বেনিন
আফ্রিকার রাষ্ট্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আফ্রিকার রাষ্ট্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বেনিন (ফরাসি: Bénin বেনিন্) পশ্চিম আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর পূর্ব নাম ছিল দাহোমি। গিনি উপসাগরে দেশটির প্রায় ১২১ কিমি দীর্ঘ তটরেখা বিদ্যমান।[7] কীলক আকারের দেশটি উত্তর দিকে আফ্রিকার অভ্যন্তরে প্রায় ৬৭০ কিলোমিটার প্রবেশ করেছে। এটি আফ্রিকার ক্ষুদ্রতর দেশগুলির একটি।
বেনিন প্রজাতন্ত্র République du Bénin রেপ্যুব্লিক্ দ্যু বেনিন্ | |
---|---|
রাজধানী | পর্তো নোভো |
বৃহত্তম নগরী | কোতোনু |
সরকারি ভাষা | ফরাসি |
জাতীয়তাসূচক বিশেষণ | বেনিনীয় |
সরকার | বহুদল বিশিষ্ট গণতন্ত্র |
প্যাট্রিশ টেলন[1] | |
স্বাধীনতা ফ্রান্স হতে | |
• তারিখ | ১লা আগস্ট ১৯৬০ |
• পানি (%) | ১.৮ |
জনসংখ্যা | |
• ২০০৯ আনুমানিক | ৮,৯৩৫,০০০[2] (৯০তম) |
• 2013 আদমশুমারি | 10,008,749[3] |
• ঘনত্ব | ৯৪.৮/কিমি২ (২৪৫.৫/বর্গমাইল) (120th) |
জিডিপি (পিপিপি) | 2017 আনুমানিক |
• মোট | $26.177 billion[4] |
• মাথাপিছু | $2,297[4] |
জিডিপি (মনোনীত) | 2017 আনুমানিক |
• মোট | $9.605 billion[4] |
• মাথাপিছু | $842[4] |
জিনি (2003) | 36.5[5] মাধ্যম |
মানব উন্নয়ন সূচক (2015) | 0.485[6] নিম্ন · 167th |
মুদ্রা | পশ্চিম আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক (XOF) |
সময় অঞ্চল | ইউটিসি+১ (WAT) |
ইউটিসি+১ (not observed) | |
কলিং কোড | ২২৯ |
ইন্টারনেট টিএলডি | .বিজে |
|
বেনিনের জলবায়ু ক্রান্তীয়। এর অর্থনীতি কৃষিভিত্তিক।[8] দেশের বেশির ভাগ কৃষক দিনমজুরি করেন। ১৯৯০-এর দশকে বেনিনের অর্থনৈতিক উন্নতি ঘটলেও এটি আফ্রিকার দরিদ্রতম দেশগুলির একটি।
বেনিনে বিভিন্ন জাতের লোকের বাস। এদের ফন, ইয়োরুবা, ও আজা জাতির লোক সংখ্যাগরিষ্ঠ। ফরাসি ভাষা দেশটির সরকারি ভাষা। তবে ফন এবং অন্যান্য আফ্রিকান ভাষা বহুল প্রচলিত।
১৮৯৯ সাল থেকে বেনিন ফরাসি পশ্চিম আফ্রিকার অংশ হিসেবে একটি ফরাসি উপনিবেশ ছিল। ১৯৬০ সালে দাহোমি নামে এটি স্বাধীনতা লাভ করে। দাহোমি ১৮শ ও ১৯শ শতকে আফ্রিকার একটি বড় রাজ্য ছিল, যার কেন্দ্র ছিল বেনিন।
স্বাধীনতা লাভের পর অনেকগুলি সামরিক শাসক দেশটি শাসন করেন। ১৯৭২ সালে একটি মার্ক্সবাদী সরকার ক্ষমতায় আসে। ১৯৭৫ সালে দেশটির নাম বদলে গণপ্রজাতন্ত্রী বেনিন করা হয়। ১৯৮০র দশকে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত বেনিন পশ্চিমের দেশগুলির কাছে সাহায্য চায়। ১৯৮৯ সালে সরকার মার্কসবাদ পরিত্যাগ করে। ১৯৯০ সালে নতুন সংবিধান পাস করা হয় ও গণতান্ত্রিক সংস্কার সাধন করা হয়। বর্তমানে বেনিন একটি রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা; রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হন।
ঔপনিবেশিক সময়ে এবং স্বাধীনতার অব্যবহিত পরে এই দেশটির নাম ছিলো দাহোমি। ১৯৭৫ সালের ৩০শে নভেম্বর তারিখে দেশটির নাম পালটে বেনিন রাখা হয়। এই নামটি এসেছে এই দেশের তীরের কাছের বেনিন উপসাগর থেকে, যার নাম আবার এসেছিলো বেনিন রাজ্য হতে।
নতুন নাম বেনিন বেছে নেয়া হয় নিরপেক্ষতার খাতিরে। দাহোমি নামটি এসেছিলো দাহোমি রাজ্য হতে, যা দেশটির দক্ষিণের এক-তৃতীয়াংশ এলাকা জুড়ে ছিলো। কাজেই উত্তর-পশ্চিমের রাজ্য আতাকোরা কিংবা উত্তর পূর্বের রাজ্য বোর্গুর কোনো নিদর্শন দেশের নামে ছিলো না। সেজন্য দেশটির নাম রাখা হয় বেনিন।
বেনিনে জনসংখ্যা ১১,৩৯৬,৩৮০ (২০১৭)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.