মুম্বাই শহরতলি রেল ভারতের মুম্বাই মহানগরীর স্থানীয় সার্বজনিক পরিবহন ব্যবস্থা। মুম্বাই শহরতলি রেল পরিচালনা করে ভারতীয় রেলের মধ্যপশ্চিম রেল অঞ্চল। এই শহরতলি রেলের সর্বমোট দৈর্ঘ্য ৪৬৫ কিলোমিটার (২৮৯ মা), যেখানে প্রায় ২৩৪২টি ট্রেন দৈনিক ৭.৫ মিলিয়ন যাত্রী পরিবহন করে; এই হিসেবে বার্ষিক যাত্রী পরিবহন সাংখ্য প্রায় ২.৬৪ বিলিয়ন। মুম্বাই শহরতলি রেল, ভারতের বৃহত্তম তথা বিশ্বের গুরুত্বপূর্ণ শহরতলি রেলগুলির একটি।[2]

মুম্বাই শহরতলি রেল
मुंबई उपनगर रेल्वे

Thumb
সংক্ষিপ্ত বিবরণ
অবস্থানমুম্বাই মহানগর অঞ্চল, মহারাষ্ট্র, ভারত
পরিবহনের ধরনশহরতলি রেল
লাইনের (চক্রপথের)
সংখ্যা
৬টি
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
  • পশ্চিম: ৩৬
  • মধ্য: ৬২
  • হারবার: ৩২
  • ট্রান্স-হারবার: ১০
দৈনিক যাত্রীসংখ্যা৭.৫৮৫ মিলিয়ন[1]
বাৎসরিক যাত্রীসংখ্যা২.৬৫ বিলিয়ন
প্রধান কার্যালয়চার্চগেট (পরে)
ছত্রপতি শিবাজী টার্মিনাস (মরে)
ওয়েবসাইটপশ্চিম রেল তথ্যক্ষেত্র
মধ্য রেল তথ্যক্ষেত্র
চলাচল
চালুর তারিখ১৬ এপ্রিল ১৮৫৬
পরিচালক সংস্থা
রেলগাড়ির দৈর্ঘ্য০৯/১২/১৫ বগি
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য৪২৭.৫ কিলোমিটার (২৬৫.৬ মা)
রেলপথের গেজ১,৬৭৬ মিলিমিটার ( ফুট  ইঞ্চি)
বিদ্যুতায়ন২৫,০০০ ভোল্ট AC overhead catenary
গড় গতিবেগ৫০ কিমি/ঘ (৩১ মা/ঘ)
শীর্ষ গতিবেগ১০০ কিমি/ঘ (৬২ মা/ঘ)

ইতিহাস

মুম্বাই উপনগরীয় রেলের ইতিহাস অনেক পুরনো। কারণ, দক্ষিণ এশিয়ায় ব্রিটিশ কর্তৃক প্রথম ১৮৫৩ সালের ১৬ এপ্রিল তারিখে প্রথম ট্রেন চালিত হয় বোরি বন্দর (বর্তমান ছত্রপতি শিবাজী টার্মিনাস) থেকে থানে পর্যন্ত। মুম্বাই উপনগরীয় রেল তারই একটি প্রশাখা।

পরিষেবা

সন্ত্রাসী আক্রমণ

মুম্বাই উপনগরীয় রেল মোট আট বার সন্ত্রাসী আক্রমণের শিকার হয়েছে এবং এর ফলে প্রায় ৩৬৮ জন মানুষ মারা গেছে বলে ধারণা করা হয়।

  • ১২ মার্চ ১৯৯৩ - রেয় রোড স্টেশনে বোমা বিস্ফোরণ
  • ১৩ মার্চ ২০০৩ - মুলুন্ডে একটি ট্রেনে বোমাবাজি যার ফলে ২০ জন নিহত হয়।
  • ১১ জুলাই ২০০৩ - একটি ট্রেনে ক্রমাগত বোমাবাজি যার ফলে ২০৯ জন নিহত হয়।
  • ২৬ নভেম্বর ২০০৮ - ছত্রপতি শিবাজী টার্মিনাস ২০০৮ মুম্বাই হামলার সময় আক্রমণ করা হয় এর ফলে কমপক্ষে ৬০ জন নিহত হয়।

জনপ্রিয় সাংস্কৃতিতে

চলচ্চিত্র

মুম্বাই উপনগরীয় রেল বলিউডের অনেক চলচ্চিত্রে দেখানো হয়েছে। উল্লেখ্য ভাবে কিছু তার মধ্যে

  • অগ্নিপথ,
  • দাবাঙ্গ,
  • গ্যাংস অব ওয়াসেপুর,
  • লাইফ ইন অ্য মেট্রো,
  • ঘনচক্কর,
  • কাই পো চে,
  • O Kadhal Kanmani,
  • ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা,
  • রাজ্জো,
  • রা. ওয়ান,
  • তালাইভা
  • ইয়ে জওয়ানী হ্যাই দিওয়ানী

ইত্যাদি[3]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.