সাউথ পয়েন্ট স্কুল
কলকাতার গড়িয়াহাটে অবস্থিত একটি সিবিএসই বোর্ডের বিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কলকাতার গড়িয়াহাটে অবস্থিত একটি সিবিএসই বোর্ডের বিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সাউথ পয়েন্ট স্কুল যা সাউথ পয়েন্ট হাই স্কুল নামেও পরিচিত; কলকাতার প্রথম সমবায় শিক্ষাগত স্কুল। স্কুলটি ১৯৫৪ সালে চালু হয় তথা ১৯৬০ সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা প্রদান শুরু করে। কিছু সময় পর স্কুলটি দুটি ভবনে বিভক্ত হয় যায় এবং ১৯৮০ সালে সাউথ পয়েন্টের উচ্চ বিদ্যালয় বা হাই স্কুলটি বালিগঞ্জ প্লেসে স্থানান্তরিত হয়। সাউথ পয়েন্ট স্কুল পঠন পাঠনের দৃঢ় বুনিয়াদ এবং প্রভূত কৃতী প্রাক্তন ছাত্র-ছাত্রী বৃন্দের জন্য উল্লেখ্য। সাউথ পয়েন্ট স্কুল (জুনিয়র এবং সিনিয়র ডিভিশন দুটোই মিলিয়ে) বিশ্ব গিনেস বুক অফ রেকর্ডসে বিশ্বের বৃহত্তম শিক্ষাগত প্রতিষ্ঠান হিসেবে ১৯৮৪ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত নিজের জায়গা করে নেয়। [তথ্যসূত্র প্রয়োজন] এম.পি বিড়লা গ্রুপের বিদ্যমান সাউথ পয়েন্ট স্কুলে - যা কিছুদিন আগে পর্যন্ত আর.এস. লোধা দ্বারা পরিচালিত ছিল - প্রায় ১৩,৫০০-এর চেয়েও বেশি ছাত্র-ছাত্রীরা অধ্যয়ন করে এজন্যেই এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্কুল বলে মনে করা হয়েছে।
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (ফেব্রুয়ারি ২০১৬) |
সাউথ পয়েন্ট গ্রুপ অফ স্কুল্স, কলকাতা | |
---|---|
ঠিকানা | |
শিক্ষা সোসাইটি - নিবন্ধিত অফিস: বিড়লা বিল্ডিং, ৯/১ আরএন মুখার্জি রোড, কলকাতা - ৭০০০০১ শাখা কার্যালয়: ১৬, ম্যাণ্ডেভিল গার্ডেন্স, কলকাতা - ৭০০০১৯
৮২/৭A বালিগঞ্জ প্লেস কলকাতা - ৭০০০১৯ পশ্চিমবঙ্গ, ভারত (হাই স্কুল)[১] | |
তথ্য | |
ধরন | বেসরকারী স্কুল |
নীতিবাক্য | জানবার সাহস (Courage to Know) |
প্রতিষ্ঠাকাল | ১ এপ্রিল, ১৯৫৪ |
প্রতিষ্ঠাতা | সতীকান্ত গুহ |
পরিচালক | ডঃ মধু কোহলি (জুনিয়ার স্কুল) |
উপাধ্যক্ষ | ডালবীর কৌর চাড্ডা (জুনিয়র স্কুল) |
অধ্যক্ষ | রূপা সান্যাল ভট্টাচার্য |
অনুষদ | ৩০০ (জুনিয়র স্কুল) ২৭৫ (হাই স্কুল)[২] |
শিক্ষকমণ্ডলী | ১৫০ (জুনিয়র স্কুল) ১৭৫ (হাই স্কুল)[২] |
শ্রেণি | নার্সারি I থেকে পঞ্চম শ্রেণী অবধি (জুনিয়র স্কুল) ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত |
শিক্ষার্থী সংখ্যা | ১৩,৫০০[৩] |
রং | গাঢ় নীল রং সুবর্ণ সাদা |
প্রকাশনা | নার্সারির বই, গানের বই তথা সিডি[৪](জুনিয়র স্কুল), রাইট্ִ নাও (একটি হাই স্কুল ওয়াল পত্রিকা) এসেন্ট (স্কুল পত্রিকা), পয়েন্টার (স্কুল নিউজলেটার) |
অন্তর্ভুক্তি | পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, সিবিএসই |
ওয়েবসাইট | http://southpoint.edu.in/ |
ভবিষ্যতে, সাউথ পয়েন্ট গ্রুপের কলকাতা শহরে রাজারহাট ও রুবি জেনারেল হাসপাতালের মাঝামাঝি একটি তৃতীয় অনুরূপ ক্ষমতার ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
নিচে, সাউথ পয়েন্ট স্কুলের বিভিন্ন ঘর বা হাউস ও তাদের নিজ-নিজ রঙের উল্লেখ করা হয়েছে:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.