Loading AI tools
জার্মান ফুটবলার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লোথার ম্যাথাউস (জার্মান উচ্চারণ: [ˈloːtaʁ maˈtɛːʊs] (; )[1] ২১ মার্চ ১৯৬১) প্রসিদ্ধ জার্মান ফুটবল খেলোয়াড় এবং ১৯৯০ সালের বিশ্বকাপ বিজয়ী জার্মান দলের দলনেতা।১৯৮২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত পর পর টানা ৫টি বিশ্বকাপে তিনি অংশগ্রহণ করেন, এবং সর্বমোট ২৫ টি বিশ্বকাপ ম্যাচ খেলেন। তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ মিডফিল্ডারদের মধ্যে তিনি অন্যতম।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | লোথার হার্বার্ট ম্যাথাউস | |||||||||||||||||||||||||||||||
জন্ম | ২১ মার্চ ১৯৬১ (বয়স ৬২) | |||||||||||||||||||||||||||||||
জন্ম স্থান | এরলাঞ্জেন, জার্মানি | |||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ১.৭৪ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) | |||||||||||||||||||||||||||||||
মাঠে অবস্থান | মিডফিল্ডার, ডিফেন্ডার | |||||||||||||||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||||||||||||||||||||
১৯৭৯-১৯৮৪ ১৯৮৪-১৯৮৮ ১৯৮৮-১৯৯২ ১৯৯২-২০০০ |
বরুসিয়া মনচেনগ্লাডবাক বায়ার্ন মিউনিখ ইন্টার মিলান বায়ার্ন মিউনিখ |
(১৬২) (৩৬) (১১৩) (৫৭) (১১৫) (৪০) (১৮৯) (২৮) | ||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||
১৯৮০-২০০০ | জার্মানি | (১৫০) (২৩) | ||||||||||||||||||||||||||||||
পরিচালিত দল | ||||||||||||||||||||||||||||||||
২০০১-২০০২ ২০০২-২০০৩ ২০০৩-২০০৬ |
এসকে র্যাপিড উইয়েন এফ কে পার্টিজন হাঙ্গেরি | |||||||||||||||||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.