Loading AI tools
মার্কিন পেশাদার কুস্তিগীর এবং সাবেক মিশ্র মার্শাল আর্টিস্ট উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ব্রক এডোয়ার্ড লেজনার [3] (/ˈlɛznər/;জন্ম ১২ জুলাই ১৯৭৭)[3] একজন আমেরিকান পেশাদার কুস্তিগির এবং পূর্বে অপেশাদার কুস্তিগির, পেশাদার আমেরিকান ফুটবল খেলোয়াড়, এবং মিশ্র মার্শাল শিল্পী,[4] বর্তমানে সে ডাব্লিউডাব্লিউই এর ডাব্লিউডাব্লিউই র ব্রান্ডের সাথে চুক্তিবদ্ধ আছেন।[5] তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউই- তে স্বাক্ষর করেছেন যেখানে তাকে "ফ্রি এজেন্ট" মনোনীত করা হয়েছে, যা তাকে র এবং স্ম্যাকডাউন উভয় ব্র্যান্ডে উপস্থিত হওয়ার অনুমতি দেয়। প্রায়শই বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ হিসাবে বিবেচিত, লেসনারই একমাত্র ব্যক্তি যিনি ডাব্লিউডাব্লিউই, আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি), নিউ জাপান প্রো-রেসলিং (এনজিপিডাব্লিউ)। তিনি ৭ বারের ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন
ব্রক লেজনার | |
---|---|
জন্ম | ব্রক এডোয়ার্ড লেজনার জুলাই ১২, ১৯৭৭ |
পেশা | পেশাদার কুস্তিগির, মিশ্র মার্শাল শিল্পী, আমেরিকান ফুটবল খেলোয়াড় |
কর্মজীবন | পেশাদার কুস্তিগির: ২০০০-২০০৭, ২০১২-বর্তমান আমেরিকান ফুটবল খেলোয়াড়: ২০০৪ মিশ্র মার্শাল শিল্পী: ২০০৬-২০১১, ২০১৬ |
দাম্পত্য সঙ্গী | স্যাবল (বি. ২০২৪) |
সন্তান | ৪ |
রিংয়ে নাম | ব্রক লেজনার |
কথিত উচ্চতা | ৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মিটার)[1] |
কথিত ওজন | ২৮৬ পা (১৩০ কেজি)[1] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | মিনিয়াপোলিস, মিনেসোটা[1] |
প্রশিক্ষক | ব্র্যাড রেইগানস[2] কার্ট হেনিগ[2] ডীন মালেনকো[2] ডগ ব্যাশাম[2] নাইটমেয়ার ড্যানি ডেভিস[2] |
অভিষেক | অক্টোবর ২০০০ |
বিসমার্ক স্টেট কলেজএ তার অপেশাদার কুস্তি জীবনের সাফল্যের পর মিনেসোটা বিশ্ববিদ্যালয় এ যোগ দান করেন ,সেখানে (১০৬ টা ম্যাচ জিতেন এবং ৫টা ম্যাচ হারেন), এরপর ২০০০ সালে লেজনার ডাব্লিউডাব্লিউই এর সাথে চুক্তিবদ্ধ হন। সে ওহাইয়ো ভ্যালি রেসলিং (ওভিডাব্লিউ) উন্নয়ন প্রোমোশনাল এড এ সাক্ষর করেন , সেখানে তিনি তিনবার ওভিডাব্লিউ সাউদার্ন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হন ,ট্যাগ টিম পার্টনার ছিলেন শেলটন বেঞ্জামিন। ২০০২ সালে ডাব্লিউডাব্লিউই-এ অভিষেক হয় লেজনারের। লেজনার ডাব্লিউডাব্লিউই-এ অভিষেকের ৫ মাসের মধ্যে ২৫ বছর, ৪৪ দিন বয়সে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জয় করে।
ব্রক লেজনার ওয়েবস্টের, দক্ষিণ ডেকোটা,-এ ১৯৭৭ সালের ১২-ই জুন জন্মগ্রহণ করেন।.[6] তিনি তার মা-বাবা স্টেফানি এবং রিচার্ড লেজনার লালন-পালনে বড় হন।[7] তিনি জার্মান বংশদ্ভুত।[8] তার দুই বড় ভাই ট্রয় এবং চাদ, এবং ব্র্যান্ডি নামে একটি ছোট বোন আছে।
৭ জুলাই, ২০১৬ সালের স্ম্যাকডাউন এর পর্বে ঘোষণা করা হয় যে, ২০১৬ সালের সামারস্ল্যাম-এ ব্রক লেজনার রেন্ডি অরটন-এর মোকাবিলা করবে।[9] এর দুই দিন পর ৯ জুলাই ২০১৬-এ, ডাব্লিউডাব্লিউই লেজনারকে UFC 200-তে খেলার জন্য অনুমতি প্রদান করে। ১৯ জুলাই ২০১৬-এ, ডাব্লিউডাব্লিউই ড্রাফট-এ ব্রক লেজনার ডাব্লিউডাব্লিউই র-এর পঞ্চম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।[10] রিপোর্ট দাবী করে যে সে এক নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতো যদিনা সে UFC ড্রাগ পরীক্ষা ব্যর্থ না হতো।[11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.