শেখ হাসিনা সেনানিবাস হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশন কার্যালয়ে অবস্থিত একটি পরিকল্পনাধীন সেনানিবাস[1] এটি বরিশাল বিভাগের অধীন পটুয়াখালী ও বরিশাল জেলার পায়রা নদীর উওর পাশে অবস্থিত (পায়রা সেতুর উওর পূর্ব-পশ্চিম পাশে)। এই সেনানিবাস এলাকা ১৫৩২ একর জুড়ে বিস্তৃত বরিশালের ১১০০একর বাকেরগঞ্জ,ভরপাশা,কানকী কৃষ্ণকাাঠি দুুুুুুুধালমৌ মৌজার। পটুুুুয়াখালীর ৪৩২ একর (নদী ভাঙ্গন জমি) লেবুখালী আলগী রামপুর মৌজার। বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্পটি ২০২১ সালের জুন নাগাদ শেষ হবে।[2][3]

দ্রুত তথ্য শেখ হাসিনা সেনানিবাস, সক্রিয় ...
শেখ হাসিনা সেনানিবাস
সক্রিয়৮ ফেব্রুয়ারি ২০১৮ - বর্তমান
দেশ বাংলাদেশ
শাখা বাংলাদেশ সেনাবাহিনী
ধরনসেনানিবাস
নীতিবাক্যসমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে
রংকালো, সবুজ         
কুচকাত্তয়াজনতুনের গান
মাস্কটআড়াআড়ি তরবারি
বার্ষিকীসশস্ত্র বাহিনী দিবস
কমান্ডার
বর্তমান
কমান্ডার
মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা
বন্ধ

ইতিহাস

"শেখ হাসিনা সেনানিবাস" বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা "ফোর্সেস গোল ২০৩০"-এর অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে এই প্রকল্পের সম্মতি দিয়েছিল।[4] তিনি সর্বপ্রথম ১৬ই জানুয়ারী ২০১৫ সালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি শীতকালীন মহড়ায় এটির ঘোষণা দেন।

১৪ নভেম্বর ২০১৭ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি "শেখ হাসিনা সেনানিবাসের প্রতিষ্ঠা’’ বরিশাল" নামক প্রকল্পের অনুমোদন দেয়। এই সেনানিবাস স্থাপনে ব্যয় ধরা হয় প্রায় ১,৬৯৯ কোটি টাকা।[5]

৮ ফেব্রুয়ারি ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলায় এই সেনানিবাসের উদ্বোধন করেছিলেন।[6]

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.