫ ২৫ নভেম্বর ১৯৮৯  বছর, ৭০ দিন ৩য়

(১৯৮৫ নির্বাচন)

সিকিম সংগ্রাম পরিষদ
২৬ নভেম্বর ১৯৮৯ ১৭ মে ১৯৯৪ ৪র্থ

(১৯৮৯ নির্বাচন)

সঞ্চন লিম্বু ১৮ মে ১৯৯৪ ১২ ডিসেম্বর ১৯৯৪ ২০৮ দিন
পবন কুমার চামলিং দামথাং ১৩ ডিসেম্বর ১৯৯৪ ১০ অক্টোবর ১৯৯৯ ২৪ বছর, ১৬৫ দিন ৫ম

(১৯৯৪ নির্বাচন)

সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট
১১ অক্টোবর ১৯৯৯ ২১ মে ২০০৪ ৬ষ্ঠ

(১৯৯৯ নির্বাচন)

২১ মে ২০০৪ ২০ মে ২০০৯ ৭ম

(২০০৪ নির্বাচন)

পোকলোক-কামরাং ২০ মে ২০০৯ ২১ মে ২০১৪ ৮ম

(২০০৯ নির্বাচন)

নামচি-সিংহীথাং ২১ মে ২০১৪ ২৭ মে ২০১৯ ৯ম

(২০১৪ নির্বাচন)

প্রেম সিং তামাং পোকলোক-কামরাং ২৭ মে ২০১৯ শায়িত্ব  বছর, ৭২ দিন ১০ম

(২০১৯ নির্বাচন)

সিকিম ক্রান্তিকারী মোর্চা
বন্ধ

পাদটীকা

  1. এই কলামে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর দলের নাম উল্লেখ করা হয়েছে। তিনি যে রাজ্য সরকার পরিচালনা করেন তা হতে পারে বেশ কয়েকটি দল এবং স্বতন্ত্রদের একটি জটিল জোট; এটি এখানে তালিকাভুক্ত করা হয় না।
  2. যখন কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন বলবৎ থাকে, তখন তার মন্ত্রী পরিষদ ভেঙ্গে যায়। তাই মুখ্যমন্ত্রীর পদ খালি পড়ে আছে। অনেক সময় বিধানসভাও ভেঙ্গে যায়।[2]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.