Loading AI tools
জাতীয় ফুটবল দল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারত জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল (যা ভারত অনূর্ধ্ব-২০ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ভারতের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২০ দল, যার সকল কার্যক্রম ভারতের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[1] ১৯৬৩ সালের ১৯শে এপ্রিল তারিখে, ভারত অনূর্ধ্ব-২০ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মালয় ফেডারেশনে অনুষ্ঠিত মিয়ানমার অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে উক্ত ম্যাচে তারা ১–১ গোলে ড্র করেছিল।
ডাকনাম | নীল বাঘ | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
প্রধান কোচ | শানমুগম ভেঙ্কটকেশ | ||
অধিনায়ক | প্রভসুখন সিং গিল | ||
মাঠ | বিভিন্ন | ||
ফিফা কোড | IND | ||
ওয়েবসাইট | www | ||
| |||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
মিয়ানমার ১–১ ভারত (মালয় ফেডারেশন; ১৯ এপ্রিল ১৯৬৩) | |||
বৃহত্তম জয় | |||
ভারত ৮–০ নেপাল (ভুবনেশ্বর, ভারত; ৩১ জুলাই ২০২২) | |||
বৃহত্তম পরাজয় | |||
ভারত ০–৭ ইসরায়েল (ব্যাংকক, থাইল্যান্ড; ১৬ এপ্রিল ১৯৭২) ভারত ০–৭ দক্ষিণ কোরিয়া (দোহা, কাতার; ২৫ অক্টোবর ২০০২) ভারত ০–৭ সংযুক্ত আরব আমিরাত (দোহা, কাতার; ৪ অক্টোবর ২০১৫) | |||
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ | |||
অংশগ্রহণ | ২২ (১৯৬৩-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (১৯৭৪) |
নীল বাঘ নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ভারতের রাজধানী নতুন দিল্লিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভারতীয় সাবেক ফুটবল খেলোয়াড় শানমুগম ভেঙ্কটকেশ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন কেরল ব্লাস্টার্সের গোলরক্ষক প্রভসুখন সিং গিল।[2][3]
ভারত অনূর্ধ্ব-২০ এপর্যন্ত একবারও ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপেও অন্যতম সফল দল, যেখানে তারা ১টি (১৯৭৪) শিরোপা জয়লাভ করেছে।
মালসাউমফেলা, শোরায়েব ভরদ্বাজ, গুরপ্রীত সিং সান্ধু, জেজে লালপেখলুয়া এবং তালজন্দ্র সিংয়ের মতো খেলোয়াড়গণ ভারত অনূর্ধ্ব-২০ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো |
১৯৭৭ | উত্তীর্ণ হয়নি | |||||||
১৯৭৯ | ||||||||
১৯৮১ | ||||||||
১৯৮৩ | ||||||||
১৯৮৫ | ||||||||
১৯৮৭ | ||||||||
১৯৮৯ | ||||||||
১৯৯১ | ||||||||
১৯৯৩ | ||||||||
১৯৯৫ | ||||||||
১৯৯৭ | ||||||||
১৯৯৯ | ||||||||
২০০১ | ||||||||
২০০৩ | ||||||||
২০০৫ | ||||||||
২০০৭ | ||||||||
২০০৯ | ||||||||
২০১১ | ||||||||
২০১৩ | ||||||||
২০১৫ | ||||||||
২০১৭ | ||||||||
২০১৯ | ||||||||
| কোভিড-১৯ মহামারীর কারণে বাতিল[4] | |||||||
২০২৩ | অনির্ধারিত | |||||||
মোট | ০/২২ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.