Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সাঁ পিয়ের ও মিকলোঁ জাতীয় ফুটবল দল (ফরাসি: Équipe de Saint-Pierre-et-Miquelon de football) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সাঁ পিয়ের ও মিকলোঁর প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সাঁ পিয়ের ও মিকলোঁর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফরাসি ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং তাদের আঞ্চলিক সংস্থা উয়েফাের সদস্যপদ লাভ করেনি। ২০১০ সালের ২২শে সেপ্টেম্বর তারিখে, সাঁ পিয়ের ও মিকলোঁ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ফ্রান্সের সাঁ-গ্রাতিয়েঁতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে সাঁ পিয়ের ও মিকলোঁ রেউনিওঁয়ের কাছে ১১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
অ্যাসোসিয়েশন | ফরাসি ফুটবল ফেডারেশন | ||
---|---|---|---|
প্রধান কোচ | ইয়ানিক লাফোঁ | ||
মাঠ | জন গিদার্দিন স্টেডিয়াম | ||
ফিফা কোড | SPM | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | নেই (২১ ডিসেম্বর ২০২৩)[1] | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ২২৩ (১২ জানুয়ারি ২০২৪)[2] | ||
সর্বোচ্চ | ২১৬ (২০১০) | ||
সর্বনিম্ন | ২২৫ (জুন ২০১৯) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
রেউনিওঁ ১১–০ সাঁ পিয়ের ও মিকলোঁ (সাঁ-গ্রাতিয়েঁ, ফ্রান্স; ২২ সেপ্টেম্বর ২০১০) | |||
বৃহত্তম পরাজয় | |||
নতুন ক্যালিডোনিয়া ১৬–১ সাঁ পিয়ের ও মিকলোঁ (ক্লেরেফোঁত্যাঁ, ফ্রান্স; ২৮ সেপ্টেম্বর ২০১২) |
১,৪০০ ধারণক্ষমতাবিশিষ্ট জন গিদার্দিন স্টেডিয়ামে এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সাঁ পিয়ের ও মিকলোঁয় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়ানিক লাফোঁ।
ফিফা এবং উয়েফাের সদস্যপদ না থাকার ফলে সাঁ পিয়ের ও মিকলোঁ এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপ এবং উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারেনি।
ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে সাঁ পিয়ের ও মিকলোঁর কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সাঁ পিয়ের ও মিকলোঁর সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২১৬তম (যা তারা ২০১০ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২২৫। নিম্নে বর্তমানে বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
২২১ | কুক দ্বীপপুঞ্জ | ৬৮৭ | |
২২২ | ২ | শ্রীলঙ্কা | ৬৮৪ |
২২৩ | সাঁ পিয়ের ও মিকলোঁ | ৬৭৭ | |
২২৪ | ১ | সাবা | ৬৭১ |
২২৫ | ২ | লাওস | ৬৬৫ |
২২৫ | ৬ | মাকাও | ৬৬৫ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.