Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শারীরিক অন্তরঙ্গতা হচ্ছে সাধারণত দুইজন মানুষের নগ্ন হয়ে এক অপরকে ছুঁয়াছুঁয়ি বা যৌন-সম্পর্ক করা, তাছাড়া সমলিঙ্গের বা বিষমলিঙ্গের প্রেমযুগলের পারস্পরিক আবেগীয় আলিঙ্গন (বস্ত্র পরিহিত অবস্থায় বা নগ্ন হয়ে) ও এক প্রকারের শারীরিক অন্তরঙ্গতা।[1] এ ধরনের কাজ মানুষ তার প্রেমিক বা প্রেমিকা বা ঘনিষ্ঠ বন্ধু বা বান্ধবীর সাথে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে করে। এ ধরনের কাজে মানবশরীরে ভালো উপকার হয়, মানসিক আনন্দ পাওয়া যায়। শারীরিক অন্তরঙ্গতার মাধ্যমে নারী-পুরুষ উভয়ের মধ্যেই অক্সিটোসিন, ডোপামাইন এবং সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়, তাছাড়া মানুষের স্ট্রেস হরমোনের কার্যকারিতা হ্রাস পায়।[2]
কারো সম্মতি ছাড়া কারো সঙ্গে শারীরিক অন্তরঙ্গতা করার চেষ্টা করলে সেটি ধর্ষণ বলে গণ্য হবে।[3] কিন্তু এমনিতে ভালোবাসা বা বন্ধুসুলভ বা আবেগীয় বা মানবিকতা হিসাবে কারো সঙ্গে আলিঙ্গন করলে যদিও সেটাকে শারীরিক অন্তরঙ্গতা বোঝায় না কেউ কিছু মনে করবেনা।[3]
সাধারণত প্রেমযুগলরা বাসায় বা কম মানুষপূর্ণ কোনো জায়গায় বা কোনো নির্জন জায়গায় এরূপ শারীরিক অন্তরঙ্গতায় লিপ্ত হতে পারে, তবে আশেপাশে মানুষ থাকলে তারা বিবস্ত্র হবেনা।[4] সাধারণত প্রেমযুগলরা নিম্নোক্ত কাজগুলো করে থাকেনঃ[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.