Loading AI tools
চীনের উচ্চতম ভবন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সাংহাই টাওয়ার (চীনা: 上海中心大厦; ফিনিন: Shànghǎi Zhōngxīn Dàshà; আক্ষরিক: "Shanghai Central Tower") লুজিয়াজুই, পুডং, সাংহাই নির্মাণাধীন একটি অসাধারণ আকাশচুম্বী ভবন।[4] জেন্সেলের কর্তৃক নকশাকৃত এটা পুডং এর তিনটি সন্নিহিত অসাধারণ ভবনের মধ্যে তাদের দলের সবচেয়ে লম্বা ভবন; অন্য দুটি হচ্ছে জিন মাও টাওয়ার এবং সাংহাই ওয়ার্ল্ড ফাইনেন্সিয়াল সেন্টার। টাওয়ারটির নির্মাণ কাজ ২০০৮ সালের নভেম্বর থেকে শুরু হয়।[4] ভবনটির উচ্চতা প্রায় ৬৩২ মিটার (২,০৭৩ ফুট) দাঁড়িয়েছে এবং ৩,৮০,০০০ মি২ (৪০,৯০,০০০ ফু২) মাটির নিচের ২ তলা মোট ১৩০ তলা।[5][6][7] এটি ২০১৫ সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
সাংহাই টাওয়ার | |
---|---|
上海中心大厦 Shànghǎi Zhōngxīn Dàshà | |
সাধারণ তথ্যাবলী | |
অবস্থা | শীর্ষস্থানের বাইরে |
অবস্থান | লুজিয়াজুই, পুডং, সাংহাই |
নির্মাণ শুরু | ২৯ নভেম্বর ২০০৮ |
সম্পূর্ণ | ২০১৫ |
নির্মাণব্যয় | ইউএস$২.২ বিলিয়ন |
Height | |
স্থাপত্য | ৬৩২ মি (২,০৭৩ ফু) |
শীর্ষ তলা পর্যন্ত | ৫৫৬.৭ মি (১,৮২৬ ফু) |
কারিগরী বিবরণ | |
তলার সংখ্যা | ১২৮ (floors below ground: 2) |
তলার আয়তন | ৩,৮০,০০০ মি২ (৪০,৯০,৩০০ ফু২) above grade ১৭০ মি২ (১,৮০০ ফু২) below grade |
নকশা ও নির্মাণ | |
স্থপতি | Gensler, 2DEFINE |
প্রকৌশলী | থর্নটন টমাসেট্টি TJAD 同济设计 |
প্রধান ঠিকাদার | সাংহাই কন্সট্রাকশন |
তথ্যসূত্র | |
[1][2][3] |
সাংহাই টাওয়ারটিতে আমেরিকান স্থাপত্য জেন্সেলের কর্তৃক পরিকল্পিত ছিল; সঙ্গে নকশা দলে নেতৃৃত্ব দিয়েছিলেন আমেরিকান শিক্ষিত চীনা স্থপতি জুন জিয়া।[8][9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.