Loading AI tools
ভ্লামিদির লেলিনের চিন্তাধারা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মার্কসবাদী দর্শনে, লেনিনবাদ হচ্ছে একটি বিপ্লবী অগ্রবর্তী দলের গণতান্ত্রিক সংগঠনের জন্য রাজনৈতিক মতাদর্শের প্রধান অংশ। এটি সমাজতন্ত্র এবং প্রলেতারিয়েতের একনায়কত্ব প্রতিষ্ঠার রাজনৈতিক পূর্বসূচক। লেনিনবাদী ভ্যানগার্ড পার্টির কাজ হচ্ছে শ্রমিক শ্রেণীকে রাজনৈতিক চেতনা (শিক্ষা এবং সংগঠন) এবং রুশ সাম্রাজ্যের পুঁজিবাদকে অপসারণের জন্য প্রয়োজনীয় বিপ্লবী নেতৃত্ব প্রদান করা (১৭২১-১৯১৭)।[1]
লেনিনবাদ হচ্ছে সাম্রাজ্যবাদ এবং শ্রমিক-বিপ্লবের যুগের মার্কসবাদ। আরো সঠিকভাবে বলতে গেলে বলতে হয়, লেনিনবাদ হচ্ছে সাধারণভাবে শ্রমিক-বিপ্লবের মতবাদ ও রণকৌশল এবং বিশেষভাবে এটি হচ্ছে শ্রমিক শ্রেণির একনায়কত্বের মতবাদ ও রণকৌশল।[2] অন্যভাবে বলতে গেলে লেনিনবাদ হলও সাম্রাজ্যবাদ ও শ্রমিক বিপ্লবের যুগ, উপনিবেশিক ব্যবস্থা ধ্বসে পড়ার যুগ, পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রে মানবজাতির উত্তরণ, বিশ্বায়তনে সমাজতন্ত্র ও সাম্যবাদে জয়যাত্রার যে যুগ, সেই যুগের মার্কসবাদ। বৈপ্লবিক তত্ত্বে লেনিনের অবদান এতোই বিপুল যে উত্তরকালে তার নাম হয়েছে মার্কসবাদ-লেনিনবাদ। মার্কসবাদ-লেনিনবাদ হলও সারা বিশ্বের প্রলেতারিয়েতের আন্তর্জাতিক মতবাদ।[3] স্তালিনের মতে, ‘সাম্রাজ্যবাদ ও সর্বহারা বিপ্লবের যুগে লেনিনবাদই হল মার্কসবাদ’।[4]
মার্কসবাদের বিকাশে নতুন পর্যায় সূচিত হয় ১৯১৬ সালে প্রকাশিত লেনিনের সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় গ্রন্থে। এতে তিনি সাম্রাজ্যবাদের অর্থনৈতিক মর্মার্থ, তার বিরোধসমূহ এবং ধ্বংসের অনিবার্যতা উদ্ঘাটিত করেন এবং এই সিদ্ধান্তে আসেন যে সাম্রাজ্যবাদ হলও সমাজতান্ত্রিক বিপ্লবের প্রাককাল। এ রচনাটি মার্কসের পুঁজি গ্রন্থের মূল বক্তব্যগুলোর প্রত্যক্ষ অনুবর্তন ও সৃজনশীল বিকাশ। সাম্রাজ্যবাদের বৈজ্ঞানিক বিশ্লেষণ তিনি চালিয়ে যান আরো অনেক রচনায়। বিপুল বাস্তব তথ্য আর তাত্ত্বিক মালমসলার সার্বিকীকরণ করে তিনি অতি গুরুত্বপূর্ণ এই বৈজ্ঞানিক সিদ্ধান্তে আসেন যে সাম্রাজ্যবাদের যুগে পুঁজিবাদের বিকাশ অসমান এবং উল্লম্ফনধর্মী, সমাজতান্ত্রিক বিপ্লব বিজয় লাভ করতে পারে প্রথমে অল্প কয়েকটি, এমনকি পৃথক একটি পুঁজিবাদী দেশেও। বিশ্ব বৈপ্লবিক আন্দোলনের কাছে এ সিদ্ধান্তের গুরুত্ব অসাধারণ বিপুল।[3]
যে-শত্রু বেশি পরাক্রান্ত তাকে পরাস্ত করা যায় কেবল আপ্রাণ প্রচেষ্টায় এবং শত্রুদের অভ্যন্তরে সামান্যতম হলেও প্রতিটি 'ফাটল', বিভিন্ন দেশের বুর্জোয়াদের মধ্যে ও এক-একটা দেশের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন ধরনের বুর্জোয়াদের প্রতিটি স্বার্থবৈপরীত্যকে _ তথা সাময়িক, টলমলে, কমজোরী, অনির্ভরযোগ্য ও শর্তসাপেক্ষ হলেও নিজের জন্য একটা গণ সহযোগী পাবার সামান্য সম্ভাবনাকেও বাধ্যতামূলকভাবে, অতি সযত্নে, সাবধানে ও নিপুণভাবে কাজে লাগাতে পারলে। এ কথা যে বোঝে নি সে মার্কসবাদ এবং সাধারণভাবে বৈজ্ঞানিক, আধুনিক সমাজতন্ত্রের বিন্দুবিসর্গও বোঝে নি। ব্যবহারিকভাবে, যথেষ্ট দীর্ঘকাল ধরে ও যথেষ্ট রকমের বিচিত্র রাজনৈতিক পরিস্থিতিতে হাতে-কলমে এ সত্য প্রয়োগের নৈপুণ্য যে দেখাতে পারে নি, শোষকদের হাত থেকে সমস্ত মেহনতির মুক্তির জন্য সংগ্রামে বিপ্লবী শ্রেণিকে সাহায্য করতেও সে কখনো শেখে নি। এবং এ কথা প্রলেতারিয়েতের রাজনৈতিক ক্ষমতা লাভের আগে ও পরে উভয় পর্বেই প্রযোজ্য।
এটির বাস্তবিকতা নিয়ে সন্দেহ আছে কারণ , বর্তমান অর্থলোলুপ স্বার্থপর গোষ্ঠীর সংক্রামণ সর্বত্র তাই একে প্রয়োগ করা এখন অসম্ভব।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.