ব্রঙ্কাস বা বায়ুনালি একটি বায়ু পথ যেখান দিয়ে ফুসফুসে বাতাস পৌছায়।
- এটি খাদ্যনালির সামনে অবস্থিত একটি ফাঁপা নল।এই নালিটি স্বরযন্তের নিচের অংশ থেকে শুরু করে কিছুদুর নিচে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে দুটি বায়নলের সৃষ্টি হয়,এগুলো শ্বাসনালী।এর প্রাচীর কতগুলো অসম্পূর্ণ বলায়াকার তরুণাস্থি ও পেশি দিয়ে গঠিত।এর অন্তর্গাত্র ঝিল্লি দিয়ে আবৃত।এ জিল্লিতে সূক্ষ লোমযুক্ত কোষ থাকে।এর ভেতর দিয়ে বায়ু আসা-যাওয়া করে।শ্বাসনালীর ভিতর দিয়ে কোন অপ্রয়োজনীয়' বস্তুকণা প্রবেশ করলে সূক্ষ লোমগুলো শ্লেষ্মার সাথে বাইরে বের করে দেয়।
- ব্রঙ্কাস ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে। ডান ব্রঙ্কাসটি ছোট কিন্তু প্রশস্ত এবং ৩ ভাগে ভাগ হয়ে ফুসফুসের ৩টি ভাগ বা লোবে প্রবেশ করে। বাম ব্রঙ্কাসটি ২টি খন্ডে প্রবেশ করে। ফুসফুসের ভিতরে ব্রঙ্কাস পুনঃপুনঃ বিভক্ত হয়ে অসংখ্য ব্রঙ্কিওল গঠন করে।
- ট্রাকিয়ার দ্বিবিভাজনে সৃষ্ট যে ব্রঙ্কাস বাম ও ডান ফুসফুসে প্রবেশ করে তাকে প্রাইমারি ব্রঙ্কাস বলে.[1]
- প্রাইমারি ব্রঙ্কাস বিভক্ত হয়ে প্রত্যেক লোবের জন্য ১টি করে Secondary bronchus বা Lober Bronchus গঠন করে (ডান ফুসফুসে ৩টি এবং বাম ফুসফুসে ২টি)।
- Secondary bronchus থেকে Tertiary bronchus বা Segmental bronchus সৃষ্টি হয়ে ১টি করে পালমোনারি সেগমেন্টে প্রবেশ করে (ডান ফুসফুসে ১০টি এবং বাম ফুসফুসে ৮টি)।
- এই Segmental bronchus এর বিভাজনের ফলে অসংখ্য ব্রঙ্কিওল গঠন করে।[2][3]
দ্রুত তথ্য ব্রঙ্কাস, বিস্তারিত ...
বন্ধ
Ajmol, Gazi। biology 2nd paper। পৃষ্ঠা page no: 228।
Netter, Frank H. (২০১৪)। Atlas of Human Anatomy Including Student Consult Interactive Ancillaries and Guides. (6th সংস্করণ)। Philadelphia, Penn.: W B Saunders Co। পৃষ্ঠা 200। আইএসবিএন 978-1-4557-0418-7।