মধ্য ধারণক্ষমতার রেল (অন্যান্য নাম হাল্কা দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা বা হাল্কা মেট্রো) একধরনের রেল পরিবহন ব্যবস্থা। এর ধারণক্ষমতা সাধারণত হাল্কা রেলের থেকে বেশি কিন্তু ভারী দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার থেকে কম।[1]

Thumb
গ্লাসগো সাবওয়ে

সংজ্ঞা ও পরিভাষা

Thumb
কোপেনহেগেন মেট্রো ট্রেন

প্রমিতকরণের অভাবে মধ্য ধারণক্ষমতার রেলের একাধিক সংজ্ঞা বর্তমান, যা এমনকি একটি দেশের মধ্যেই বিদ্যমান। যেমন, তাইওয়ানের পরিবহন ও যোগাযোগ মন্ত্রকের মতে এক মধ্য ধারণক্ষমতার রেলের ধারণক্ষমতা ৬,০০০–২০,০০০ যাত্রী প্রতি ঘণ্টা প্রতি অভিমুখ (যা/ঘ/অ)।[2] আবার, তাইওয়ান দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা বিভাগের (টিসিজি) মতে এক মধ্য ধারণক্ষমতার রেলের ধারণক্ষমতা ২০,০০০–৩০,০০০ যা/ঘ/অ।[3] বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী এক মধ্য ধারণক্ষমতার রেলের ধারণক্ষমতা ১৫,০০০–৩০,০০০ যা/ঘ/অ।[4] অন্যদিকে, মেট্রো বা ভারী রেলের ধারণক্ষমতা ৩০,০০০ যা/ঘ/অ-এর বেশি[5] এবং হাল্কা রেলের ধারণক্ষমতা প্রায় ১০,০০০–১২,০০০ যা/ঘ/অ[4] বা ১২,০০০–১৮,০০০ যা/ঘ/অ।[5] ভেইক্যুল ওতোমাতিক লেজে (ভিএএল) ব্যবস্থাকে মধ্য ধারণক্ষমতার রেলে শ্রেণিভুক্ত করা হয়, কারণ এর প্রস্তুতকারক এর ধারণক্ষমতাকে ৩০,০০০ যা/ঘ/অ পর্যন্ত বলে অভিহিত করেছে।[6] হংকঙের এমটিআরের মা ওন শান লাইনকে কিছু ক্ষেত্রে মধ্য ধারণক্ষমতার রেল বলে শ্রেণিভুক্ত করা হয়, যেহেতু এটি ছোট চারগাড়ি এসপি১৯৫০ ট্রেন ব্যবহার করে। কিন্তু এর ধারণক্ষমতা ৩২,০০০ যা/ঘ/অ পর্যন্ত, যা কিছু সম্পূর্ণ মেট্রো রেলের ধারণক্ষমতার সঙ্গে তুলনীয়।[7] এই শ্রেণিভুক্তিকরণ বেশিক্ষণ টেকেনি কারণ জুন ২০২১-এ লাইনটিকে প্রসারিত করে তুয়েন মা লাইনে পরিবর্তিত করে সেখানে আটগাড়ি ট্রেন চালু করা হয়েছে।

মধ্য ধারণক্ষমতার রেল ছাড়া ইউরোপ, ভারত[8][9]দক্ষিণ কোরিয়ায়[10] "হাল্কা মেট্রো" কথাটি প্রচলিত।

আবার কিছু দেশে হাল্কা মেট্রো ও হাল্কা রেল শব্দদুটি নিয়ে সমস্যা দেখা দেয়। দক্ষিণ কোরিয়ায় কোরীয় শব্দ 경전철-এর অনুবাদ হিসেবে "হাল্কা রেল" ব্যবহৃত হয়। শব্দটির আক্ষরিক অনুবাদ "হাল্কা মেট্রো" হলেও এর প্রকৃত অর্থ "ভারী রেল ছাড়া যেকোনো রেল পরিবহন ব্যবস্থা, যার ধারণক্ষমতা ভারী রেল ও বাস পরিবহনের মাঝামাঝি"।[11][12][13][14]

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.