Loading AI tools
আমেরিকার পেশাদার কুস্তিগির উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অ্যাশলি এলিজাবেথ ফ্লেয়ার[6][7] (জন্ম: এপ্রিল ৫, ১৯৮৬) একজন আমেরিকান পেশাদারি কুস্তিগির। তিনি ডাব্লিউডাব্লিউই এর সাথে চুক্তিবদ্ধ, সেখানে তিনি রিং নাম শার্লট হিসেবে কুস্তি লড়েন এবং তিনি প্রথম এবং প্রাক্তন ডাব্লিউডাব্লিউই নারী চ্যাম্পিয়ন। তিনি সর্বশেষ ডাব্লিউডাব্লিউই ডিভাস চ্যাম্পিয়ন। এটি ছিল তার ডিভাস চ্যাম্পিয়ন হিসেবে প্রথম রাজত্ব। তিনি ডাব্লিউডাব্লিউই হল অব ফেমার রিক ফ্লেয়ার এর কন্যা এবং ডেভিড ফ্লেয়ার এবং রিড ফ্লেয়ার এর বোন। ২০১৪ সালে, প্রো রেসলিং ইলাস্ট্রাটেড কর্তৃক তাকে বছরের সেরা তরুণ মুষ্টিযোদ্ধা নামকরণ করা হয়েছিল। তিনি এখন স্ম্যাকডাউন লাইভের সাথে চুক্তি বদ্ধ আছেন।
শার্লট ফ্লেয়ার | |
---|---|
জন্ম নাম | অ্যাশলি এলিজাবেথ ফ্লেয়ার[1] |
জন্ম | [2] শার্লট, উত্তর ক্যারোলিনা, মার্কিন যুক্তরাষ্ট্র[2] | ৫ এপ্রিল ১৯৮৬
শিক্ষা প্রতিষ্ঠান | উত্তর ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি |
দাম্পত্য সঙ্গী | রিকি জনসন (বি. ২০১০; বিচ্ছেদ. ২০১০)[3] ব্র্যাম (বি. ২০১৩; বিচ্ছেদ. ২০১৫) |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | শার্লট |
কথিত উচ্চতা | ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)[4] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | দ্য কুইন সিটি[4] |
প্রশিক্ষক | রিক ফ্লেয়ার লোডি[5] ডাব্লিউডাব্লিউই পারফরমেন্স সেন্টার |
অভিষেক | জুলাই ৩, ২০১৩ |
শার্লট, উত্তর ক্যারোলিনায় রিক ফ্লেয়ার এবং তার তৎকালীন স্ত্রী এলিনাবাথের কন্যা ফ্লেয়ার জন্ম গ্রহণ করে। ফ্লেয়ারের একজন সৎ বড় বোন আছে, মেগান, এবং একজন সৎ- বড় ভাই আছে, ড্যাভিড, ২০১৩ সালের মার্চে তার ছোট ভাই রিড মারা যান। প্রোভিডেন্স হাই স্কুলে পড়ার সময় ভলিবলে ফ্লেয়ার দুইটি এনসিএইচএসএএ ৪ এ-স্টেট চ্যাম্পিয়নশীপ অর্জন করেছিল, ২০০৪-২০০৫ পর্যন্ত তিনি দলনেতা এবং বছর সেরা শিক্ষার্থী ছিলেন। বোন, উত্তর ক্যারোলিনার উত্তর ক্যারোলিনা স্টেট বিশ্ববিদ্যালয়েভর্তির পূর্বে অ্যাপাল্যাচিয়ান স্টেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, ২০০৮ সালের বসন্তে সেখানে তিনি পাবলিক সম্পর্কে বিজ্ঞানে ব্যাচেলার স্নাতক করেন। কুস্তিগির হওয়ার পূর্বে ফ্লেয়ারকে পেশাদার প্রশিক্ষক হিসেবে প্রত্যায়িত করা হয়েছিল।[2]
