Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ক্রিটিক্যাল মাস, ক্রান্তি ভর বা সংকট ভর হলো কোনো ফিসাইল মেটেরিয়ালের (সহজ ভাষায়, যে পদার্থে ফিসন ঘটে) সর্বনিম্ন পরিমাণ, যা (নির্দিষ্ট পরিস্থিতিতে) একটি স্ব-নির্ভর বিক্রিয়া নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশনের জন্য (চেইন রিঅ্যাকশন শুরু হয়ে চলতে থাকবে) প্রয়োজন। এটি বেশ কিছু বিষয়ের উপরে নির্ভর করে। যেগুলির মধ্যে রয়েছে ফিসাইল মেটেরিয়ালের প্রকৃতি, ঘনত্ব, বিশুদ্ধতা, আকৃতি, পরিপার্শ্বিক অবস্থা ইত্যাদি। পারমাণবিক অস্ত্র সংক্রান্ত ক্ষেত্রে ক্রিটিক্যাল মাস একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।[3][4]
যে নিউক্লিয় বিক্রিয়ায় একটি পরমাণু ভেঙ্গে (জোড়পূর্বক অথবা স্বতঃস্ফূর্ত) একাধিক হালকা ভিন্ন মৌলের পরমাণু তৈরি করে তাকে নিউক্লিয় ফিশন বিক্রিয়া বলে। প্রায় সকল ফিশন বিক্রিয়ায়ই মুক্ত নিউট্রন উৎপন্ন হয়। এই নিউট্রনগুলাের আঘাতে আরও নিউক্লিয়াসে ফিশন ঘটতে থাকে এবং চেইন রিঅ্যাকশন শুরু হয়।
কার্যকর নিউট্রন গুণক, k, হল ফিশন বিক্রিয়ায় উৎপন্ন গড় নিউট্রন সংখ্যা যেগুলো আরো ফিশন ঘটায়।
k < 1 হলে সিস্টেমে কোন চেইন রিঅ্যাকশন টিকতে পারে না। এক্ষেত্রে ফিসাইল ম্যাটেরিয়ালের ভরকে বলা হয় সাবক্রিটিক্যাল মাস।
যখন k = 1 হয়, তখন প্রত্যেক ফিশন গড়ে একটি ফিশন ঘটিয়ে থাকে। ফলে, চেইন রিঅ্যাকশন শুরু হয় এবং বিক্রিয়ার হার ধ্রুব থাকে। এক্ষেত্রে ফিসাইল ম্যাটেরিয়ালের ভরকে বলা হয় ক্রিটিক্যাল মাস।
k > 1 হলে, বিক্রিয়ার হার ক্রমেই বাড়তে থাকে। এক্ষেত্রে ফিসাইল ম্যাটেরিয়ালের ভরকে বলা হয় সুপারক্রিটিক্যাল মাস। নিউক্লিয়ার বোমার ক্ষেত্রে এমনটি ঘটে থাকে।
একটি কঠিন গোলোকের আয়তন ও পৃষ্ঠের অনুপাত হয় সবচেয়ে বেশি (অন্য কোনো আকৃতির চেয়ে)। তাই, খুব কম ইলেক্ট্রনই এর থেকে পালাতে সক্ষম হয়। ফলে, গোলোকের ক্রিটিক্যাল মাস হয় সবচেয়ে কম। এছাড়াও তাপমাত্রা, ঘনত্ব ইত্যাদির কারণেও ক্রিটিক্যাল মাস বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়। নিউট্রন রিফ্লেক্টরের ব্যাবহারেও ক্রিটিক্যাল মাসের পরিমাণ কমে যায়।
বেশীরভাগ ক্ষেত্রেই ক্রিটিক্যাল মাস সম্পর্কিত তথ্য গোপন রাখা হলেও কিছু তথ্যকে ডিক্লাসিফাইড করা হয়েছে।[5] নীচে সাধারণ ঘনত্বে কিছু পদার্থের গোলোকের ক্রিটিক্যাল মাসের পরিমাণ দেওয়া হলো:
আইসোটোপ | অর্ধায়ু (বছর) | ক্রিটিক্যাল মাস (kg) | ব্যাস (cm) | Ref |
---|---|---|---|---|
ইউরেনিয়াম-২৩৩ | ১৫৯,২০০ | ১৫ | ১১ | [6] |
ইউরেনিয়াম-২৩৫ | ৭০৩,৮০০,০০০ | ৫২ | ১৭ | [6] |
নেপচুনিয়াম-২৩৬ | ১৫৪,০০০ | ৭ | ৮.৭ | [7] |
নেপচুনিয়াম-২৩৭ | ২,১৪৪,০০০ | ৬০ | ১৮ | [8][9] |
প্লুটোনিয়াম-২৩৮ | ৮৭.৭ | ৯.০৪–১০.০৭ | ৯.৫–৯.৯ | [10] |
প্লুটোনিয়াম-২৩৯ | ২৪,১১০ | ১০ | ৯.৯ | [6][10] |
প্লুটোনিয়াম-২৪০ | ৬৫৬১ | ৪০ | ১৫ | [6] |
প্লুটোনিয়াম-২৪১ | ১৪.৩ | ১২ | ১০.৫ | [11] |
প্লুটোনিয়াম-২৪২ | ৩৭৫,০০০ | ৭৫–১০০ | ১৯–২১ | [11] |
অ্যামেরিসিয়াম-২৪১ | ৪৩২.২ | ৫৫–৭৭ | ২০–২৩ | [12] |
অ্যামেরিসিয়াম-২৪২ | ১৪১ | ৯–১৪ | ১১–১৩ | [12] |
অ্যামেরিসিয়াম-২৪৩ | ৭৩৭০ | ১৮০–২৮০ | ৩০–৩৫ | [12] |
ক্যুরিয়াম-২৪৩ | ২৯.১ | ৭.৩৪–১০ | ১০–১১ | [13] |
ক্যুরিয়াম-২৪৪ | ১৮.১ | ১৩.৫–৩০ | ১২.৪–১৬ | [13] |
ক্যুরিয়াম-২৪৫ | ৮৫০০ | ৯.৪১–১২.৩ | ১১–১২ | [13] |
ক্যুরিয়াম-২৪৬ | ৪৭৬০ | ৩৯–৭০.১ | ১৮–২১ | [13] |
ক্যুরিয়াম-২৪৭ | ১৫,৬০০,০০০ | ৬.৯৪–৭.০৬ | ৯.৯ | [13] |
বার্কেলিয়াম-২৪৭ | ১৩৮০ | ৭৫.৭ | ১১.৮-১২.২ | [14] |
বার্কেলিয়াম-২৪৯ | ০.৯ | ১৯২ | ১৬.১-১৬.৬ | [14] |
ক্যালিফোর্নিয়াম-২৪৯ | ৩৫১ | ৬ | ৯ | [7] |
ক্যালিফোর্নিয়াম-২৫১ | ৯০০ | ৫.৪৬ | ৮.৫ | [7] |
ক্যালিফোর্নিয়াম-২৫২ | ২.৬ | ২.৭৩ | ৬.৯ | [15] |
আইনস্টেনিয়াম-২৫৪ | ০.৭৫৫ | ৯.৮৯ | ৭.১ | [14] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.