Loading AI tools
বাংলাদেশ বিমান বাহিনীর ১৬তম প্রধান উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শেখ আব্দুল হান্নান (জন্ম: ১ আগস্ট ১৯৬৩) বাংলাদেশ বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল যিনি ১৬তম বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগপত্র লাভ করেন, যা ১২ জুন ২০২১ থেকে কার্যকর হয়। এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত অবসর গ্রহণের পর ২০২১ সালের ১২ জুন তিনি বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করেন।[1][2][3][4]
এয়ার চিফ মার্শাল (অবসরপ্রাপ্ত) শেখ আব্দুল হান্নান বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি | |
---|---|
১৬তম বিমান বাহিনী প্রধান | |
কাজের মেয়াদ ১২ জুন ২০২১ – ১১ জুন ২০২৪ | |
রাষ্ট্রপতি | আবদুল হামিদ মোহাম্মদ সাহাবুদ্দিন |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | মাসিহুজ্জামান সেরনিয়াবাত |
উত্তরসূরী | হাসান মাহমুদ খান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বাগেরহাট, বাংলাদেশ[1] | ১ আগস্ট ১৯৬৩
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী |
|
সামরিক পরিষেবা | |
আনুগত্য | বাংলাদেশ |
শাখা | বাংলাদেশ বিমানবাহিনী |
কাজের মেয়াদ | ১৯৮৪ - ২০২৪ |
পদ | এয়ার চিফ মার্শাল |
কমান্ড | • এয়ার অফিসার কমান্ডিং - বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা • এয়ার অফিসার কমান্ডিং - বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমান • কমান্ড্যান্ট - বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার |
যুদ্ধ | মোবসনিয়া ও হার্জেগোভিনা এ জাতিসংঘের কার্যক্রম (ইউএমআইবিএইচ), গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এ জাতিসংঘের কার্যক্রম (মোনুসকো) |
২০১৮ সালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নিযুক্ত হন। তার ৩ বছরের মেয়াদ শেষে ২০২১ সালের ১২ জুন এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে বিমান বাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত করা হয়।[5][6]
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় তিনি ১৯৯৫ সালে বসনিয়া-হার্জেগোভিনায় মিলিটারি অবজারভার হিসেবে, ২০০৩-২০০৪ সালে কঙ্গো প্রজাতন্ত্রে ব্যানএয়ার কন্টিনজেন্টে এবং ২০০৬-২০০৭ সালে একই দেশে বিমান বাহিনী কন্টিনজেন্টের কমান্ডার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে কর্মদক্ষতা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বিমান উৎকর্ষ পদক’-এ ভূষিত করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী ও বিমান বাহিনী লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তাহমিদা হান্নান তাঁর সহধর্মিণী। শেখ লাবিব হান্নান এই দম্পতির একমাত্র সন্তান।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.