২০১২ সালের ১৭মে, ফ্লেয়ার ডাব্লিউডাব্লিউই এর সাথে উন্নায়ন শাখার চুক্তিতে চুক্তিবদ্ধ হন, এবং তাদের উন্নয়ন শাখার, ডাব্লিউডাব্লিউই এনএক্সটিতে যোগ দান করেন।[8] তিনি শার্লট রিং নাম গ্রহণ করেন, এবং ২০১৩ সালের ১৭ জুলাই টেলিভিশনে প্রচারিত তার ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে তিনি বেইলিকে পরাজিত করেন।[9]
২০১৩ সালের শেষের দিকে, বেইলিকে নিয়ে দল গঠন করেন , এবং এনএক্সটি ৭ সেপ্টেম্বরের পর্বে তারা দুইজন মিলে আকসানা এবং আলিসিয়া ফক্সকে পরাজিত করে।[10] ১০ অক্টোবরের এনএক্সটি পর্বে, স্যানটানা গ্যারেট এর বিরুদ্ধে শার্লটের ম্যাচে বেইলি তার অনুসঙ্গী হয়, সেটা শার্লট জয় লাভ করে। ম্যাচকালীন সময় "বিএফএফএস (বিউটিফুল ফিয়ারস ফিমেলস)" (সামার রেই এবং সাশা ব্যাংকস) রিং এ আসে এবং বেইলিকে দল যোগ দান করতে বলে এবং তারা শার্লটকে বিরক্ত করে।[11] যাইহোক, ১৩ নভেম্বরের এনএক্সটি পর্বে, শার্লট বেইলিকে আক্রমণ করে এবং বিএফএফসে যোগদান করে, এবং নিজেকে খলনায়িকা তে প্রতিষ্ঠা করে।[12][13]
ইঞ্জুরির জন্য প্রায় দুই মাস অনুপস্থিত থেকে , ২০১৪ সালের ৮ জানুয়ারি শার্লট ফিরে আসেন আর ব্যাংকস আর সামারের অনুসঙ্গী হন।[14][15][16] ফেব্রুয়ারিতে, রিনি ইয়ং এর সাথে এনএক্সটি নারী চ্যাম্পিয়ন পেইজের সাক্ষাতকারের সময় শার্লট মুখোমুখি হয় , এবং নিজেকে পরবর্তী চ্যালেঞ্জার হিসেবে ঘোষণ করে।[17][18] প্রধান রোস্টারে সামারের উন্নতির ফলে, শার্লট এবং ব্যাংকস বেইলি এবং নাটিলার সাথে তার গঠিত জোটের বিরুদ্ধে ঝগড়া শুরু করে। ২৭ মার্চের এনএক্সটি পর্বে, ব্যাংকসের হস্তক্ষেপেরে পর বহিষ্কারের মাধ্যমে নাটালিয়া শার্লটকে পরাজিত করে।[19] ২৪ এপ্রিলের এনএক্সটি পর্বে শার্লট আর পেইজের ঝগড়া শেষ হয়, যখন শার্লট আর ব্যাংকস মিলে এমা আর পেইজকে পরাজিত করে।
মে মাসের প্রথমদিকে, শার্লট চ্যাম্পিয়নহীন এনএক্সটি নারী চ্যাম্পিয়নশীপ টূর্নামেন্টে অংশগ্রহণ করেন, প্রথম রাউন্ডে এমাকে পরাজিত করে, সেমি-ফাইনালে অ্যালেক্সা ব্লিসকে পরাজিত করে, এনএক্সটি টেকওভারে নাটালিয়াকে পরাজিত করে, এবং প্রথমবারের মত এনএক্সটি নারী চ্যাম্পিয়নশীপ জয় লাভ করে।[20] চার মাস অনুপস্থিতির পর, জুন ৬ এর এনএক্সটি পর্বে সামার রেই ফিরে আসে, বেইলিকে হঠাৎ আক্রমণ করে আর শার্লটকে জিততে সাহায্য করে। ম্যাচটির পরে, বিএফএফএস বেইলিকে আক্রমণের চেষ্টা করে কিন্তু পেইজ আর এমা ফিরে এসে বেইলিকে রক্ষা করে।[21] তাদের বিবাদের জন্য ১২ জুনের এনএক্সটি পর্বে ছয়- নারী ট্যাগ টিম ম্যাচ দেওয়া হয়। যেটিতে বেইলি শার্লটকে পিন করে জিতে যায়, ফলে বিএফএফএস হেরে যায়।[22]
জুলাই ৩ এর এনএক্সটি পর্বে, শার্লট বেইলির বিরুদ্ধে ট্যাগ টিম ম্যাচে শাস্তি পায়, সেখানে সে এবং ব্যাংকস মিলে বেইলি এবং বেকি লিঞ্চকে পরাজিত করে। ম্যাচ শেষে শার্লট ব্যাংকসকে রেখে চলে যায়, আর বেইলি ব্যাংকসকে আক্রমণ করে। তার পরে রাতে ব্যাকস্টেজে ব্যাংকস বিএফএফএস অফিসিয়াল ভাবে ত্যাগ করে।[23]
