Loading AI tools
সপ্তর্ষি তারামণ্ডলের একটি তারা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মেশিয়ার ৮১ (এন জি সি ৩০৩১ বা বডের ছায়াপথ নামে পরিচিত') একটি সর্পিল ছায়াপথ। এটি পৃথিবী থেকে ১২ মিলিয়ন আলোক-বর্ষ দূরে অবস্থিত এবং এটির ব্যাস ৯০,০০০ আলোকবর্ষ । এতে একটি সক্রিয় নিউক্লিয়াস আছে, যার মধ্যে রয়েছে একটি অতিভারবিশিষ্ট কৃষ্ণ গহ্বর যার ভর সূর্যের ভরের ৭০ মিলিয়ন গুণ । এই কারণে অভিজ্ঞ জ্যোতির্বিজ্ঞানীরা এ বিষয়ে গবেষণা করছেন। এই ছায়াপথ অতি বৃহত এবং উজ্জ্বল।[1]
আবিষ্কারক বা উদ্ভাবক | Johann Elert Bode |
---|---|
আবিষ্কারের তারিখ | ৩১ ডিসেম্বর 1774 |
নক্ষত্রপুঞ্জ | সপ্তর্ষি মণ্ডল |
Child astronomical body | Holmberg IX |
Galaxy morphological type | SA |
ইপোক | J2000.0 |
মেশিয়ার ৮১ সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন জোহান এলার্ট বোড ১৭৭৪ সালে।[2] কখনো কখনো এই ছায়াপথকে "বোডের ছায়াপথ'" ও বলা হয়।১৭৭৯ সালে, পিয়ারে মেচিয়ান এবং চার্লস মেশিয়ার বোডের বস্তুকে পুনরায় চিহ্নিত করেন।তারা ইহাকে মেশিয়ার তালিকাতে অন্তর্ভুক্ত করেছেন। মেশিয়ার তালিকায়।[2]
একমাত্র মেশিয়ার৮১ তে অতিনবতারা ঘটতে দেখাগিয়েছে ।[3] এই অতিনবতারাকে এস এন ১৯৯৩ জে নামে নামকরণ করা হয়েছে।এটি ২৮ মার্চ ১৯৯৩ তে স্পেনের বিঙ্গানী এফ.গারসিয়া আবিষ্কার করেন।[4] এটি ছিল বিংশ শতাব্দীতে দেখা দ্বিতীয়তবারে মতো একটি বৃহত এবং অতি উজ্জ্বল অতিনবতারা।
মেশিয়ার ৮১ ছায়াপথটি এম ৮১ গ্রুপের সর্ববৃহত ছায়াপথ।এম ৮১ গ্রুপ এ রয়েছে ৩৪টি ছায়াপথ এবং রয়েছে নক্ষত্রমন্ডল এবং ঋক্ষমন্ডল।[5]
মেশিয়ার ৮১ আলফা ঋক্ষমণ্ডল এর প্রায় ১০° উত্তর-পশ্চিমে অবস্থিত।[1][6] উভয় মেশিয়ার ৮১ এবং মেশিয়ার ৮২ দূরবীন এবং ছোট টেলিস্কোপ ব্যবহারের মাধ্যমে দেখা যায়।মেশিয়ার ৮১ ছায়াপথ বৃহত ছায়াপথগুলের মধ্যে অন্যতম [1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.