Loading AI tools
স্প্যানিশ লেখক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মারসে রোডোরেডা ই গার্গি (কাতালান উচ্চারণ: [mərˈsɛ ruðuˈɾɛðə]) (১০ই অক্টোবর ১৯০৮ – ১৩ই এপ্রিল ১৯৮৩) একজন কাতালান ভাষার স্প্যানিশ উপন্যাসবিদ।
জন্ম | বার্সেলোনা | ১০ অক্টোবর ১৯০৮
---|---|
মৃত্যু | ১৩ এপ্রিল ১৯৮৩ ৭৪) গিরোনা | (বয়স
সমাধিস্থল | রোমানিয়া দ্য লাঁ সিলভা |
পেশা | উপন্যাসবিদ, নাট্যকার, মহিলা কবি |
ভাষা | কাতালান |
উল্লেখযোগ্য রচনাবলি | দ্য টাইম অফ দ্য ডাভ, মিরাল ট্রেনকাট, অলোমা |
উল্লেখযোগ্য পুরস্কার | প্রেমি ডি' ওনর দ্য লেস লিয়েট্রেস কাতালানস (১৯৮০) প্রেমি জোয়ান ক্রেযেলস দ্য ন্যারেটিভা (১৯৩৭) মিস্ট্রে এন গাই সাবের (১৯৪৯) |
সঙ্গী | আর্মন্ড ওবিয়লস |
ওয়েবসাইট | |
www.mercerodoreda.cat/ |
তাকে যুদ্ধিপূর্ব সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাসবিদ বলা হয়। তার উপন্যাস লা প্লাসা দেল ডায়ামন্ট (হীরকবর্গ) (১৯৬২), যাকে দ্য টাইম অফ ডাভস নামে অনুবাদ করা হয়েছে, তাকে কাতালান ভাষার সবচেয়ে প্রশংসিত উপন্যাস ধরা হয় এবং প্রকাশের পর থেকে প্রায় ৩০টি ভাষায় উপন্যাসটি অনূদিত হয়। একে স্প্যানিশ গৃহযুদ্ধ পরবর্তী শ্রেষ্ঠ উপন্যাসগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয়।[1]
তিনি ৩৪০, ক্যারিয়ার দ্য বালমেস, বার্সেলোনাতে ১৯০৮ সালে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা হলেন তেরেসার এন্ড্রু রোডোরেডা এবং মেয়ারসম-এর মন্টসেরাট গার্গী।[2] ১৯২৮ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি জোয়ান গার্গীকে বিয়ে করেন যিনি তার চেয়ে প্রায় চৌদ্দ বছরের বড় ছিলেন এবং ১৯২৯ সালে তিনি তার একমাত্র সন্তান জোর্ডিকে লাভ করেন। তার অসুখী বিবাহ থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে তিনি বিভিন্ন ম্যাগাজিনে ছোটগল্প লেখার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি বিভিন্ন মনস্তাত্ত্বিক বই লেখেন। তন্মধ্যে অলোমা (যা ক্রেক্সেলাস পুরস্কার লাভ করে) উল্লেখযোগ্য; তবে এর সাফল্যের পরও রোডোরেডা ঠিক করেন উপন্যাসটি কয়েক বছর পর আবারও প্রকাশ করেন কারণ তিনি বইটির বইটির ব্যাপারে এবং তার তখনকার জীবন ও কাজ সম্পর্কে সম্পূর্ণ সন্তুষ্ট ছিলেন না।
স্প্যানিশ গৃহযুদ্ধ শুরু হবার পর তিনি স্বশাসিত কাতালোনিয়ার সরকার-এর পক্ষে কাজ করেন।
তিনি ফ্রান্স এবং এরপর সুইজারল্যান্ডে বসবাস শুরু করেন এবং ১৯৫৭ সালে ২২টি ছোটগল্প বইয়ের মাধ্যমে তার দীর্ঘদিনের নীরবতা ভাঙেন। বইটি ভিক্টর কাতালা পুরস্কার লাভ করেন। ক্যামেলা স্ট্রীট (১৯৬৬) অনেক পুরস্কার লাভ করেন। ১৯৭০ সালের দিকে তিনি কাতালোনিয়ার রোমানিয়া দ্য লাঁ সিলভায় ফিরে আসেন এবং মিরাল ট্রেনকাট (ভাঙা আয়না) উপন্যাসের কাজ শেষ করেন (১৯৭৪)
তার অন্যান্য কাজের মধ্যে ভিয়েটগেস ই ফ্লোরস (ভ্রমণ ও ফুল) এবং কুয়েন্টা, কুয়েন্টা কুয়েরা (আর কত যুদ্ধ) (১৯৮০) রচনা করেন যা একই বছর প্রেমি ডি' ওনর দ্য লেস লিয়েট্রেস কাতালানস পুরস্কার লাভ করে। তার জীবনের শেষ দিকে তিনি তার চিরাচরিত মানসিক ব্যাপার ভিত্তিক রচনাকেই আরো উন্নীত করেন যা তার বিষয়কে আরো রহস্যপূর্ণ আকারে চিহ্নর মাধ্যমে সাদৃশ্য অঙ্কন করে।
১৯৯৮ সালে একটি সাহিত্য পুরস্কার তার নামানুসারে রাখা হয়ঃ ছোটগল্প ও আখ্যানের জন্য দ্য মারসে রোডোরেডা পুরস্কার (the Mercè Rodoreda prize for short stories and narratives)
তাঁজে কাতালান ভাষার লেখকদের প্রতিষ্ঠানের (এসোসিয়েশন ডি'এসক্রিপ্টরস এন লিয়েঙ্গা কাতালানা) সম্মানসূচক সদস্য করা হয়। প্লাৎজা ডি'আরো পাঠাগারটি তার নামাঙ্কিত।
তিনি জিরোনাতে যকৃত ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান এবং রোমানিয়ার কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন।[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.