রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়map

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বেসরকারী পর্যায়ের উচ্চ-শিক্ষাদানকারী প্রতিষ্ঠান। বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

দ্রুত তথ্য নীতিবাক্য, ধরন ...
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়
Thumb
নীতিবাক্যমনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তাহার অধীন
ধরনবেসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০১৬
চেয়ারম্যানসৈয়দ মোহাম্মদ শাহেদ
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ
ঠিকানা
৯৭ শাহ্ মখদুম এভিনিউ, সেক্টর ১২, উত্তরা, ঢাকা ১২৩০
,
২৩.৮৭৪০১৪° উত্তর ৯০.৩৮৩৬৪৯° পূর্ব / 23.874014; 90.383649
সংক্ষিপ্ত নামটুকা
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.tuca.edu.bd
Thumb
বন্ধ
Thumb
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভবন

ইতিহাস

২০১৬ সালে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে ১৪ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড এটির পরিচালনায় রয়েছেন। রবিন খান ট্রাস্টি বোর্ডের সচিব ও সমন্বয়কারী ট্রাস্টি।[1] এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান,[1] বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এবং শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় ২০১৭ সালে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ও ২০২১ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত হয়।[2][3]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।[4]

অনুষদ ও বিভাগ

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৩টি অনুষদের অধীনে ৫টি বিভাগ রয়েছে।[3]

পরিবেশনকলা অনুষদ

  • সংগীত বিভাগ
  • নাট্যকলা বিভাগ
  • নৃত্যকলা বিভাগ

নকশা ও উদ্ভাবন অনুষদ

  • ফ্যাশন ডিজাইন বিভাগ

ব্যবসাবিদ্যা অনুষদ

  • ব্যবসা প্রশাসন

গ্রন্থাগার ও অন্যান্য

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ব্যবসায় প্রশাসন, ফ্যাশন ডিজাইন, সংগীত, নাট্যকলাসহ বিষয়ভিত্তিক প্রয়োজনীয় রেফারেন্স বইয়ের সংগ্রহ রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে রয়েছে রবীন্দ্র—নজরুল অধ্যয়ন, অভিধান ও বিশ্বকোষ, সাময়িকী, অভিসন্দর্ভ, বাংলাদেশ অধ্যয়ন, জীবনী ও আত্মজীবনী, সাময়িকী এবং বাংলা ভাষা ও সাহিত্যের বই। রয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। সঙ্গে কিছু দুর্লভ গ্রন্থ ও সাময়িকী।

শিক্ষাসহায়ক কার্যক্রম

শিক্ষা প্রদানের পাশাপাশি এখানে রয়েছে নিয়মিত শিক্ষাসহায়ক কার্যক্রম।

  • শিক্ষা, সংস্কৃতি, সমাজ, বাংলাদেশের ইতিহাস—ঐতিহ্য, মুক্তিযুদ্ধ প্রভৃতি বিষয়ে নিয়মিত বক্তৃতা
  • নিয়মিত সাংস্কৃতিক আয়োজন
  • সংগীত—নাট্য—ফ্যাশন—আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা
  • সাহিত্য প্রতিযোগিতা ও সাময়িকী প্রকাশ গ্রন্থপাঠ উৎসব
  • বিতর্ক প্রতিযোগিতা
  • বিএনসিসি কার্যক্রম
  • আর্ট ক্যাম্প ক্রীড়া প্রতিযোগিতা
  • বনভোজন ও শিক্ষাসফর

চিত্রশালা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.