ম্যান্ডারিন চীনা ভাষা
উত্তর ও দক্ষিণ-পশ্চিম চীনে প্রচলিত চীনা ভাষার উপভাষার একটি দল এবং প্রমিত চীনা ভাষার ভিত্তি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উত্তর ও দক্ষিণ-পশ্চিম চীনে প্রচলিত চীনা ভাষার উপভাষার একটি দল এবং প্রমিত চীনা ভাষার ভিত্তি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ম্যান্ডারিন চীনা ভাষা (চৈনিক: 官話/官话 ফিনিন: Guānhuà কুয়ান্হুয়া, অর্থাৎ "সরকারী কর্মচারীদের ভাষা") বা উত্তর চীনা ভাষা (北方话/北方話, Běifānghuà পেইফ়াংহুয়া, অর্থাৎ "উত্তরাঞ্চলিক ভাষা") চীনা ভাষার একটি প্রকারভেদ, যেটি ফুথোং হুয়া ("সাধারণ ভাষা") নামেও পরিচিত। ম্যান্ডারিন গণচীন, প্রজাতন্ত্রী চীন (তাইওয়ান), ও সিঙ্গাপুরে রাষ্ট্রভাষা হিসেবে প্রচলিত।
ম্যান্ডারিন | |
---|---|
普通話/普通话 Pǔtōnghuà 國語/国语 Guóyǔ 華語/华语 Huáyǔ | |
দেশোদ্ভব | চীন, তাইওয়ান, সিঙ্গাপুর |
মাতৃভাষী | স্থানীয় ভাষাভাষীদের স্বীকৃতি দেওয়া শুরু হয়েছে (২০১৪)[1][2] L2 speakers: ৭% চীনার (২০১৪)[3][4] |
চীনা-তিব্বতি
| |
পূর্বসূরী | মধ্য ম্যান্ডারিন
|
প্রথাগত চীনা সরলাকৃত চীনা মূলভূখণ্ড চীনা ব্রেইল তাইওয়ানিজ ব্রেইল দুই-কোষযুক্ত চীনা ব্রেইল | |
স্বাক্ষরিত রূপ | Wenfa Shouyu[5] |
সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | চীন (পুতংঘুয়া হিসেবে) তাইওয়ান (গুউয়ু হিসেবে) |
নিয়ন্ত্রক সংস্থা | জাতীয় ভাষা নিয়ন্ত্রণ কমিটি (চীন)[6] জাতীয় ভাষা কমিটি (তাইওয়ান) ম্যান্ডারিন প্রচারণ কাউন্সিল (সিঙ্গাপুর) চাইনিজ ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ডাইজেশন কাউন্সিল (মালয়েশিয়া) |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | – |
আইএসও ৬৩৯-৬ | goyu (Guoyu) |
গ্লোটোলগ | None |
ইংরেজি "ম্যান্ডারিন" (Mandarin) শব্দটি পর্তুগিজ ভাষার শব্দ "মাঁদারিঁ" (Mandarim) থেকে এসেছে, যার অর্থ "উপদেষ্টা"। "মাঁদারি" শব্দটি আবার খাঁটি পর্তুগিজ শব্দ নয়, এটি মালয় ভাষার "মেন্তেরি" (menteri) বা "মান্তেরি" (manteri) থেকে ধার হয়ে পর্তুগিজ ভাষায় প্রবেশ করে, আবার সেই মালয় শব্দগুলিও আসলে সংস্কৃত "মন্ত্রিন্" (मन्त्रिन् অর্থাৎ "মন্ত্রী বা উপদেষ্টা") শব্দটি থেকে এসেছে। সুতরাং ইংরেজি "ম্যান্ডারিন" শব্দের সবচেয়ে আদি উৎস হল সংস্কৃত ভাষার "মন্ত্রিন্" শব্দটি।
মাঁদারিঁ-রা ছিলেন বহু শতাব্দী ধরে চীনা সাম্রাজ্যের উচ্চপদস্থ শিক্ষিত সরকারী কর্মচারীদের নয়টি শ্রেণীর একটি। চীনের ধ্রুপদী সাহিত্যের উপরে পরীক্ষায় উত্তীর্ণ হলে মাঁদারিঁ উপাধি অর্জন করা যেত। উত্তীর্ণ ব্যক্তিকে একটি সরকারী আলখাল্লা ও পদমর্যাদাক্রম অনুযায়ী একটি নির্দিষ্ট রঙের বোতামের টুপি পরতে হত। তাঁকে একটি প্রদেশে অনধিক তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হত, এবং সেই প্রদেশে তাঁর বিয়ে করা বা সম্পত্তির অধিকারী হওয়া নিষিদ্ধ ছিল। চীনের মাঁদারিঁ-রা চীনা ভাষার একটি বিশিষ্ট উপভাষায় কথা বলতেন; এই উপভাষাটিকেই বর্তমানে গণচীনের জাতীয় সরকারী ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে, যার নাম ম্যান্ডারিন চীনা ভাষা।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.