২৪ জুলাই এর এনএক্সটি পর্বে, শার্লট সফলভাবে সামার রেই এর কাছ থেকে চ্যাম্পিয়নশীপ রক্ষা করে।[24] এরপর শার্লট এনএক্সটি টেকওভার: ফ্যাটাল ফোর-ওয়েতে বেইলিকে পরাজিত করে নিজের চ্যাম্পিয়নশীপ সফলভাবে রক্ষা করে, পরে ব্যাংকস বেইলিকে আক্রমণ করতে গেলে শার্লট ব্যাংকসকে আক্রমণ করে,[25] ৪ অক্টোবরের পুনঃম্যাচে শার্লট বেইলিকে পরাজিত করে, ম্যাচ শেষে শার্লট বেইলি কুলাকুলি করে এবং হাত মেলায়।[26] পরে শার্লট আর বেইলি মিলে ব্যাংকস এবং বেকি লিঞ্চের সাথে ঝগড়া শুরু করে।[27] ৮ ডিসেম্বরের ডাব্লিউডাব্লিউই এর প্রধান রোস্টার র এর স্লামি অ্যাওয়ার্ড বিশেষ পর্বে তার অভিষেক হয়। সেখানে নাটালিয়া তাকে পরাজিত করে ।[28] ১১ ডিসেম্বরের এনএক্সটি টেভার: আর এভুুল্যুশন শার্লট ব্যাংকসকে হারিয়ে তার চ্যাম্পিয়নশীপ রক্ষা করে।[29] এবং ২৫ ডিসেম্বর তাদের পুনঃম্যাচ হয়।[30] এবং ২০১৫ সালের ২১ জানুয়ারির এনএক্সটি পর্বে পুনঃম্যাচ আবারো অনুষ্ঠিত হয়।[31] এনএক্সটি টেকওভার: রাইভাল এ, ফ্যাটাল ফোর-ওয়ে ম্যাচে সাশা ব্যাংকের কাছে শার্লট তার চ্যাম্পিয়নশীপ হারান, এছাড়াও ঐ ম্যাচে বেকি লিঞ্চ এবং বেইলি অংশগ্রহণ করেছিল। ২৫৮ দিনে শার্লটের চ্যাম্পিয়নশীপ রাজত্ব শেষ হয়।[32] ৪ মার্চের এনএক্সটি পর্বের পুনঃম্যাচে সে তার চ্যাম্পিয়নশীপ পুনরায় জিততে ব্যর্থ হয়।[33]
২০ মার্চ এনএক্সটি টেকওভার: আনস্ট্যাবলে, শার্লট এবং বেইলি মিলে এমা এবং ড্যানা ব্রুককে পরাজিত করে।[34] জুলাই ৮ এর এনএক্সটি পর্বে, শার্লট পুনরায় এমা আর ব্রুককে পরাজিত করে, এই সময় সে সাশা ব্যাংকের সাথে দল গঠন করে, ম্যাচের পরে শার্লট সাশা ব্যাংকসকে এনএক্সটি নারী চ্যাম্পিয়নশীপের জন্য চ্যালেঞ্জ করলে ব্যাংকস গ্রহণ করে।[35] জুলাই ১৫ এর এনএক্সটি পর্বে ব্যাংকস শার্লটকে পরাজিত করে চ্যাম্পিয়নশীপ রক্ষা করে, তারপরে দুইজন কুলাকুলি করে এবং সাশা শার্লটের হাত উঁচু করে ধরে সম্মান প্রদর্শন করে।[36]
ফ্লেয়ার থোমাস ল্যাটিমারকে বিবাহ করে, ভালো পরিচিত ব্রাম হিসেবে, তিনি বর্তমানে টোটাল ননস্টপ অ্যাকশান রেসলিং (TNA) এ কাজ করেন।[37] ২০১৫ সালের ২৯ অক্টোবর ফ্লোরিডা প্রদেশে তাদের ডিভোর্স হয়।[38] ২০০৮ সালের ৫ সেপ্টেম্বর চ্যাপেল হিল, উত্তর ক্যারোলিনায় পুলিশের উপর হামলার জন্য ফ্লেয়ারকে গ্রেফতার করা হয়। ফলে তাকে ৪৫ দিনের কারাদন্ড দেওয়া হয় এবং $২০০ ডলার জরিমানা করা হয়।[39]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.